কোনটি ভাল জুম নাকি গুগল মিট?

অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া বা প্রশিক্ষণ প্রদান করার ক্ষেত্রে জুম ও গুগল মিট উভয়ই সমানভাবে জনপ্রিয়। তারপরও প্রাথমিকভাবে টুলস নির্বাচনের ক্ষেত্রে দুইটি টুলসের ফিচার ও সুযোগ-সুবিধা সমূহ বিস্তারিতভাবে জানা প্রয়োজন অন্যথায় সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। দুটি টুলস-এর সুযোগ সুবিধা সমূহের খুঁটিনাটি নিচে বর্ণনা করা হল ও ধাপে ধাপে বিস্তারিত দেখার জন্য প্রবেশ করুন জুম ও গুগলে মিটের মধ্যে তুলনা লিঙ্কেঃ

১। দুটি টুলসের ফ্রী ভার্সনই সর্বোচ্চ একশত জন অংশগ্রহণকারী সাপোর্ট করে।
২। জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড স্ক্রীন সাপোর্ট করে কিন্তু গুগল মিট করে না।
৩। জুমের ফ্রি ভার্সন রেকর্ডিং সাপোর্ট করে কিন্তু গুগল মিট করে না।
৪। উভয় টুলসেই আয়োজনকারীর জন্য লগইন বাধ্যতামুলক।
৫। জুমে অংশগ্রহণকারীর জন্য লগইন বাধ্যতামুলক নয়।
৬। জুমের ফ্রি ভার্সন একটানা ৪০ মিনিট ও গুগল মিট একটানা ২৪ ঘণ্টা মিটিং সাপোর্ট করে।

আরও অন্যান্য সুবিধা ও সুবিধ সমূহের বিস্তারিত জানতে প্রবেশ করুন জুম ও গুগলে মিটের মধ্যে তুলনা লিঙ্কে

ধন্যবাদ
TheTechSenses
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন

Level 2

আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস