টেকটিউনস জরিপ [মে ২০১০]: অপারেটিং সিস্টেম হিসেবে এক্সপির শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণিত

টেকটিউনস জরিপ মে মাসের প্রশ্ন ছিলো অপারেটিং সিস্টেম হিসেবে আপনি কোনটি ব্যবহার করেন ?

জরিপে মোট ভোটার ছিলো ৩৬১ জন ।তাহলে চলুন দেখি কে কত ভোট পেলো :

  • উইন্ডোজ এক্সপি-----২০২ টি ভোট
  • উইন্ডোজ সেভেন----১২২ ভোট
  • লিনাক্স/উবুন্টু-------২৪ ভোট
  • উইন্ডোজ ভিস্তা------১২ ভোট

উপরের পরিসংখ্যান হতে সহজেই বুঝা যাচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে এক্সপি এখনো সেরা তবে সেভেনের পরিসংখ্যান বলে সামনের দিনগুলোতে উইন্ডোজ সেভেন আরও এগিয়ে যাবে।

আরেকটি ব্যাপার মনে হয় সবাই খেয়াল করেছেন উইন্ডোজ ভিস্তা যে মাইক্রোসফটের সবচেয়ে বড় লস প্রজেক্ট তা আবারও প্রমাণিত হলো এই জরিপের মধ্য দিয়ে আর আপনাদের সবাইকে ধন্যবাদ এই জরিপে অংশগ্রহণ করার জন্য। খুব শীঘ্রই নতুন জরিপ ওপেন করা হবে। সবাইকে আবারো ধন্যবাদ।

সাব টাইটেল মামুন
টেকটিউনস পোল ম্যানেজার

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাবটাইটেল মামুন ভাই বুঝতে পারছি এখনো অনেকে উইন্ডোজ সেভেন ইউস করে নাই এবং এটার মজাও পায় নাই তবে উইন্ডোজ এক্সপিও খুব ভাল ধন্যবাদ ফলাফল শেয়ার করার জন্য।

Level 0

জি আপনার সাহতে একমত
এক্সপির যেমন জনপ্রিয়তা সেভেন হয়ত সেরকম না হলেও কাছাকাছি যাবে……
সঙ্কা এক জায়গায়………।
২০১৩ সালের পর যখন আর কোন ভর্তুকি সুবিধা থাকবেনা আমাদের মত উন্নত দেশগুলোর জন্য……

    বেচারা দেখতে সুন্দর…. কিন্তু এক্সপির সাপোর্ট পুরা থাকলে ভাল হতো।
    ভুর্তুকি দেয়া লাগবে না। ক্র্যাকাররা কি বসে থাকবে????? আমাদের দিকটা অবশ্যই দেখবে!!!!! (৫০টাকায় ওএস!!! হা হা হা)

Level 0

আমরা এক্সপি চালাই এবং আমরাই ফাস্ট।…হা হা হা ..

উইন্ডোজ এক্সপি ইস বেস্ট !!

    একমত।

    সহমত ফাহিম রেজা বাঁধন ভাইয়ের সাথে …..

    Level 0

    আসলেই ভাই।windows 7এ সব রকম antivirues software ডাউনলোড হয় না। লাইচেঞ্চ যুকতঅ্যান্টি-ভাইরাস need for it

টিউন করেছেন : সাবটাইটেল মামুন | প্রকাশিত হয়েছে : ৬ জুন, ২০১০ | 1 বার দেখা হয়েছে |

সবাই কি টিউন দেয়ার আগেই কমেন্ট রেডি করে রাখছেন নাকি ? ৪ জন কমেন্ট দিল অথচ টিউন দেখা হয়েছে মাত্র ১ বার !!!

xp র সাথেই আছি..।

সব্যসাচী ভাই আপনি কি টেকপটিউন্সে এসেছেন শুধু মাত্র ব্যক্তিগত বিজ্ঞাপন প্রচার করার জন্য?দয়া করে এইসব বন্ধ করেন,
এই ব্যপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

অনেক আগ্রহ নিয়ে সেভেন সেটআপ দিয়েছিলাম । কিছু কিছু সফটওয়ার সাপোর্ট না করায় আবার এক্সপিতে ফিরে এসেছি । …………………. এক্সপিই বেস্ট।

আমিও ভাই xp ব্যবহার করি ।

ভাই যারা যারা xp ইউস করেন তারা একবার সেভেন ইউস করে দেখেন মজা পাবেন। তবে সবচেয়ে মজা উবুন্তুতে পাবেন।

    Level 0

    Kotha ta mondo bolan ni Vi………..

