ক্ষুদ্র রোবট টানবে নিজের ওজনের চেয়ে ২০০০ গুন বেশী

Stanford’s Biomimetics and Dextrous Manipulation Lab এর ছাত্ররা সম্প্রতি এমন একটি রোবট বানিয়েছেন যা তার নিজের ওজনের চেয়ে ২০০০ গুন বেশী ওজনের বুস্তু টানতে সক্ষম । এতে ব্যাবহার করা হয়েছে Controllable adhesive plate. যেটি ব্যাবহার করে মাত্র ১২ গ্রাম ওজনের একটি রোবট ২০০০ গ্রাম ওজনের একটি বস্তু টেনে নিতে পারে।

এই রোবট তৈরির উদ্দেশ্য হলো খুব সঙ্কীর্ণ জায়গায় ভারী বস্তু তুলতে সাহায্য করা।

সরাসরি ভিডিও টি দেখুন। এখান থেকে। 

এই প্রযুক্তির সবচেয়ে বড় সমস্যা হলো এর Controllable adhesive plate. কারণ এই প্লেট সমান ও মসৃণ জায়গা না হলে চলতে পারেনা। তবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাণিজ্যিক ভাবে ব্যাবহার করার জন্য বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন।

পোস্টটির অনুবাদ প্রথম প্রকাশ এখানে

তথ্য সুত্রঃ- Tectims

আমাকে পেতে পারেন...

Level 2

আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস