ডেস্কটপ সাইটের জন্য Instagram আপডেট করেছে তাদের স্টোরি ফিচার

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Instagram এর স্টোরি ফিচার ডেস্কটপ সাইটের জন্য পাচ্ছে নতুন রুপ। ডেক্সটপ ইউজাররা এখন স্টোরি গুলোতে পাবে ক্লিকেবল Carousel অভিজ্ঞতা।

সম্প্রতি Instagram এ বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন অভিজ্ঞতা পেতে যাচ্ছে শুধু মাত্র ডেক্সটপ ইউজাররা। Instagram তাদের স্টোরি ডিজাইনে যোগ করেছে নতুন মাত্রা। এখন স্টোরি গুলো দেখতে চাইলে সেগুলো Carousel আকারে প্রকাশ পাবে এবং ইউজাররা ক্লিক করে তাদের ইচ্ছে মত স্টোরি দেখতে পাবে। স্ক্রিনে একটি মাত্র স্টোরি না দেখিয়ে এখন আগের এবং পরের স্টোরি গুলোও দেখা যাবে।

অনেকের কাছে এই পরিবর্তনটি ছোট মনে হতে পারে তবে অধিকাংশ ইউজার তাদের এই ফিচারে দারুণ সন্তুষ্ট হয়েছে। তারা ইনস্টাগ্রামে নতুন অভিজ্ঞতা পেয়েছে বলে সোশ্যাল মিডিয়া গুলোতেও শেয়ার করছে।

ক্যারোসেল-স্টাইল ডিজাইনের পাশাপাশি ডেস্কটপে স্টোরিগুলি এখন আরও বড় আকারে দেখা যাবে। একই সাথে থাকবে Pause/Play এবং Mute/Unmute বোটম।

তবে বলা যায় ডেস্কটপ স্টোরি ইউজারদের কাছে Instagram এর আপডেটটি সঠিক সময়ে এসেছে। যেখানে সকল সোশ্যাল মিডিয়া গুলো তাদের নেটওয়ার্কে Ephemeral Content ফিচার এড করা শুরু করেছে সেখানে বলাই যায় ইনস্টাগ্রাম কিছুটা এগিয়ে রয়েছে। এখনে উল্লেখ্য, টুইটার কেবল Fleets, চালু করেছে তা নয় LinkedIn এবং Pinterest ও একই ধরনের কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছে।

সাম্প্রতিক সময়ে Ephemeral Content  গুলোর গুরুত্ব বাড়ছে। Ephemeral Content বলতে মূলত শর্ট স্টোরি বা ডে পিক গুলোকে বুঝানো হয় যেগুলো ২৪ ঘণ্টা বা নির্দিষ্ট সময় পর এক্সপাইয়ার্ড হয়ে যায়। এই সকল কন্টেন্ট গুলো একই সাথে ব্র‍্যান্ড ভ্যালু বাড়িয়ে তুলার পাশাপাশি ইউজাররাও এটি চমৎকার ভাবে গ্রহণ করেছে। ফেসবুকে এই ফিচার পরে আসলেও কম সময়ের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়ে যায়।

ইন্সটাগ্রামে আগে থেকেই স্টোরি ফিচারটি বেশ জনপ্রিয় ছিল, স্মার্টফোন বা ডেক্সটপ উভয় ডিভাইসের ক্ষেত্রে ইউজাররা এটি ব্যবহার করতো। হয়তো ইউজারদের ভিন্ন অভিজ্ঞতা দিতেই তারা ডেক্সটপ ভার্সনের জন্য ক্লিকেবল Carousel অভিজ্ঞতা নিয়ে এসেছে।

স্মার্টফোনের জন্য একই ফিচার বা নতুন কোন ফিচার আসবে কিনা সে বিষয়ে এখনো মুখ খুলে নি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে তাদের এই ফিচারে একটি বিষয় পরিষ্কার যে তারা নতুন করে Ephemeral Content কে গুরুত্ব দিচ্ছে।

-
টেকটিউনস টেকবুম - ২৯ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস