যে দেশ গুলোর প্রয়োজন বেশি তাদের আগে করোনা ভ্যাক্সিন সরবারহ করার আহবান জানিয়েছেন Bill Gates

মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা এবং সমাজসেবী Bill Gates, COVID-19 এর ভ্যাক্সিন, সর্বোচ্চ দরদাতাকে আগে না দিয়ে, যে দেশ গুলোর প্রয়োজন বেশি তাদের আগে সরবারহ করার আহবান জানিয়েছেন। তিনি আরও বলেন শুধু মাত্র মার্কেট ফোর্স এর উপর নির্ভর করলে এই মহামারী আরও দীর্ঘ হতে পারে।

সম্প্রতি International AIDS Society এর আয়োজিত ভার্চুয়াল COVID-19 সম্মেলনের প্রকাশিত এক ভিডিওতে Bill Gates বলেন, "আমরা যদি ওষুধ এবং ভ্যাক্সিন গুলো যে জায়গা গুলোতে বেশি প্রয়োজন সেখানে না দিয়ে সর্বোচ্চ দরদাতাকে দেই তবে এটা অন্যায় হবে এবং মহামারী আরও মারাত্মক হবে। আমাদের এমন নেতাদের দরকার যারা বাজারের ভিত্তিতে নয় বরং সমতার ভিত্তিতে ভ্যাক্সিন বিতরণের কঠোর সিদ্ধান্ত নিতে পারবে"।

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকশো ভ্যাক্সিন প্রকল্পের গবেষণা ও উৎপাদন ব্যয়ে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করার কারণে উদ্বেগ রয়েছে, যে  এ ধরনের ভ্যাক্সিন গুলো বিতরণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ গুলো থেকে উন্নত দেশ গুলো বেশি অগ্রাধিকার পায় কিনা।

ভাইরাসে সৃষ্ট এই অর্থনৈতিক বিশৃঙ্খলা নিরসনে, ভ্যাক্সিন বা ওষুধের ক্ষেত্রে অস্বাস্থ্যকর প্রতিযোগিতাকে বিপুল হুশিয়ারি দিয়েছে European Commission এবং World Health Organization। অন্যদিকে ওয়াশিংটনের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছে যে তারা ভ্যাক্সিনের ক্ষেত্রে মার্কিন বাসিন্দাদের অগ্রাধিকার দেবে।

Bill Gates বলছিলেন, দুই দশক আগে এইচআইভি / এইডস সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাক্সিন সরবরাহে করার জন্য সবাই একত্রিত হয়েছিল, সেটা বর্তমান সংকটের জন্য একটা মডেল হতে পারে।

তিনি উদাহরণ দিতে গিয়ে ২০০২ সালের কথা বলেন, যখন এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া থেকে লড়াইয়ের জন্য তৈরি বিশ্বব্যাপী তহবিল গঠন করা হয়েছিল। একই সাথে তিনি তার বক্তব্যে, মার্কিন রাষ্ট্রপতির  এইডস সহ যক্ষ্মা, ম্যালেরিয়ায় জরুরী ত্রাণ পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

সর্বশেষ তিনি বলেন, "এইচআইভি / এইডস এর বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম সেরা শিক্ষা হল, ওষুধ সবার কাছে পৌঁছে দেওয়ায় বিশ্বব্যাপী বৃহৎ, সুষ্ঠু বিতরণ ব্যবস্থা।

-
টেকটিউনস টেকবুম - ২০ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস