Robert Reich এর টুইটের কড়া জবাব দিয়েছে Elon Musk

গত বুধবার টুইটারে Robert Reich এর সমালোচনার বিষয়ে Elon Musk বলেছেন "আপনি আধুনিক দিনের মুরন"।

গত মঙ্গলবার সাবেক  US labor Secretary, Robert Reich টুইটারের একটি টুইটে লিখেন, "Tesla, সকল শ্রমিককে এপ্রিলের মাঝামাঝি থেকে জুলাই অবধি দশ শতাংশ বেতন কাটতে বাধ্য করেছিল, একই সময়ে Tesla এর স্টক আকাশ ছুঁয়েছে, এবং Elon Musk এর সম্পদ ২৫ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে"।

Robert Reich এর এই টুইটে Tesla কাউন্টার দিয়ে বলে, "সমস্ত Tesla স্টক কর্মীরাও পায়, তাই তাদের ক্ষতিপূরণ আনুপাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। আপনি আধুনিক দিনের মুরন"।

এ দিকে গত মার্চ মাসে Tesla এর একমাত্র মার্কিন কারখানা বন্ধ করতে বাধ্য করা হলে। Elon Musk অনলাইনে নেতাদের সাথে বিচলিত হয়েছিল এমনকি তাদের বিরুদ্ধে মামলাও করে। উৎপাদন পুনরায় চালু হবার পর, কর্মচারীদের Elon Musk বলে, তারা যদি এক্সপোজার নিয়ে চিন্তিত হয় তাহলে তাদের কাজে ফিরতে হবে না। দুইজন শ্রমিক Washington Post এ বলেছিল, কাজে না ফেরার জন্য Tesla তাদের টার্মিনেশন নোটিশ পাঠিয়েছে।

Elon Musk এর সম্পদের পরিমাণ নতুন উচ্চতায় পৌঁছে গেলে এখন, তার সম্পদের সমালোচনায় তিনি বেশ সংবেদনশীল হয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এ বছর টেসলার শেয়ার বেড়ে যাওয়ার সাথে সাথে Elon Musk এর সম্পদ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এখানে উল্লেখ্য এ বছর Tesla এর শেয়ার বেড়েছে ৩৪৫% এর মত।

-
টেকটিউনস টেকবুম -১২ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস