এক চাষীর অনবদ্য আবিস্কারের গল্প শনুন।

untitled

২৯ বছর বয়সী অন্ধ্রপ্রদেশের নালগোণ্ডা জেলার কৃষক ভালিশেট্টী নরেন্দ্রর নিজের তিন একর চাষের জমিতে জল দেওয়ার পাম্প চালু করবার এক অভিনব পন্থা আবিষ্কার করেছেন। অনিয়মিত বিদ্যুতের যোগানের জন্য ওনাকে প্রায় রাত-দুপুরে অসময়ে জল দেওয়ার মোটর পাম্প চালু করবার জন্য ক্ষেতে যেতে হত। কার ভাল লাগে? তার উপর সাপের কামড়ের ভয়! এখন আর যেতে হবে না। ২০০০ টাকা খরচা করে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন।

মোটর পাম্পে একটা মোবাইল ফোন লাগিয়েছেন। আর একটা মোবাইল ফোন থেকে ওই পাম্পের মোবাইলে যোগাযগ করলেই মোটর পাম্প চালু হইয়ে যায়। শুনতে সহজ লাগলেও নরেন্দ্রবাবুর মাস ছয়েক লেগেছে ওনার চিন্তাকে বাস্তব রূপ দিতে।

দারুণ কাজ করেছেন ভালিশেট্টী নরেন্দ্র। অভিনন্দন। অনেক কৃষক এই আবিষ্কার থেকে উপকৃত হবেন। আশা রাখি যে শীঘ্রই উনি ওনার এই আবিষ্কারের পেটেন্ট পেয়ে যাবেন।

বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা দেখুন।

Level 0

আমি ranykolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place - kolkata country- India


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রনি ভাই বুঝলাম না মোটর পাম্পেও কি মোবাইল ব্যবহার করে । কিছু মনে করবেন না মজা করলাম ।

Level 0

এটা বাংলাদেশের এক মোটরপাম্প মেকানিক অনেক আগেই আবিষ্কার করেছেন। এটা নয়া দিগন্তসহ বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছিল। তারপর তার ভাগ্যে কি হয়েছে আর জানা যায় না। আমাদের দেশে কত কিছুই আবিষ্কার হয়, কিন্ত উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবে কোন কাজে আসে না।

    তাই নাকি!!!!! আমার এবিষয় টি জানা নাই।
    ধন্যবাদ আপনাকে

roni bai ki online– asen…..?

এই পদ্ধতিটা বাঙলাদেশের কুষ্টিয়া জেলার এক রেডিও মেকার আগেই তৈরী করেছে এবঙ বেশ কিছু মটরে ব্যবহার করে কৃষকদের বেশ উপকার করেছে।
তবুও পোষ্টের জন্য ধন্যবাদ

Level 0

জেনে ভালো লাগলো।

বাংলাদেশের ঘটনাটি জানার জন্য http://www.dailynayadiganta.com/2009/05/17/fullnews.asp?News_ID=all&sec=27 এই পাতার খবরটি দেখতে পারেন।

    শাকিল ভাই, আপনার দেওয়া লিঙ্ক এ গেলামা কিন্তু পড়তে পারলাম না। ওয়ার্ড ফরম্যাট ঠীক নেই সাইট টির। অন্য কোনো লিঙ্ক থাকলে জানাবেন। আসলে সত্য ঘটনা টা আমার জানতে ইচ্ছা করছে।

    সাইটের ফন্ট ওই সাইটেই আছে, একটু কষ্ট করে ডাউনলোড করে তারপর পড়ুন। ধন্যবাদ।

ভাই আমি ভীষন বিব্রতের মধ্যে আছি, আসলে এই খবর টা একটি ইন্ডিয়ান পত্রিকায় বের হয়েছিল এবং তার ভিডিও ট্রায়াল ও দেওয়া আছে। এখন এক একজন টিউনার এক এক রকম তথ্য দিচ্ছেন, যেমনঃmicromission ভায়ের মতে “এই পদ্ধতিটা বাঙলাদেশের কুষ্টিয়া জেলার এক রেডিও মেকার আগেই তৈরী করেছে”
আবার ondecent ভায়ের মতে “এটা বাংলাদেশের এক মোটরপাম্প মেকানিক অনেক আগেই আবিষ্কার করেছেন”
আসলে সত্য কোনটা??????????

ভাই আমার মতে প্রত্যেকটাই সত্য না হলে পত্রিকায় আসবে কেন। আর বাংলাদেশেরটা আমি টিভিতে নিজ চোখে দেখেছি। আসলে একই রকম জিনিস নিয়ে তো অনেকেই কাজ করে তাই না? তাই যারা সাফল্য পাবে কাওকেই ছোট করা উচিত না সকলেই সমান সম্মান প্রাপ্য। যেমন জগদীশ মার্কোনী দুজনেই বেতার তৈরী করেছিলেন তো আমার নিশ্চই বলব না একজন আরেকজনের কপি। ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আমিও এরকম একটি প্রোজেক্ট দেখেছি। ভোলা সরকারী কলেজে বিজ্ঞান মেলার প্রদর্শনীতে। সে মোবাইলের মিসকল ব্যবহার করে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস চালু করার ব্যবস্থা করেছিল। এবং বিষয়টি খুব জটিল বলেও আমার মনে হয়না। কোন মোবাইলে মিসকল বা কল দিলে এর মধ্যকার লাইটগুলো জ্বলে ওঠে বা এর অভ্যন্তরীণ কিছু অংশ চালু হয়। তো বিষয়টিকে যে কোন উপায়ে ঘরের মধ্যকার বড় লাইটটা জ্বলে ওঠার কাজে ব্যবহার করলে খুব আশ্চার্য্যের কিছু হবোনা। যারা সার্কিট বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারা ভালো বলতে পারবেন। শাকিল ভাইয়ের মন্তব্য আশা করছি।

Level 0

হায়রে আমার প্রিয় বাংলাদেশ?