সবাই ভালো জিনিস এর মর্ম বুঝে না। 🙁

“উইন্ডোজ এক্সপি ইস বেস্ট” এটা বোধহয় খুব শীঘ্রই অতীতকাল হয়ে যাবে। উইন্ডোজ সেভেন-এর মজাই আলাদা !!! যারা এখনো এক্সপি ব্যবহার করছেন আমার মনে হয় দুটো কারণে-
১) যাদের কম্পিউটারের কনফিগারেশন কম ( সি ড্রাইভ ২০ GB-র কম)
২) কিছু কিছু প্রয়োজনীয় পুরনো সফ্ট সাপোর্ট করে না।

বর্তমানের এক্সপি ব্যবহারকারীরা যখন তাদের কম্পিউটার পাল্টাবেন ও সফ্টগুলোর নতুন ভার্সন (উইন্ডোজ সেভেন কম্প্যাটেবল) আসতে শুরু করবে, আমার ধারণা এক্সপি ব্যবহারকারী আর খুজে পাওয়া যাবে না।
টিটি কর্তৃপক্ষ “বর্তমান অপারেটিং সিস্টেম আপনি কেন ব্যবহার করেন?”- শিরোনামে পুনরায় জরিপ চালালে আসল সত্য উঠে আসবে।

@সব্যসাচী ভাই আপনাকে ্যে সবাই একটা অনুরোধ করছে তা আপনি বুজতে পারছেন না। সহজ কথা হচ্ছে,

“technology blog
http://www.onlinetips24.blogspot.com/
visit now”

এগুলো সরিয়ে করে ফেলুন।এগুলোর বিজ্ঞাপনের অনেক জায়গা আছে।

উইন্ডোজ সেভেন এখনো ইউজ করিনি জানিনা কেমন তবে এক্সপি অনেক ভাল লাগে ! ! !

Level 0

windows7 xp vista Theke valo amar RAM kom tai use kori na

windows 7 সবাই এখনো ব্যবহার করেনি বলে xp সেরা । আর ও কয়েকদিন পরে জরিপ হলে windows 7 জয়ী হতো ।

    সপ্না এবং অক্ষর এর সাথে ১০০০% বার সহমত। 🙂

উইন্ডোজ এক্সপি যেমন ভাল লাগে, উইন্ডোজ ৭ ও খুব ভাল লাগে। আমি দুটোর পক্ষেই 🙂 😀 ।

আমার মনে হয় সারা বিশ্বে যদি জরিপ চালানো অপারেটিং সিস্টেম নিয়ে তাহলে উইন্ডোজ এক্সপি ই হবে সেরা। তবে আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশে উইন্ডোজ ভিস্তা এবং ৭ ইউজ হয়। আমার মতামত কি আসলে সঠিক? আমার মনে হয় সঠিক।

    প্লিজ এই মন্তব্যটি মুছে দিন

    যে অঞ্চলে ছোট ছোট নদী থাকে সেখানে গেলে দেখতে পাবেন, জেলেরা চিংড়ি মাছ ধরা জন্য এক ধরণের খাঁচা ব্যবহার করে,এই খাঁচায় চিংড়ি মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না।
    টেকটিউন্সে আমাদের কমেন্ট গুলো হল চিংড়ি মাছ , আর মন্তব্য লেখার ঘর হল খাঁচা,আর জেলে হল মডু (রাগ কইরেন না) । এই খাঁচায় যে একবার কমেন্ট ঢুকায় সেই কমেন্ট সরানোর আর ব্যবস্থা নাই।

আমার মনে হয় সারা বিশ্বে যদি জরিপ চালানো হয় অপারেটিং সিস্টেম নিয়ে তাহলে উইন্ডোজ এক্সপি ই হবে সেরা। তবে আমাদের দেশে কয়েকজন লোক ছাড়া অন্যান্য দেশে উইন্ডোজ সেভেন এবং ভিস্তা একটু বেশি ইউজ করে। তবে উইন্ডোজ সেভেন এর ইউজার একটু বেশি কারন উইন্ডোজ সেভেনে ভিস্তার তুলনায় অনেক পুরানো সফ্টওয়্যার সেটাপ নেয়। আমার মতামত কি আসলে সঠিক? ভুল হলে সঠিক তথ্যটা জানাবেন প্লিজ।

২০১৪ সালের পর আর এক্সপি’র মনে থাকবে বলে মনে হয় না!

