হিটার রিভিউঃ মিয়াকো PTC-SUN-02 রুম হিটার

এই শীতে রুম হিটার খুব প্রয়োজনীয় একটি সামগ্রী, যা আপনার ঘরকে রাখে উষ্ণ এবং যা আপনার ঘরকে দেয় আকর্ষণীয় লুক। আপনি যদি বাংলাদেশের উত্তরাঞ্চলে থাকেন তবে এটির প্রয়োজনীয়তা অনেক বেশি। পূর্বে ঠাণ্ডার হাত থেকে বাঁচার জন্য মানুষ আগুন ব্যবহার করত, এখন এটা সম্ভব না কারন এটার জন্য অনেক জায়গার প্রয়োজন এবং এটা বিপদজনক। বিজ্ঞানের আশীর্বাদে বিজ্ঞানীরা আবিস্কার করেছেন রুম হিটার। এটি আমাদের ঘরকে গরম রাখতে সাহায্য করে। বাজারে নানা রকমের রুম হিটার রয়েছে তার মধ্যে অন্যতম মিয়াকো। মিয়াকো এই শীতে নিয়ে এসেছে Miyako PTC-SUN-02 Room Heater। কালো রং এর রুম হিটার বাজারে এসেছে উন্নত কিছু ফিচার নিয়ে। নিচে কিছু ফিচার দেওয়া হলঃ

ফ্যান / ওয়ার্ম / হট সিলেকশন অপশন
ওভার হিট প্রটেকশন
টি আই পি ওভার প্রটেকশন
Osculation ফাংশন
হাই কোয়ালিটি সিরামিক হিটিং Elements
Adjustable থার্মস্টেট
৮৫০-১৫০০ ওয়াট
২২০ ভোল্ট-২৪০ ভোল্ট/৫০/৫০Hz

বিভিন্ন সুবিধা

দীর্ঘস্থায়ী দেহ কাঠামোর সাথে অসাধারণ আউটলুক এবং সকল স্থানে বহন করা যায় খুব সহজে। কন্ট্রোলিং এর জন্য আধুনিক ফিচার এবং ফাংশন অপারেট করার জন্য two-knob রেগুলেটর আছে। একটি রয়েছে সময় adjustment করার জন্য এবং অপরটি রয়েছে heater পাওয়ার adjustment করার জন্য। এটি শীত এবং গ্রীষ্ম উভয় ঋতুতে ব্যবহারের সুবিধা রয়েছে। ওভার প্রোটেকশন থাকার কারনে এটি ঘরকে রাখে নিরাপদ। এই হিটার টির সর্বোচ্চ তাপমাত্রা ১৫০০ ওয়াট যা অধিক শীত এবং বড় ঘরের জন্য কার্যকর নাও হতে পারে।

ডিজাইন এবং ডাইমেনশন

আধুনিক ফিচাররের ইলেকট্রিক হিটারের রং কালো। এটিতে একটি হেন্ডেলবার থাকায় খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়। ভিতরের টেকসই উপাদান দিয়ে তৈরি তাই বেশি দিন টিকে। হিটিং ক্যাবিনেট এবং সিরামিকের পাশাপাশি হিটিং বার দেওয়া হয়েছে তাই তাপ দ্রুত জেনারেট করতে পারে। এই মডেল টির ওজন ১.৫ কেজি তাই খুব সহজে বহন করা যায়। উচ্চ মানের হিটিং উপাদানগুলি হিটিং ফাংশনটির মধ্যেও রাখা হয়েছে। মেশিনটি দ্রুত উত্তাপ দেয় এবং সর্বনিম্ন শক্তি গ্রহণ করে।

miyako room heater damjanun.com

হিটারটির বৈশিষ্ট্য

উন্নত ফিচারগুলোর কারনে আধুনিক যুগে এই মডেলের রুম হিটার টি স্মার্ট হিটার নামে পরিচিত। এই হিটারটি ব্যবহার যা আপনাকে দিবে আরাম এবং সাচ্ছন্দ্য। নিচে কিছু ফিচার নিয়ে আলোচনা করা হলঃ

Durable body:

এটি durable plastics দিয়ে তৈরি তাই এটা তাপ পরিবাহী। এটি আপনার রুমের সৌন্দর্য বাড়ায় এবং রুমকে রাখে উষ্ণ।

Multiple-use:

এটি শীত এবং গ্রীষ্মকাল উভয় ঋতুতে ব্যবহার করা যায়।

Overheat protection:

এটিতে Overheat protection থাকায় যে কোন মারাত্মক ক্ষয় ক্ষতি থেকে আপনাকে রক্ষা করে।

Adjustable thermostat: এটি একটি স্মার্ট ফিচার যেটা আপনার রুমের জন্য কতটুকু তাপমাত্রা প্রয়োজন তা নিয়ন্ত্রন করে।
Easy operating control panel: এটি two-knob রেগুলেটর দিয়ে তৈরি। একটি সময় নির্দিষ্ট করে এবং অপরটি power level নির্দিষ্ট করে।

ইলেক্ট্রিক্যাল ফিচার

এটি ইলেক্ট্রিক্যাল ফিচারের উপর বেস করে নির্মিত। এটির নরমাল ভোল্টেজ ২২০ - ২৩০ ভোল্ট। এটিতে দুই ধরনের পাওয়ার আছে ৭৫০ এবং ১৫০০। আপনার প্রয়োজন অনুযায়ী পাওয়ার লেভেল ব্যবহার করতে পারবেন।

Level 2

আমি আহমেদ তানভীর স্মরণ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস