শিশুদের জন্যও ফেসবুক!

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, ‘আমি চাই ১৩ বছরের কম বয়সী শিশুরাও ফেসবুক ব্যবহার করুক।’ বর্তমানে চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট শিশুদের অনলাইন ব্যবহারের বয়সসীমার বিষয়টি নিয়ন্ত্রণ করে।
১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ল এই অ্যাক্ট তৈরি করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বৈঠকে দেওয়া বক্তব্যে জাকারকবার্গ বলেন, তিনি এ আইনটি পরিবর্তনের জন্য লড়বেন। তিনি বলেন, ‘ফেসবুক সামাজিক যোগাযোগের পাশাপাশি একটি শিক্ষামূলক ওয়েবসাইটও বটে। শিশুদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। তাই আমি চাই ১৩ বছরের কম বয়সী শিশুরাও সাইটটি ব্যবহার করুক।’ তিনি আরও বলেন, ‘আমার দর্শন হচ্ছে, যেকোনো কিছু কম বয়সেই শেখা উচিত। তাই শিশুদের ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া উচিত। ফেসবুক কর্তৃপক্ষ ওয়েবসাইটটিতে শিক্ষামূলক কিছু দিতে চায়। কিন্তু আইনি বাধার কারণে সে প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। জাকারবার্গ আরও বলেন, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেওয়া হলেও কতজন মানছে, তা-ও খতিয়ে দেখার একটি বিষয়। অনেক শিশু বয়স গোপন করে ফেসবুক ব্যবহার করে যাচ্ছে। এ ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের কনজিউমার রিপোর্টের একটি তথ্যের কথা উল্লেখ করেন। ওই রিপোর্টে বলা হয়, ৬০ কোটি ফেসবুক ব্যবহারকারীর মধ্যে ৭০ লাখেরও বেশি হচ্ছে শিশু।
টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।
লিঙ্কটা ঠিক করে দিন।

Level 0

ধন্যবাদ ভাই

তের বছরের নিচের শিশুদের ফেসবুক ব্যবহার করতে দেয়ার এতই যদি ইচ্ছা,তবে তাদের জন্য ফেসবুকের মোডিফাইড ভার্সন বানাও না কেন চান্দু হ্যাকার ভাগ(Juckerburg)?
😉