টেকটিউনস জরিপ [ মার্চ-জুলাই – ২০১১ ] : ভিওআইপি (VOIP) প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়াই উচিত

techtunes-poll-logo.pngমার্চ থেকে জুলাই মাসের জরিপ

=====

জরিপের বিষয়টি ছিলঃ আপনি কি মনে করেন ভিওআইপি (VOIP) প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়া উচিত ?

  • জরিপটি বিগত ২১শে মার্চ থেকে জুলাই এর ১৫ তারিখ পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • মোট ১৮৫৮ জন ভোটার এই জরিপে অংশগ্রহণ করেন।

ভিওআইপি ( VOIP) প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়াই উচিত

উপরের ফলাফল থেকে নিশ্চই বুঝতে পারছেন শতকরা সিংহভাগ ভোটার (৮৩.৬৪) মনে করেন অবশ্যই সরকারকে ভিওআইপি (VOIP) প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়া উচিত। তবে কিছু ভোটার এখনো মনে করেন "না ভিওআইপি প্রযুক্তি সরকারের নিয়ন্ত্রেনে থাকাই ভাল" । আবার বেশ কিছু ভোটার ভিওআইপি প্রযুক্তি সমন্ধে জানেন না। যারা ভিওআইপি প্রযুক্তি সমন্ধে জানেন না তারা "উইকিপিডিয়া (উন্মুক্ত বিশ্বকোষ)" থেকে জেনে নিতে পারেন এই প্রযুক্তি সমন্ধে।

মন্তব্য

আমরা প্রায় বেশিরভাগ লোকই নতুন প্রযুক্তিকে ব্যবহার করার জন্য আগ্রহ প্রকাশ করি। তারই প্রতিফলন ঘটেছে এই জরিপে। তবে ভিওআইপি প্রযুক্তিটি উন্মুক্ত করে দিলে যেমন সুবিধা হবে, তেমনি অসুবিধাও হবে। তবে সুবিধাই সবচেয়ে বেশি। সরকারের উচিত সবাইকে এই প্রযুক্তির ব্যবহার করতে দেওয়া। সব জিনিসেরই ভাল মন্দ দুটি দিক থাকে, এটি অস্বাভাবিক  কোন ব্যাপার নয়। শুধুমাত্র কয়েকটি অসুবিধার জন্য এই প্রযুক্তি থেকে আমরা বঞ্চিত হতে পারিনা।

কিছু কথাঃ

আপনারা সবাই জানেন টেকটিউনস এর জরিপ নিয়ন্ত্রন করেন আমাদের পোল ম্যানেজার "সাবটাইটেল মামুন (বিল্লাহ মামুন)"। কিন্তু বর্তমানে উনি ব্যস্ত থাকায় এখন আর নিয়মিত জরিপ করতে পারেন না। সেজন্য বিগত কয়েক মাস টেকটিউনস জরিপের কাজটি অনিয়মিত ছিল। তাই এখন থেকে জরিপের কাজটি নিয়মিত করার জন্য আমি এই দায়িত্ব পালন করব।

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হ্যাঁ অবশ্যই উন্মুক্ত করে দেওয়া উচিৎ

Level 0

নতুন পোল ম্যানেজারের কাছ থেকে নতুন কিছু চাচ্ছি 🙂

উন্মুক্ত করে দেওয়া উচিৎ………………..

ভিও আইপি উন্মুক্ত করলে তো ভালোই হত। নতুন জরিফ ম্যানেজারকে স্বাআগতম 🙂

Level 0

আমি একমত

উন্মুক্ত করে দেয়া উচিত… 😀

স্বাগতম সাইফুল ভাই। আমি নতুন জরিপ ম্যানেজারকে -:) স্বাগতম জানাই।

Level 0

সাইফুল ভাই, সময়ের চাহিদানুযায়ী টিউনস করার জন্য ধন্যবাদ । আমরা চাই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তি এগিয়ে যাবে । এবারের বাজেটে ইন্টারনেট বিল থেকে ভ্যাট বাদ যাবে এটা আশা করেছিলাম…অবশ্য এখন ও আশায় আছি । এ ব্যাপারে মাননীয় অর্থ মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি । ধন্যবাদ।

Level 0

নতুন একটি খবর বের হয়েছে আজ প্রথম আলোর ২১ পৃষ্ঠায়। বৈধ হচ্ছে ভিত্তআইপি ব্যবসা> আগস্ট থেকে নতুন পরিচয়ে আসছে ভিএসপি
http://www.prothom-alo.com/detail/date/2011-07-17/news/171019

Level 0

সহমত

VOIP আমার মনে হয় উন্মুক্ত থাকালে ই ভাল হয়। ধন্যবাদ আপনাকে

আমি Microphone দিয়ে Laptop এ ভাল সাউন্ডে Voice Record করতে চাই।

সাইফুল,
জরিপ করার জন্য
Thanks.
Voip Open all other poples its my Hope.

একমত

Level 0

একমত…..

সহমত…..

Level 0

আমিও…..আমিও…..আমিও…..আমিও…..আমিও…..আমিও…..আমিও…..আমিও…..আমিও…..আমিও…..

তাহলে তো সরকারের খানা আর থাকবেনা অর্থাৎ মোবাইন কম্পানি থেকে যে টাকা পায় সেইটা তো আর পাবেনা ।

Level New

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>আগস্ট থেকে নতুন পরিচয়ে আসছে ভিএসপি<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
 বৈধ হচ্ছে ভিওআইপি ব্যবসা

নতুন নামে বৈধ হচ্ছে ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসা। ভয়েস সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) নামে এ ব্যবসার লাইসেন্স দ্রুত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ভিএসপি নীতিমালাসহ যাবতীয় কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, আগস্টের শুরুতেই লাইসেন্স প্রদানের প্রক্রিয়া শুরু হবে।
টেলিযোগাযোগ-সচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, লাইসেন্স পেয়ে মাত্র পাঁচ-সাত লাখ টাকা বিনিয়োগ করেই একজন ভিএসপি অপারেটর দেশে-বিদেশে কল আদান-প্রদানের কাজ করতে পারবে। বিটিআরসি এ জন্য নতুন একটি গাইডলাইন তৈরি করেছে। এই উদ্যোগের মাধ্যমে বৈদেশিক কল আদান-প্রদানে অবৈধ ব্যবসা বন্ধ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
নীতিমালা অনুযায়ী, ভিএসপি লাইসেন্সের জন্য আবেদনপত্র ফি (অফেরতযোগ্য) ধরা হয়েছে পাঁচ হাজার টাকা, লাইসেন্স ফি পাঁচ লাখ টাকা ও বার্ষিক ফি এক লাখ টাকা। নতুন প্রক্রিয়ায় আন্তর্জাতিক ইনকামিং কল থেকে ভিএসপি ব্যবসায়ীরা পাবেন মোট টাকার পাঁচ শতাংশ, আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) ব্যবসায়ীরা পাবেন ১৫ শতাংশ, আইসিএক্স (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) ব্যবসায়ীরা পাবেন ১৫ শতাংশ ও ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স) ব্যবসায়ীরা পাবেন ২০ শতাংশ টাকা। বাকি ৪৫ শতাংশ পাবে বিটিআরসি।
টেলিযোগাযোগ-সচিব এ বিষয়ে জানান, বিটিআরসি মূলত এই লাইসেন্স দেবে। তবে মোট কতজনকে লাইসেন্স দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত অনুমোদন দেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ভিএসপি অপারেটরদের ‘নন-ফ্যাসিলিটি বেইজড’ অপারেটর হিসেবে লাইসেন্স দেওয়া হবে। তাদের নিজস্ব কোনো যন্ত্রপাতি স্থাপন করতে হবে না। আন্তর্জাতিক ক্যারিয়ারের সঙ্গে সংযোগের জন্য নির্দিষ্ট আইজিডব্লিউর কাছ থেকে নির্ধারিত পরিমাণ ব্যান্ডউইডথ/ক্যাপাসিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে। আইজিডব্লিউ ওই সংযোগের মাধ্যমে আসা আন্তর্জাতিক কলগুলো আইসিএক্সের মাধ্যমে ‘এএনএস’-এ টার্মিনেট বা পরিবর্তন করবে। ভিএসপির সংযোগের মাধ্যমে আসা কলের সিডিআর (কল ডিটেইলস রেকর্ডস) আইজিডব্লিউর কাছে সংরক্ষিত থাকবে। পরে ওই সিডিআরের ভিত্তিতে আইজিডব্লিউর মাধ্যমে টার্মিনেশন চার্জ বা পরিবর্তন ফি ভিএসপি ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে বিতরণ করা হবে।
বিটিআরসির ওই কর্মকর্তা আরও জানান, একজন ভিএসপি অপারেটর শুধু একটি নির্ধারিত আইজিডব্লিউর দেওয়া নির্দিষ্ট ক্যাপাসিটি ব্যবহার করে আন্তর্জাতিক কল টার্মিনেট করতে পারবে। আর আইজিডব্লিউ ব্যবসায়ীরা তাদের ফ্যাসিলিটি ব্যবহার করে কোনো কোনো ভিএসপি অপারেটর কল টার্মিনেট করে সে ‘কলসংক্রান্ত প্রতিবেদন’ বিটিআরসিতে পাঠাতে হবে নিয়মিত। এতে করে অবৈধ পথে কোনো আন্তর্জাতিক কল টার্মিনেট করা হচ্ছে কি না, তা সহজে শনাক্ত করা সম্ভব।
বিটিআরসির প্রাথমিক হিসাব অনুযায়ী, একটি ভিএসপি অপারেটর প্রতিদিন গড়ে ৯০ হাজার থেকে এক লাখ পেইড মিনিট কল টার্মিনেট করতে পারবে। সে ক্ষেত্রে বর্তমান কলরেট সাড়ে তিন সেন্ট হিসাবে একটি ভিএসপি অপারেটরের বার্ষিক আয় হবে গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকা। তবে এই আয়ের জন্য ভিএসপি অপারেটরদের আন্তর্জাতিক পর্যায়ে বিপণন কার্যক্রম গ্রহণ করতে হবে। একই সঙ্গে আইজিডব্লিউ অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতার ভিত্তিতে কল সংগ্রহ করতে হবে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভিএসপি লাইসেন্স ফি-সংক্রান্ত ফাইলটি অনুমোদনের জন্য বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। আগামী সপ্তাহে এটি অনুমোদন হওয়ার সম্ভাবনা আছে। এর পরই ভিওআইপি লাইসেন্স নিতে আগ্রহীদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে।
বিটিআরসির হিসাব অনুযায়ী, বর্তমানে বৈধ ও অবৈধ মিলে দেশে চার হাজার কোটি টাকার কল টার্মিনেশন ব্যবসা হয়ে থাকে। তবে টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশের (টিআইওবি) তথ্যমতে, আন্তর্জাতিক কল আদান-প্রদানের ব্যবসায় সাড়ে তিন হাজার কোটি টাকার বাজার রয়েছে। তাঁরা বলছেন, এর ৪০ থেকে ৫০ শতাংশ এখনো অবৈধ ব্যবসায়ীদের দখলে রয়েছে।

সূত্র : http://www.prothom-alo.com/detail/date/2011-07-17/news/171019

    Level 0

    আপনার লেখাটা পড়ে মন খারাপ হয়ে গেল।
    ১/ ৫লক্ষ টাকা লাইসেন্স ফি
    ২/ বছরে নবায়ন ফি ১ লক্ষ টাকা
    ৩/ লাভ মাত্র ৫%
    ৪/ মার্কেটিং ভিএসপি ব্যবসায়িদের করতে হবে।

    এখন কথা হচ্ছে মাত্র ৫% লাভে কেমনে ৫০-৬০ লাখ টাকা লাভ হয়? এটা কি সম্ভব? এর উপর মার্কেটিং এ আসি, এটি এখন সম্পুর্ণ ডিউ(বাকি) ব্যবসা হয়ে গেছে। আপনি টাকা খাটাতে পারলে ব্যবসা নয়তো নয়। এতে সবচেয়ে বড় ঝুকি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া।

Level 0

খবরঃঅমুক জায়গায় ৩কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার।তমুক জায়গায় ১.৫কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম জব্দ।
সরকার মনে হয় তাদের জব্দ করা মালামাল জমিয়ে ভিওআইপি প্রযুক্তি উন্মোচন করবে।

ভিওআইপি প্রযুক্তি উন্মোচন করে দেয়া উচিৎ

স্বাগতম সাইফুল ভাই। VOIP এখন নয়! আরো আগে উন্মুক্ত করে দেওয় উচিৎ ছিল। কিন্তু আমাদের দেশের নিতি নির্ধারকরা বুঝেন একটু দেরিতে। পানি ঘুলা হলে তবেই।

আমি একমত……..

Level 0

আমি ও এক মত।
তবে আমাকে একটু সাহায্য করেন তো। আমার প্রিয় তে রাখা পোস্ট গুলা দেখতে পারছিনা। ঃ(( কি করবো একটু বলেন।

নতুন পোলটি নিয়ে আপত্তি আছে, সেটা হল মোবাইল অপারেটিং সিস্টেমে জাভা কি কোন অপারেটিং সিস্টেম? এটা তো ইউনিক্স/লিনাক্স বেইজড। সেইখানে জাভা লেখা কেন?

    তাছাড়া উইন্ডোজ মোবাইল কই?
    ব্ল্যাকবেরি কই?
    চায়নিজ মোবাইলেও তো জাভা আছে ফলে এর OS আর নকিয়ার s40 কি সমান হল নাকি??
    দেখবেন।

    তাছাড়া, আমার মোবাইলে সিম্বিয়ান জাভা দুটোই আছে তাহলে আমি কিসে ভোট দেব?

    @নাহিদ আনোয়ার,
    জাভা মূলত কোন অপারেটিং সিস্টেম নয় এটি ঠিক, কিন্তু এটি একটি জনপ্রিয় প্লাটফর্ম। Java 2 Platform, Micro Edition (J2ME) টি মোবাইলে ব্যবহার করা হয়।
    বর্তমান পোলটির মূল উদ্দেশ্য হল টেকটিউনস এর কতজন ইউজারের মোবাইলে সিমবিয়ান, iOS, এন্ড্রয়েট কিংবা জাভা আছে। তাই পোলটিতে জাভা অপশনটি দেওয়া হয়েছে।

    আর পোলটি আপডেট করা হয়েছে। পূণরায় দেখে নিতে পারেন।
    চায়নিজ মোবাইলেও জাভা আছে আর নকিয়ার S40 তেও জাভা আছে। শুধু এদের কনফিগারেশনটা একটু ভিন্ন। তাই নকিয়ার বেশ কিছু এপ্লিকেশন চায়নিজ মোবাইলগুলোতে চলে না। কিন্তু সিস্টেম একই।

    @ক্ষুদে টিউনার,
    আপনার মোবাইলে যদি সিমবিয়ান ও জাভা দুটোই থাকে তাহলে আপনি অবশ্যই সিমবিয়ানেই ভোট দিবেন। কারণ আমরা জানি সিমবিয়ান থাকলে জাভা থাকবেই। ফলে ভিন্নভাবে ভোট দেওয়ার প্রয়োজন মনে করছি না।

    ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সুন্দর মতামতের জন্য।

ঠিক বলেছেন দিহান ভাই ।

Level 0

স্বাগতম নতুন ম্যানাজারকে…… 🙂

আমি ও একমত

Level 0

Yes i do it . ভিওআইপি (VOIP) প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়া উচিত

VOIP উন্মুক্ত করে দেয়া উচিত…

Level 0

সাইফুল ভাই চালিয়ে যান আমরা আছি আপনার সাথে……………………………………………………………………………………………

kintu VIP ki ato sohog bapar ja khule dite sobay boltecen..ami bolte cacci ..amader sarkar ta ki khuledi a arame tahk te parbe??mone na..VIP ki seta amra thik moto jani to..