উইন্ডোজ 7 এর মজাই আলাদা….অনেক স্মুথ কাজ করে…..

Level 0

মনে হয় windows 7 ই সেরা। এর theme, search engine, game খেলতেও দারুন মজা।

    শুধু দেখলেই পেট ভরবো????????? ৭ পালা একটা হাতি পালা!!!!!

Level 0

বুঝি না মানুস এটকিসুর পর ভিসটা use kore kano?R,oneker computer 7 compitable na tai akhono xp use kore.Hoyto se din khub dura noy j din Win7 ranking a 1st hobe……..

ভাই …আপনারা কেওই কি আমাকে সাহায্য করতে পারেন?
আমি টেকটিউনসে কিছু লিখলে তার উপর কেওই কমেন্ট করতে পারে না।

Level 0

ভাই আমি ১ এমবিপিএস ইনারনেট ব্যবহার করি।আমার ইনারনেট সি‌পিরিট যথেষট ভাল কিনতু tech tune খুলতে অনেক সময় লাগে ধরুন ১ মিনিট

    সাম ভাই, টে টি এর লোড হতে অনেক বেশি সময় নেয় ।

    যাই হোক , যেই কারণে আবার কমেন্ট দিতে আসলাম সেটা হল , আপনি “টেকটিউন্সে বলুন ” বিভাগে যে প্রশ্ন করেছেন তার উত্তর আমি দিয়েছি। কষ্ট করে দেখলে আমার পরিশ্রম সার্থক হয়।

এক্সপির সাপোর্ট এখনো অনেক ভাল ৭ থেকে। অনেক সফট এর বেলায় এটা প্রযোয্য। তাই এক্সপিই বেস্ট।

ঠিক ঠিক……..

ভাইরে, এক্সপির মত ইউজার ফ্রেন্ডলি আর কোন অপারেটিং সিষ্টেম ইউজ করে পাইনি, তাই এক্সপি ই বস্ !!

    সেভেন ইউজ করার পর বললেন নাকি আগেই বলে ফেললেন ।সেভেন অনেক ইউজার ফ্রেন্ডলি

“আতাউর রহমান:সাবটাইটেল মামুন ভাই বুঝতে পারছি এখনো অনেকে উইন্ডোজ সেভেন ইউস করে নাই এবং এটার মজাও পায় নাই”
আমি আতাউর ভাইয়ের সাথে একমত তবে আমিও সেভেন ব্যবহার করতে পাছিনা হার্ডওয়ার গত কারনে।

আমার কম্পিউটারের র‌্যাম ১২৮ মেগা, হার্ডডিস্ক ৪০জিবি,এজিপি ৩২ মেগা, প্রসেসর ১.১ GHZ —– আমার কম্পিউটারে নাকি সেভেন? হা হা হা ,সুতরাং এক্সপি এর সাথে ছিলাম আছি থাকব।

আমি কিন্তু এক্সপিতে ভোট দিছি।

Level 0

ভাই আমার win 7 এর ভোট টা দিতে পারি নাই। ভাই জরিপ আবার করেন। আমার ধারনা এখন অনেক নতুন win 7 use r বেড়েছে। আর জানতে চাই কত দিন পর পর জরিপ হয়।

    প্রতি মাসে একটা জরিপ হয়।নতুন জরিপে অংশগ্রহণ করুন ।

    Level 0

    কি ভাবে অংশ গ্রহন করবো । বিস্তারিত জানালে ভাল হয়।

Level 0

আমি আপনার সাথে কিছুটা একমত……. কারণ উইন্ডোজ 95, 98, 98 এস ই-র তুলনায় এক্সপি ভালো…… তবে এখন দেখছি….. উইন্ডোজ 7-এর স্পীড তেমন একটা খারাপ নয়……. তবে একটা কথা জানা আছে–কিছু কিছু কাজ উইন্ডোজ 7-এ হয় না, এক্সপি-তে করতে হয়……যেমন- মোবাইল ফ্লাশিং-এর তো বটেই… তাই শ্রেষ্ঠ বলতে…. এইভাবে এক্সপি-কে বোঝায়…….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ……..