Office 365 এর জন্য আপ্লিকেশন গার্ড নিয়ে এসেছে মাইক্রোসফট

লক-ডাউনে, বাসা থেকে কর্মরত বিশ্বজুড়ে কর্মীদের নিরাপত্তা বাড়াতে Office 365 এর জন্য আপ্লিকেশন গার্ড নিয়ে এসেছে মাইক্রোসফট

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে লোকেরা প্রায়শই বাড়ি থেকে কাজ করার সাথে সাথে, কর্মচারীরা তাদের হোম অফিস থেকে ব্যবসা পরিচালনা করায় কোম্পানির সুরক্ষা স্পষ্ট হয়ে উঠেছে। আর তাই মাইক্রোসফট তাদের Office 365 এর সকল Enterprise গ্রাহকদের জন্য অ্যাপ্লিকেশন গার্ড নিয়ে এসেছে৷

মাইক্রোসফট, Community ওয়েবসাইটে নতুন এই ফিচারটি ঘোষণা করেছে। সংস্থাটি ঘোষণা করেছে যে এটি এখন সাধারণ জনগণের ব্যবহারের জন্যও এভেইলেবল।

যাইহোক, অ্যাপ্লিকেশন গার্ড এমন কিছু নয় যা আলাদাভাবে কাউকে ডাউনলোড করে ইন্সটল দিতে হবে। ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তা ঝুঁকি কমাতে কর্মীরা এটি এনেভল করতে পারবে। এটি এনেভল হয়ে গেলে, অ্যাপ্লিকেশন গার্ড সন্দেহজনক ফাইল গুলো আলাদা ভাবে ওপেন করবে। ভাইরাস বা ম্যালওয়্যার থেকে পিসিকে নিরাপদ রাখতে এটি প্রথমে Read only মুডে ডকুমেন্ট গুলো ওপেন করবে।

অ্যাপ্লিকেশন গার্ড আপনার পিসি টহল দিলে এটি তিনটি বিভাগের ফাইলের জন্য নিরাপত্তা বলয় তৈরি করবে যেমন, ইন্টারনেট থেকে আসা ফাইল, আপনার পিসি বা নেটওয়ার্কের অনিরাপদ অবস্থান থেকে আসা ফাইল এবং ফাইল ব্লক-এ তালিকাভুক্ত কোন ফাইল।

বর্তমানে এই অ্যাপলিকেশন গার্ড ফিচারটি সকল এন্টারপ্রাইজ ইউজারদের জন্য রয়েছে আপনাকে শুধু এনেভল করে দিতে হবে৷

মাইক্রোসফট দীর্ঘদিন ধরে এই ফিচারটি নিয়ে কাজ করছিল এবং লক-ডাউনের পর থেকে তারা বিষয়কে বেশি গুরুত্ব দিতে থাকে। মহামারীর পর অধিকাংশ কোম্পানি, হোম অফিস চালু করার পর কর্মীরা বাসায় বসেই কাজ করছে। একই সাথে বাসায় বসে কাজ করার ফলে বেড়ে গেছে সাইবার হামলা এবং নিরাপত্তা ঝুঁকি। ২০২০ সালের হিসাব মতে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক বার কয়েক হাজার কোম্পানি একাধিক বার সাইবার হামলার শিকার হয়েছে আর এর প্রধান কারণ ছিল রিমোট ওয়ার্ক। বিশেষজ্ঞরা বলছে বাসায় কাজ করার ফলে কর্মীরা বেশি চাপে থাকছে আর এই সুযোগটা নিচ্ছে হ্যাকাররা।

হোম অফিসের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় মাইক্রোসফট আগেই বলেছিল এই ধরনের সিকিউরিটি ফিচার নিয়ে আসবে এবং ফাইনালি তারা ফিচারটি লঞ্চ করেছে।

বর্তমানে শুধু মাত্র এন্টারপ্রাইজ ইউজাররাই এই সুবিধাটি পাচ্ছে, তবে কবে নাগাত অন্যান্য ইউজাররা এটি পেতে যাচ্ছে সে সম্পর্কে পরিষ্কার কোন তথ্য প্রকাশ করে নি মাইক্রোসফট

-
টেকটিউনস টেকবুম - ৩১ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস