ক্লাউড ভিত্তিক কমিউনিকেশন সফটওয়্যার কোম্পানি Metaswitch Networks কে কিনে নিয়েছে মাইক্রোসফট

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

মাইক্রোসফট সম্প্রতি, ২৭০ মিলিয়ন ডলার স্টকের বিনিময়ে  ক্লাউড ভিত্তিক কমিউনিকেশন সফটওয়্যার কোম্পানি Metaswitch Networks কে কিনে নিয়েছে। কিছু দিন আগে মাইক্রোসফট, তাদের কোম্পানি স্ট্রেটেজি প্রকাশ করলে এই তথ্য প্রকাশ পায়। জানা গেছে এর মাধ্যমে মাইক্রোসফট তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী Amazon Web Services এর সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছে।

মাইক্রোসফট প্রকাশ করেছে, কোম্পানিটিকে লাভ করার জন্য তারা 270, 255, 106 ডলার স্টকে প্রদান করেছে। তবে এই চুক্তিতে নগদ অর্থ কত ছিল সেটা এখনো পরিষ্কার হয় নি। মাইক্রোসফট এ ব্যাপারে কথা বলতে চায় নি।

মাইক্রোসফট কিছুদিন আগে 5G নেটওয়ার্ক কোম্পানি Affirmed Networks কে কিনে নেবার পরই পরই নতুন এই চুক্তিটি হয়েছে। মাইক্রোসফট Affirmed Networks এর চুক্তির ব্যাপারে কোন নির্দিষ্ট মূল্য প্রকাশ না করলেও বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় তারা সেই চুক্তিটিতে কে প্রায় ১.৩৫ বিলিয়ন ডলার দিয়েছিল।

বিভিন্ন গবেষকরা বলেছে মাইক্রোসফটের এই সিদ্ধান্তের  এর মুল উদ্দেশ্যই হচ্ছে Amazon Web Services এর সাথ প্রতিদ্বন্দ্বিতা করা। বিশেষজ্ঞরা বলছে Affirmed Networks এর সাথে মাইক্রোসফট তাদের প্রতিযোগিতা শক্তি আরও বাড়াতে পারবে। 5 G এর মাধ্যমে মাইক্রোসফটের Azure Loud Platform আরও দ্বিগুণ শক্তিশালী হবে এবং অধিক গ্রাহক আকর্ষণ করতে পারবে।

Futurum Research এর একজন বিশেষজ্ঞ, Ron Westfall  জানায়, মাইক্রোসফট এর সাথে Metaswitch Networks চুক্তির মূল্য ২৭০ মিলিয়ন ডলার একদম যুক্তিসঙ্গত।

বেশ কিছু দিন ধরেই দেখা যাচ্ছে মাইক্রোসফট তাদের নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে তাদের পণ্য এবং সেবা জন্য নতুন পদ্ধতি অবলম্বন করছে। যেমন মে মাসে এটি তার স্বাস্থ্য সেবা গ্রাহকদের জন্য ইন্ডাস্ট্রি স্পেসিফিক ক্লাউডের প্রবর্তন করে।

ধারণা করা যায় "Edge Computing" এর পেছনের কৌশল গুলোর মুলে থাকতে পারে 5G। "Edge Computing" এর মানে হচ্ছে ডেটা ক্লাউডে প্রসেস না হয়ে ডিভাইসেই প্রসেস হবার একটি পদ্ধতি।

মাইক্রোসফটের CEO, Satya Nadella জানান, মাইক্রোসফট তাদের পুরো ক্লাউড সিস্টেম এই "Edge Computing" কনসেপ্টের মাধ্যমেই সাজাবে যেখানে ডেটা গুলো ক্লাউডের সাথে তাল মিলিয়ে লোকাল ডিভাইসেই প্রসেস হবে।

-
টেকটিউনস টেকবুম - ১৯ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস