সেপ্টেম্বর থেকে চীনা গেমারদের আসল নাম ব্যবহার করতে হবে

কয়েক বছর ধরে চীন সরকার বাচ্চাদের গেম খেলা নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছিল। সম্প্রতি জানা গেছে তাদের এই প্রচেষ্টা এক ধাপ এগিয়ে গিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন যদি কেউ গেম খেলতে চায় তাহলে অবশ্যই তাদের আসল নাম ব্যবহার করতে হবে। সেপ্টেম্বরের দিকে এই প্রযুক্তি চীনে চালু হবে বলেও আশা করা যাচ্ছে।

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগের এক কর্মকর্তা Feng Shixin বলেন, "এটি একবার কার্যকর হয়ে গেলে গেম নির্মাতারা অবশ্যই গেমারদের আসল নাম চাইবে"। দেশটি জানিয়েছে শিশুদের রক্ষা করার জন্য কিছু দিনের জন্য হলেও এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। দেশটির গেম নিয়ন্ত্রণে নিযুক্ত সংস্থা State Administration of Press and Publications (SAPP), ২০১৯ সালে একজন শিশু কতক্ষণ গেম খেলতে পারবে তা নির্দিষ্ট করে দেয়। তারা নির্দিষ্ট করে দেয়, ১৮ বছরের কম বয়সের গেমাররা সপ্তাহের দিনগুলোতে ৯০ মিনিট এবং ছুটির দিনে ৩ ঘণ্টার বেশি গেম খেলতে পারবে না।

এই নিয়মে গেম গুলোতে অবশ্যই আসল নাম ব্যবহার করতে হবে যা ID নাম্বার দিয়ে চেক করা হবে। ইতিমধ্যে দেশের বড় দুই গেম কোম্পানি Tencent এবং NetEase তাদের ভেরিফিকেশন সিস্টেমে এটি যুক্ত করেছে। ভবিষ্যতে আরও কিভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা যায় সে বিষয়েও ভাবা হচ্ছে।

গেমে এক্সেস পাবার জন্য বাচ্চারা ফেক আইডি নাম্বার ব্যবহার এবং গলায় চাপ দিয়ে বয়স্ক কণ্ঠ করার চেষ্টা করছে বলেও শুনা গেছে।

তবে নতুন পরিকল্পিত জাতীয় ভেরিফিকেশন পদ্ধতি কিভাবে কাজ করবে বা এটি চলমান সিস্টেমের সাথে সাদৃশ্যপূর্ণ হবে কিনা তা এখনো পরিষ্কার নয়।

চীনে যেকোনো গেম অনুমোদনের আলাদা বিধিও নির্দিষ্ট করা আছে, নতুন কোন গেম দেশটিতে লিগ্যালি ডিস্ট্রিবিউট করার আগে পাবলিশারদের অবশ্যই এটি রিভিউ এর জন্য পাঠাতে হয়।

এই নিয়মটি চীনের গেম ডেভেলপার এবং পাবলিশারদের জন্য সমস্যাও তৈরি করেছে, কারণ এতে করে তারা চাইলেও আবেদনীয় কোন কিছু গেমে যুক্ত করতে পারছেনা।

Feng Shixin জানান, নিয়ন্ত্রকরা গেম গুলোর উপর আরও পর্যালোচনা চালিয়ে যাবে। এই বছরের প্রথমার্ধে অনুমোদন না থাকায় প্রায় ১০০ গেম এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং চীনে apple এর অ্যাপ-স্টোর থেকে কয়েক হাজার গেম বাতিলও করা হয়েছে।

তবে করোনা মহামারীতে বেশির ভাগ মানুষ ঘরে থাকায়, এই পরিবর্তন গুলো চীনা গেমিং শিল্পকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে নি। China Digital Entertainment Congress (CDEC) এর তথ্য মতে এ বছরের প্রথম ছয় মাসেই চীনা গেম বিক্রির পরিমাণ ২২ শতাংশ বেড়ে ১৯.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ২৮ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস