টেকটিউন্স এ নতুন একটা সমস্যা দেখতে পাচ্ছি। সবার ছবি গায়েব হয়ে গেছে। তার পরও দেখছেন কি কিছু কিছু টিউনারের ছবি আসছে? সেটা কিকরে হচ্ছে জানেন? গ্রাভাটারের মাধ্যমে।
গ্রাভাটার মানে হল গ্লোবাল্যি রিকোগনাইজড এভাটার। মানে হল সার্বজনীন এভাটার।
এভাটার মানে হল আপনার ভার্চুয়াল রিপ্রেজেন্টেটর। মানে আপনি যখন ইন্টারনেট এর জগতে কিছু লিখছেন, তখন লেখার পাশে আপনার যে ইমেজ/ফটোটি দেখা যায় তা হল এভাটার।
ধরুন আপনি অনেক অনেক সাইটে ব্লগিং/কমেন্টিং করেন। এখন প্রতিটা সাইটেই কি আপনি প্রোফাইল বানিয়ে নিজের ছবি আপলোড করে নেবেন? এটা কি সহজসাধ্য কাজ? এর চেয়ে ভাল হতনা যদি এক ইমেইল আইডি দিয়ে করা একাউন্ট সমূহ থেকে কমেন্ট/পোস্ট করলে সবখানে একটা ছবি দেখাবে? ঠিক এই কাজটাই গ্রাভাটার করে। এর মানে বুঝছেন? শুধু টেকটিউনসই না, সব সাইটেই এটা কাজ করবে। আরো জানতে এখানে দেখুন।
গ্রাভাটার যে কাজ করে এটা সিওর হয়ে নিতে আমার আইডির ছবিটা দেখুন , এই নীল রঙের কার্টুনটা আমি ব্যবহার করছি গ্রাভাটার হিসেবে।
আমি G Rated সিলেক্ট করেছি।
দেখবেন এই পেইজটি এসেছে।
ছবি এড করা শেষ। এখন ঐ ইমেইল ব্যবহার করে টেকটিউন্স এ কমেন্ট/পোস্ট করে দেখুন!
এই লেখাটাকে পিডিএফ হিসাবে পেতে এখানে ক্লিক করুন।
-নাহিদ (হিমায়িত দিহান)
টেকটিউনস, ২৩শে অক্টোবর, ২০১০
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 2214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
ধন্যবাদ নাহিদ ভাই , ভাল হয়েছে । টি টি তে ইমেল আই ডি দিয়ে কমেন্ড করার সিস্টেম নাই মনে হয়,থাকলে জানাবেন ।