Instagram ক্রিয়েটরদের জন্য নিয়ে এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ড

Instagram এর নতুন প্রফেশনাল ড্যাশবোর্ড ক্রিয়েটরদের এবং ব্যবসায়কে সাহায্য করবে। ইন্সটগ্রামের নতুন প্রফেশনাল ড্যাশবোর্ডে রাখা হয়েছে প্রয়োজনীয় সকল বিজনেস টুল।

সম্প্রতি Instagram ক্রিয়েটর এবং ব্যবসায়কে মাথায় রেখে প্ল্যাটফর্মে নিয়ে এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ড। নতুন সিস্টেমে এবার ক্রিয়েটররা বৃদ্ধি করতে পারবে তাদের বিজনেস একই সাথে পারফরম্যান্সও ট্র‍্যাক করতে পারবে।

Instagram এর প্রফেশনাল ড্যাশবোর্ডটি ব্যবসায়িক টুলের একটি হাব হিসেবে কাজ করবে। এখন থেকে ইউজাররা জানতে পারবে তাদের একাউন্ট কেমন পারফরম্যান্স করছে, তারা এর মাধ্যমে এড সেটআপ করতে পারবে এবং তাদের কন্টেন্ট মনিটাইজও করতে পারবে। প্ল্যাটফর্মটি ইনস্টাগ্রাম বিজনেস ব্লগে প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে।

যদিও এই ফিচার গুলোর বেশিরভাগটি ইতিমধ্যে অ্যাপটিতে ক্রিয়েটদের জন্য এভেইলেবল ছিল তারপরেও নতুন এই পদ্ধতিতে সব কিছু একজায়গায় এসেছে। ফিচারটি বর্তমানে সমস্ত বিজনেস এবং ক্রিয়েটর অ্যাকাউন্টের জন্য এভেইলেবল করা হয়েছে।

Instagram ইতিমধ্যে অ্যাপ্লিকেশনে শপিংকে একীভূত করেছে, যা এটিকে বেশি ব্যবসায়িক বান্ধব করে তুলেছে। ২০২০ সালে, প্ল্যাটফর্মটি অ্যাপের প্রধান মেনুতে একটি শপিং ট্যাব যুক্ত করে এবং রিলসের জন্য একটি শপিং ফিচার চালু করে।

ব্যবহারকারীদের আকর্ষণ করার প্রয়াসে প্রায় প্রতিটি মূলধারার সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অর্থোপার্জনে সহায়তা করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছে। WhatsApp এবং ফেসবুক কেবল বিল্ড-ইন শপিং ফিচার প্রতিষ্ঠিত করেছে তা নয়, Snapchat ব্যবহারকারীদেরও জনপ্রিয় স্পটলাইট তৈরি করতে অর্থ প্রদান করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া গুলো শপিং ফিচারের মাধ্যমেই কেবল অর্থ উপার্জনের পথ তৈরি করছে এমনটি নয়, তারা বিজ্ঞাপণের পাশাপাশি একাধিক বিজনেস মডেল নিয়ে হাজির হচ্ছে। সাম্প্রতিক সময়ের এমনি দুটি মডেলের একটি হল টুইটারের নিউজলেটার পরিসেবা আর ফেসবুকের নিউজ ট্যাব।

এদিকে ফেসবুক যুক্তরাজ্যে তাদের নিউজ ট্যাব চালু করেছে। এর মাধ্যমে ফেসবুকের আন্তর্জাতিক নিউজ মার্কেটে প্রবেশের সূচনা হতে পারে। ফেসবুক নিউজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন কিছু নয়, ২০২০ সালের নভেম্বরের ঘোষণায় ফেসবুকের প্রতিশ্রুতি অনুসারে, UK মোবাইল অ্যাপে ফেসবুক নিউজ ট্যাব এসেছে। একই সাথে Revue কে কিনে নেবার পর টুইটার তার প্ল্যাটফর্মে নিউজলেটার ফিচার নিয়ে আসছে। নিউজলেটার সাবস্ক্রিপশন পরিষেবা Revue অর্জনের মাত্র কয়েক দিন পরে টুইটার এই সিদ্ধান্ত নেয়।

-
টেকটিউনস টেকবুম - ০২ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস