কর্মীদের বাসায় বসেই কাজ করতে বলছে Apple

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চলে করোনার প্রকোপ দেখা দিয়েছে সেসব অঞ্চলের রি-টেইল স্টোর পুনরায় বন্ধ করে দিয়েছে Apple এবং কর্মীদের বাসায় বসে কাজ করার জন্য আহবান করছে।

Apple এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Deirdre O'Brien, এক ভিডিও বার্তায় কর্মীদের ঘরে থেকে কাজ করার প্রতি আহবান জানিয়েছেন। তিনি ভিডিওতে বলেন, " কিছু সময়ের জন্য এভাবে কাজ করা লাগতে পারে"।

করোনা ভাইরাসের প্রকোপ বেশি হওয়ার সম্প্রতি Apple তাদের Oklahoma, California, Georgia, Idaho, Texas, এবং Florida এর স্টোর গুলো পুনরায় বন্ধ ঘোষণা করেছে। স্টোর গুলো বন্ধ প্রসঙ্গে Apple এক বিবৃতিতে বলেছে, " COVID-19 এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা এই অঞ্চল গুলোতে অস্থায়ীভাবে দোকান গুলো বন্ধ রাখছি। আমরা সকল পরিস্থিতি নিবির ভাবে পর্যবেক্ষণ করছি এবং খুব সতর্কতার সাথে পদক্ষেপ নিচ্ছি, আমরা খুব দ্রুত আমাদের গ্রাহক, কমিউনিটি ফিরে পাবার প্রত্যাশা রাখি"।

অনলাইনে কেনাকাটায় গ্রাহকদের যাতে বেশি সময় অপেক্ষা না করতে হয় এই বিষয়েও গুরুত্ব দিচ্ছেন, O'Brien। তিনি বলেন, "আমরা আমাদের গ্রাহকে গুরুত্ব দিতে এই চ্যালেঞ্জিং সময়েও তারা যেখানে সেখানেই পৌঁছে যাচ্ছি, কারণ আমরা জানি এই মুহূর্তে তাদের ডিভাইস কতটা গুরুত্বপূর্ণ "।

অনলাইন নিউজ পোর্টাল  Business Insider এর রিপোর্ট অনুযায়ী, Apple মার্চ থেকে তাদের কর্মীদের ঘরে বসে কাজ করতে উৎসাহিত করে আসছে এবং তারা সুস্থ থাকার বিভিন্ন টুলও প্রদান করেছে কর্মীদের। বর্তমানে Apple তাদের সকল রি-টেইল এবং কর্পোরেট কর্মীদের ঘরে বসেই করোনা ভাইরাস টেস্ট এর ব্যবস্থা করে দিয়েছে।

জুনের দিকে যখন, Apple যারা বাসায় কাজ করতে পারে না এমন কিছু কর্মীকে অফিসে ফিরিয়ে এনেছিল। তখন কোম্পানিটি জানায় তারা বছর শেষ হবার এর আগে আমেরিকার কর্পোরেট অফিস গুলোতে কর্মীদের পূর্ণ প্রত্যাবর্তন আশা করছে না।

জানা গেছে  Twitter এবং Slack এর মত কোম্পানি গুলোও তাদের কর্মীদের বাড়িতে বসে কাজ করার সময় বাড়িয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ২৩ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস