অদূর ভবিষ্যতে আপনার হাতই হবে মোবাইল – আলাদা মোবাইলের প্রয়োজন নেই !

আমি আজকে গুগলে সার্চ দিয়ে এমন একটি জিনিস খুঁজে পেলাম, যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। প্রথমবারের মত জাপানের বিজ্ঞানীরা একটি Ultra-thin ই-ত্বক আবিষ্কার করতে সক্ষম হয়েছেন, যা মানুষের হাতে লাগানো যাবে। এটি বিজ্ঞানীরা তৈরি করেছেন জৈব ইলেকট্রনিক্স দিয়ে যা বাতাসের সংস্পর্শেও কোন ক্ষতি হবে না। এতে আরও ব্যবহার করা হয়েছে LED (Light Emiting Diod) প্রযুক্তি যা বর্তমান সময়ের Smartphone এ ব্যবহার করা হয়। জৈব ইলেকট্রনিক্সগুলো তৈরি করা হয়েছে কার্বনের পলিমার থেকে যা বর্তমানে ব্যবহৃত সিলিকন অথবা স্বর্ণ থেকে আলাদা।

তাই, টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকরা গবেষণা করে ডিসপ্লের জন্য একটি Protective Coat তৈরি করেছেন যা বাতাসের সংস্পর্শ থেকে ডিসপ্লে কে পৃথক রাখতে পারে। টোকিও বিশ্ববিদ্যালয়ের Electrical and Electronic Engineering এর প্রফেসর Takao Someya বলেছেন, "আমাদের ত্বকে সরাসরি ই-ত্বক বসানো সম্ভব, কারণ এই বৈদ্যুতিক ত্বক আমাদের চামড়ায় কাজ করতে সক্ষম"। তিনি আরো বলেন, ভবিষ্যতে আমাদেরকে কষ্ট করে Smartphone ব্যবহার করতে হবে না। একটি আইফোন অনেক ভারী, কিন্তু আপনি যদি আপনার নিজ হাতকেই মোবাইল হিসেবে ব্যবহার করতে সক্ষম হন, এটা আপনার জন্য খুবই সহজ হবে। mobile in hand

পূর্ববর্তী ডিসপ্লেগুলোকে পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো বেশি বাতাস সহ্য করতে পারেনা। কিন্তু জৈব ইলেকট্রনিক্সে কয়েক ঘন্টা বাতাসে রাখার পরেও কোন ক্ষতি হয়নি। বিজ্ঞানীরা এই ই-ত্বক গুলোকে জীবনসীমা বাড়ানোর জন্য আলাদা কভার ব্যবহার করেছেন যেটা প্রায় ৩ মাইক্রোমিটার চিকন।

বিজ্ঞানীরা আরো আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে হয়তো স্বাস্থ্যক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহার করা যাবে। রক্তে অক্সিজেনের ঘনত্ব নির্ণয়ের জন্য এ পাতলা ই-ত্বক কাজে লাগতে পারে। এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে এটি সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে।

এ প্রযুক্তি ব্যবহার করে শুধুমাত্র মোবাইল তৈরি করার ক্ষেত্রেই নয়, বিজ্ঞানীরা আরো বিভিন্ন বাণিজ্যিক পণ্যকে ছোট করে তৈরি করার স্বপ্নও দেখছেন। আমরাও স্বপ্ন দেখতে পারি, কিন্তু আমাদের বাংলাদেশে এ প্রযুক্তি আসতে কয় যুগ লাগে আল্লাহই ভাল জানেন। পরিশেষে সবাইকে টিউনটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একইসাথে অনুরোধ জানাচ্ছি ফেসবুকে আমার একটি টিউনঃ "আসুস ল্যাপটপ জিতে গেলে আমি যা করব।।।" এ  লাইকে দিতে এবং আপনার ফ্রেন্ডদের Mention করে লাইক দিতে বলবেন (১৫ মে এর মধ্যে), যাতে করে আমি একটি ল্যাপটপ জিততে পারি।

FIND ME ON FACEBOOK: TAREK JAMIL

 

 

Level 0

আমি মোঃ তারেক জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস