বুলেট প্রুফ গ্লাস স্থাপন করা হচ্ছে Robinhood এর সদর দফতরে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি New York Times এর রিপোর্ট অনুযায়ী, অনেক হতাশ ব্যবসায়ী জানিয়েছে Robinhood তাদের Silicon Valley এর সদর দফতরে বুলেট প্রুফ গ্লাস স্থাপন করছে।

বিশ্ব অর্থনীতিতে মহামারীর প্রভাবে স্টক মার্কেটের অস্থিরতা, রেকর্ড সংখ্যক বেকারত্ব বৃদ্ধি, ইত্যাদিতে Robinhood নামক একটি ট্রেডিং অ্যাপ তরুণদের উৎসাহের কেন্দ্রবিন্দু হয়ে উঠে। যেখানে অন্যদের থেকে অনেক কম এবং কমিশন ছাড়াই ট্রেডিং করা যায়।

তুলনামূলক জটিল পণ্যের লেনদেন, গেমের মত ইন্টারফেসের জন্য অ্যাপটি প্রথম দিকে দারুণ জনপ্রিয়তা পায়। কিন্তু এর বেশিরভাগ ব্যবহারকারী ছিল ৩১ বছরের কম বয়সী যাদের বড় একটা অংশের ট্রেডিং নিয়ে কোন ধারনাই ছিল না। ফলে এর ফলাফল হয় বিধ্বংসী। অনেক ব্যবহারকারী দারুণ ক্ষতির সম্মুখীন হয়, মিলিয়নেরও বেশি অর্থ হেরে নিঃস্ব হয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। কিন্তু কোম্পানি ইউজারদের পোর্টফলিও পারফরম্যান্স প্রকাশে অস্বীকৃতি জানায়।

এই যখন অবস্থা তখন, সম্প্রতি শুনা যায় তারা তাদের Silicon Valley এর সদর দফতরে বুলেট প্রুফ কাচ লাগাচ্ছে। এই ব্যাপারে Robinhood এর এক মুখপাত্র জানায়, গ্লাসটি প্রযুক্তিগত ভাবে বুলেট প্রুফ নয়, এটি অন্য সাধারণ প্রতিরক্ষা মূলক কাচের মতই যা বিভিন্ন ব্যাংক বা অফিসে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে বড় বড় টেক অফিস গুলোর উচ্চতর সিকিউরিটি ব্যবস্থা খুবই সাধারণ একটা বিষয় আর আমরা এর ব্যতিক্রম নই।

যখন Alex Kearns নামের এক কলেজ  শিক্ষার্থী আত্মহত্যা করেছিল তখন থেকে দারুণ বিতর্কিত হতে থাকে Robinhood অ্যাপ। Alex Kearns যখন তার অ্যাপে লগইন করেন তখন দেখতে পায় তার ব্যালেন্সে ৭৩০, ০০০ ডলার নেগেটিভে চলে গিয়েছে। এই ঘটনার পর Alex এর পরিবার সহ ভুক্তভোগী আরও অনেকে  Robinhood অ্যাপ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকে।

Alex Kearns এর মৃত্যুতে Robinhood তাদের জটিল এই ব্যবসায় কিছু পরিবর্তন আনে। Robinhood এর মুখপাত্র বলে, তারা তাদের মেসেজিং এবং ইমেইল সিস্টেম আর উন্নত করবে, সকল পলিসি ভাল ভাবে বুঝার জন্য নতুন ডি-টেইলস যোগ করবে, এমনকি ইউজার ইন্টারফেসে ও পরিবর্তন আনবে।

সবকিছুর পরেও মনে হয় Robinhood এর গ্রাহকরা সম্ভবত এখনো অর্থ হারাতেই থাকবে। গবেষণায় উঠে এসেছে, যে সমস্ত লোক সিঙ্গেল স্টক বাছাই করে তাদের পারফরম্যান্স বাজার সূচক থেকে সাধারণ ভাবেই খারাপ থাকে।

-
টেকটিউনস টেকবুম - ২০ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস