WhatsApp এর কনভারসেশন স্থানান্তর করা যাবে Telegram অ্যাপে

Telegram সম্প্রতি প্রকাশ করেছে নতুন টুল যার মাধ্যমে কয়েকটি ট্যাপের মাধ্যমে টেলিগ্রামে ইম্পোর্ট করা যাবে WhatsApp এর কনভারসেশন।

WhatsApp এর নতুন প্রাইভেসি পলিসি ঘোষণার পরে WhatsApp এর অধিকাংশ ইউজার ঝুঁকছে Telegram এর দিকে, আর এজন্যই Telegram নিয়ে এসেছে কনভারসেশন স্থানান্তর করার এক অভিনব পন্থা। নতুন টুলের মাধ্যমে সহজে WhatsApp এর কনভারসেশন নিয়ে যাবে Telegram এ৷

সম্প্রতি প্রকাশ পাওয়া হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতি বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে, কারণ এতে একটি শর্ত রয়েছে যা ব্যবহারকারীদের ফেসবুকের সাথে ডেটা শেয়ার করতে করতে বাধ্য করে। যদিও "বিভ্রান্তি" এবং "ভুল তথ্য দেওয়ার কারণে" হোয়াটসঅ্যাপ এই নীতি প্রবর্তনে বিলম্ব করছে, তবুও বহু ব্যবহারকারী ইতিমধ্যে Telegram এবং Signal এর মতো বিকল্পের দিকে চলে যাচ্ছে৷

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আগমনকে আরও সহজ করতে Telegram, ব্যবহারকারীদের জন্য WhatsApp থেকে চ্যাট হিস্ট্রি নিয়ে আসার ব্যবস্থা করেছে। এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা কেবলমাত্র কয়েকটি ট্যাপে তাদের কথোপকথনের ইম্পোর্ট করতে সক্ষম হবেন।

কিভাবে টুলটি ব্যবহার করতে হবে এ নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেয়া হয়েছে  Telegram Blog এ। Telegram, ২০২১ সালে নতুন ১০০ মিলিয়ন নতুন ইউজার পেয়েছে যার অধিকাংশই ছিল সাবেক WhatsApp ইউজার৷

ইউজার ডাটা নিরাপত্তা ২০২০ তথা আসছে দিন গুলোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ ইন্টারনেট সিকিউরিটি নিয়ে খুব বেশি সচেতন, কোথায় ডেটা ব্যবহৃত হচ্ছে বা পারসোনাল ইনফরমেশন লিক হচ্ছে এটি মানুষ আগের চেয়ে অনেক বেশি ভাবে। অতিতে গুগলের বিরুদ্ধে ডেটা চুরির অভিযোগ থাকলেও ইদানীং এটা ফেসবুককে নির্দেশ করছে৷ অধিকাংশ ইউজার বেশ কয়েকবার ফেসবুক ডেটা সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলেছে। এই যখন অবস্থা তখন ফেসবুকের ডেটা WhatsApp এ ব্যবহারের নীতি কখনোই ভাল ভাবে গ্রহণ করে নি ইউজাররা।

বিকল্প কনভারসেশন অ্যাপ্লিকেশনগুলি দ্রুত হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে যাচ্ছে। WhatsApp তার গোপনীয়তা নীতি ঘোষণার পরে প্রচুর ব্যবহারকারীকে হারিয়েছে এবং তারা ফিরে আসবে বলে মনে হয় না। অধিকাংশ ইউজার ভাবছে তারা এত দিন প্রতারিত হয়ে এসেছে তাই এখন ফেসবুকের সাথে WhatsApp এর কোন সম্পর্ক না থাকলেও তারা ব্যাক করবে বলে মনে হয় না। আর এজন্যই টেলিগ্রাম স্থায়ী ভাবে WhatsApp ইউজারদের গ্রহণ করতে চাইছে।

-
টেকটিউনস টেকবুম - ৩১ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস