২০২১ সালের জুন মাস পর্যন্ত কর্মীদের বাড়িতে কাজ করতে বলছে গুগল

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

গুগল, ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত কর্মীদের বাড়িতে কাজ চালিয়ে যেতে বলছে।

গুগলের CEO, Sundar Pichai একটি ইমেইলের মাধ্যমে তার কর্মীদের জানায় তারা যেন জুন ২০২১, সাল পর্যন্ত রিমোট ওয়ার্কের মাধ্যমে তাদের পরিকল্পনা অব্যাহত রাখে। তিনি তার বক্তব্যে বলেন, আমি মনে করছি আগামী ১২ মাস, আপনি কাজ এবং আপনার নিজের ও প্রিয়জনের যত্ন নেয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে।

এর আগে Wall Street Journal  একটি রিপোর্টে জানিয়েছিল গুগল তার ২ লক্ষ কর্মী এবং কনট্রাক্টরদের অফিসে ফিরিয়ে আনার তারিখ ২০২১ সালের জুন পর্যন্ত পিছিয়েছে।

জানা গেছে নির্বাহী গ্রুপের মধ্যে বিতর্ক হবার পর এই সিদ্ধান্ত নিয়েছেন Sundar Pichai। জার্নালে বলা হয় যে কর্মীদের স্কুলগামী সন্তান আছে এবং যারা পূর্ণ বছর রিমোট ক্লাস করবে তাদের সাহায্য করতেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে গুগলের CEO।

করোনা ভাইরাসে San Francisco তে আঘাত হানার পর মার্চে বন্ধ করা হয় গুগলের অফিস। প্রথম দিকে কোম্পানিটি পরিকল্পনা করেছিল, জুলাই ৬ এর দিকে তাদের সব অফিস খুলে দেবে। কিন্তু ক্যালিফোর্নিয়ায় মহামারী বেড়ে গেলে সেটা সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ করা হয়। এখন জানা যাচ্ছে সামনের এক বছর এর কর্মীরা বাসায়ই কাজ করবে।

গুগল সহ বেশ কয়েকটি টেক কোম্পানি তাদের রিমোট ওয়ার্ক নিয়ে দ্বিধায় আছে। মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে কম পক্ষে অক্টোবর পর্যন্ত তাদের কর্মীরা বাড়িতে কাজ করবে, Amazon বলছে তারা জানুয়ারিতে কর্মীদের অফিসে ফিরিয়ে আনবে। Seattle এ এখনো করোনা রোগী বাড়তে থাকায় Seattle ভিত্তিক এই দুইটি কোম্পানি এই ধরনের সিদ্ধান্ত নেয়।

টুইটার মে মাসে জানায়, যদি কর্মীরা চায় তাহলে তারা সারাজীবন বাসায় কাজ করতে পারে। ফেসবুকের কিছু কর্মীকে জুলাইয়ে ফেরত নিলেও, জানা গেছে অর্ধেকের বেশি কর্মী স্থায়ী ভাবেই বাড়িতে কাজ করবে।

Salesforce, তাদের কর্মীদের ২১ পেজের হ্যান্ডবুকের মাধ্যমে জানিয়েছে, ২০২০ সালের বাকি অংশ তারা বাড়িতেই কাজ করবে। তারা অবশ্য সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য অভ্যন্তরীণ কিছু পরিবর্তনেরও পরিকল্পনা করছে যেমন, গ্লাস ডিভাইডার লাগানো, লিফটে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ইত্যাদি।

-
টেকটিউনস টেকবুম - ১৭ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস