গুগল টাইম লাইন – গুগলের আরো একটি নতুন প্রযুক্তি

গত কালই আপনাদের সামনে গুগলের একটি নতুন প্রযুক্তি গুগল সিমিলার ইমেজেস কে তুলে ধরেছিলাম। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি গুগলের আরো একটি নতুন প্রযুক্তি গুগল টাইম লাইন কে নিয়ে। তবে এই প্রযুক্তিটি ব্যাক্তিগতভাবে সিমিলার ইমেজেস এর চাইতে বেশী কার্যকরী এবং স্ট্রং বলে মনে হয়েছে। তাই টিউনার বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে একটু ঢু মারি এই টেকনোলজি জায়ান্টের নতুন টেকনেলজির দিকে -

গুগল নিউজ টাইম লাইন কি??

এক কথায় বলতে গেলে গুগলের সার্চ ইজ্ঞিনের আরো সহজতর এবং উন্নততর একটি প্রযুক্তি। এর মাধ্যমে কোন কিছুর জন্যে ইউজারদের সার্চিং এবং অর্গানাইজিং এর কাজ অনেকটা সহজ হয়ে আসবে। সার্চ ইজ্ঞনে কোন কিছু সার্চ দিলে আপনি রেজাল্টে যা পাবেন, এখানেও আপনি সেই একই জিনিস পাবেন তবে আরেকটু মডিফাইড ভাবে। এর যে ডেভেলপার "এ্যান্ডি হার্যফেল্ড" বলেছেন তিনি নাকি গুগল ম্যাপ দ্বারা প্রভাবিত হয়ে এই এ্যাপ্লিকেশানকে ডেভেলাপ করেছেন। তার মতে কোন নির্দিষ্ট জিনিসকে হাজারো একই রকমের জিনিসের ভিড়ে না খুজে কোন নির্দিষ্ট সময়ে ঐ জিনিসের ব্যাপারে কি কি আপডেট ঘটেছে সেই জায়গায় খুজলে আরো সঠিক রেজাল্ট পাওয়া সম্ভব।

যেমন ধরুন আপনার ২০০৭ সালের জুনে এইচপি প্রোডাক্টের উপর প্রকাশিত রিপোর্ট সমূহ দরকার। টাইমলাইন কিভাবে কাজ আরো সহজ করে দিচ্ছে তা হল, আপনি সার্চ ফিল্ড এইচপি এবং টাইম লাইনে জুন মাস ফিক্স করে দিলে জুন মাসে ঘটে যাওয়া এইচপির সমস্ত স্টোরি গ্রিড আকারে প্রকাশিত হবে। এই গ্রিডে প্রত্যেকটি কলাম সেই মাসের এক একট সপ্তাহ কে নির্দেশ করে থাকে।

googlenews-timeline-large.jpg

একইভাবে শুধু গুগল ডেটাবেজেই নয় আপনি চাইলে যে কোন ব্লগ, সাইটের ব্যাপারে রেজাল্টও এই গ্রিডে স্রিংক করিয়ে আরো স্বাচ্ছন্দ্যে সার্চিং এর মজা নিতে পারবেন। আপনার কোন নির্দিষ্ট মুভি, গান অথবা বই দরকার?? এখানেই পেতে পারেন সার্চ রেজাল্ট। টাইম লাইনে বই প্রকাশের সময়, মুভি রিলিজিং ডেটে নেম এন্ট্রি করে গ্রীডে চলে আসবে।

আপনার ১৪২৪ সনের ব্যাপারে তথ্য দরকার? এই তথ্যও চলে আসবে গ্রীডে উইকির সাথে গুগলের কানেকশানের মাধ্যমে।

কোন পত্রিকার নির্দস্ট দিনের নিউজের উপর রিপোর্ট করা দরকার? তাও অত্যন্ত্য সহজেই আপনার হাতের মুঠোয় নিয়ে আসবে গুগল টাইম লাইন।

এটি এখনও মূলত গুগল ল্যাবের আন্ডার ডেভেলাপিং প্রজেক্ট। তবে ডেভেলপার এবং টেকিদের আশা এটি সার্চ ইজ্ঞিনের ব্যবহারের হুলিয়া ইউজারদের কাছে সম্পূর্ণ পাল্টে দিতে সক্ষম হবে।

তথ্য ও সূত্র : গুগল ল্যাব এবং গুগল ব্লগ

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গুড পোষ্ট ব্রো! প্লিজ, কিপ ইট আপ!

TINTIN vai apni boraborer moto ebar o kisu uposthapon korlen amader samne er jonno dhonnobad.Asolei ekta kajer tune korsen.

টিনটিন ভাই পরীক্ষার মধ্যেই এত টিউন করতাছেন।

পরীক্ষা খতম হইতে দেন ভাই …….. টিউনের মেশিন লাগামু

মেশিনের গতিবেগ কত হইবো?