প্রযুক্তি বিষয়ক সেরা ১০ টি বাংলা ব্লগ সাইট। যা আপনার কাজে লাগতে পারে।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সেই সাথে সবার ঈদ ভালভাবে কেটেছে বলে আশা রাখি। তথ্য প্রযুক্তির এই যুগে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ও এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে বিখ্যাত কিছু ব্লগ সাইট আছে যা থেকে আমরা অনেক উপকার পেয়ে থাকি। সেই সাথে বাংলাদেশেও কিছু প্রযুক্তি বিষয়ক ভাল মানের ব্লগ সাইট আছে যা আমাদের জন্য খুবই ভাল খবর। এই সব প্রযুক্তি বিষয়ক ব্লগ গুলো থেকে আমরা এখন এমন কিছু শিখতে পারছি যা হয়ত  কোন ট্রেনিং সেন্টারে গেলে প্রচুর ব্যয় সাপেক্ষ। আজ আপনাদের সাথে শেয়ার করলাম ১০ টি সেরা প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ সাইট।

১. Techtunes.com.bd

প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের মধ্যে সেরার জায়গা দখল করে আছে টেকটিউনস। যার গুগুল ও এলেক্সা রেংকিং ও ভাল। এবং এই সাইটের টিউনগুলো কোন কপি পেষ্ট না এবং মান সম্মত।

২. Tunerpage.com

প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের মধ্যে এই সাইটা অন্যতম। সাইটের থিমটা এখন তারা পরিবর্তন করাতে  এখন সাইটের ফিচার ও লেখায় একটা মানসম্মত অবস্থান রয়েছে।

৩. http://www.pchelplinebd.com

মানসম্মত টেকনোলজি বিষয়ক ব্লগের জন্য ভাল সাইট এটি। সাইটের উন্নত ও ভাল মানের কন্টেন্ট এর জন্য বাংলাদেশীদের কাছে এটি জনপ্রিয় একটি সাইট।

৪. RR Foundation

এটি প্রযুক্তি বিষয়ক টিউটোরিয়াল সাইট। এই সাইট থেকে আপনার বিভিন্ন বিষয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন। তারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল  গ্রাহকের কাছে বিক্রিও করে থাকে।

৫. Techtweets

প্রযুক্তি বিষয়ক সাইটের মধ্যে এই সাইটটাও জনপ্রিয়। তবে কিছু কিছু টিউন এই সাইটে অপ্রসঙ্গিক। এবং এডমিন তা ডিলিট করে না। সব দিক থেকে মোটামুটি ভাল সাইট এটি।

৬.Answerglobe.com

প্রযুক্তি বিষয়ক বাংলা সাইটের মধ্যে এই সাইটটিতে ভাল মানের লেখা আছে। সাইটটি নতুন হলেও এটার লেখার মান থেকে বুঝা যায় সাইটের মধ্যে ভাল কোয়ালিটির কন্টেন্ট আছে। নতুন হিসেবে সাইটটির গুগুল ও এলেক্সা রেঙ্কিং ভাল।

৭. Biggan Projukti

সাইটের নাম দেখেই বুঝতে পারছেন। প্রযুক্তি বিষয়ক সাইটের জন্য উদাহরন হিসেবে এটি ভাল সাইট। ভাল মানের টিউন হয় এই সাইটে।

৮. Pchelpline24 

ব্লগ সাইটের মধ্যে এটি জনপ্রিয় একটি সাইট।

৯. Geniusitzone

অনেকদিন যাবৎ এই সাইটটা ভাল ও কোয়ালিটি সম্পন্ন  লেখা নিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই সাইটি।

১০. Techmasterblog

শুধু নামেই নয়। আসলেই এই সাইটে জানার মত অনেক কন্টেন্ট আছে। ভাল মানের কন্টেন্ট হয় এই সাইটে।

 

আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন টিউন নিয়ে সবাই ভাল থাকবেন। ভাল লাগলে টিউমেন্টস করবেন।

এই পেইজে একটা লাইক দিতে ভুলবেন না- ফেসবুক পেইজ

Level 0

আমি আলআমিন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবাইকে তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক YouTube চ্যানেলে স্বাগতম। সবাইকে আমার চ্যানেলে Subscribe করে যুক্ত থাকার আমন্ত্রন জানাচ্ছি। My Channel - youtube.com/erait


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার সাইটের লিংকটা টেকটিউনসের আগে দিলে আরও ভাল হত ।

    বিষয়টা নেগেটিভ নিলেন কেন। আপনার ভাল না লাগলে পোস্টটা পড়বেন না। কিন্তু এভাবে বলা ঠিক না। কারন আপনি সইটের এডমিন না।

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

আপনাকে ধন্যবাদ ৥ রুপা

http://genesisblogs.com/ এবং http://www.banglahero.com/ নাম দিতে পারতেন ।এখানে অনেকগুলা আজে বাজে সাইটও দিয়ে দিছেন

অনেক ধন্যবাদ। আরো অনেক কিছু শিখতে পারবো ।

ভাল পোস্ট ভাই। কিতু pchelplinebd তো টেকটিউনেসের মতই মনে হচ্ছে।

ভালো লাগলো , একসঙ্গে ১০ টি সাইট লিঙ্ক পেলাম।

ধন্যবাদ সবাইকে। আশা করি সবার ভাল লেগেছে

Level 0

একটা খুব নতুন ব্লগ চালু হয়েসে। Banglahub.net এবার পু্রো পৃথিবী বাংলায়- এ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাহাব.নেট এর যাত্রা শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ভিন্ন স্বাদের সব তথ্যকে বাংলায় পাঠক-পাঠিকাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।এখান থেকে লেখা দিয়ে আপনি টাকা ইঙ্কাম করতে পারবেব। আশা করি সবাই বাংলাহাব.নেট এর সাথে থাকবেন।

shohag360.com এই ব্লগটাও ভিসিট করে দেখতে পারেন