Outlook এর Attachments সরাসরি ড্রাগ করা যাবে Microsoft Teams অ্যাপে

এখন ইউজাররা Outlook এর Attachments গুলো সরাসরি ড্রাগ করতে পারবে Microsoft Teams এর মধ্যে। এখন থেকে আপনি মিডল ম্যান ছাড়া সরাসরি আউটলুকের ফাইলগুলি আপনার Microsoft Teams, এর চ্যানেল গুলোতে শেয়ার করতে পারবেন।

এর আগে Outlook থেকে একটি Attachments ডাউনলোড করা এবং সেটি Teams এ আপলোড করা বেশ কষ্টকর কাজ ছিল। এখন মাইক্রোসফট এটিকে সহজ করে দিয়েছে। আপনার কোন ফাইল আর সেভ করার দরকার নেই; ড্রাগ করেই শেয়ার করতে পারবেন।

মাইক্রোসফট বড় করে এই ফিচারটির ঘোষণা না করলেও আপনি Microsoft Teams UserVoice থেকে ফিচারটির ধারণা নিতে পারেন।

UserVoice মাইক্রোসফটের এমন একটি ব্যবস্থা যেখানে ইউজাররা জানাতে পারে তারা মাইক্রোসফটে কি চায়, এবং Post করতে পারে। বাকি মেম্বাররা নির্দিষ্ট Post গুলোতে ভোট করতে পারে৷ এমনই এক ইউজার চেয়েছিল যেন সরাসরি ড্রাগের অপশন রাখা হয় যেখানে ১১৫৭১ টি ভোট আসে। ভাগ্যক্রমে, সেই Post এর উত্তর দিয়েছে মাইক্রোসফট, "আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাকে জানাতে পেরে খুশি যে আউটলুক থেকে টিমে সরাসরি ফাইল সংযুক্তির জন্য ড্রাগ এবং ড্রপ ফিচার এখন এভেইলেবল"।

এই আপডেটটি Microsoft Teams, এ Outlook মিডিয়া শেয়ার করা সহজ করার আরেকটি পদক্ষেপ। সম্প্রতি, কোম্পানিটি নিশ্চিত করেছে, এটি টিম ব্যবহারকারীদের অযথা কপি পেস্ট এড়াতে চ্যানেলগুলোতে আউটলুক ইমেইল সরাসরি শেয়ার করার ব্যবস্থা নিয়ে কাজ করছে।

মানুষ যখন মহামারী দ্বারা ক্ষতিগ্রস্ত বিশ্বে কাজ করার জন্য Microsoft Teams ব্যবহার করছে, প্রযুক্তি জায়ান্ট তখন সফটওয়্যারটিকে উৎপাদনশীলতার পাওয়ার হাউস হিসাবে তৈরি করছে। মাইক্রোসফট তাদের এই রিমোট ওয়ার্কিং অ্যাপে নিয়ে আসছে একের পর এক নতুন নতুন ফিচার।

মাইক্রোসফট তাদের Tech Community ওয়েবসাইটে, জানুয়ারিতে আনা সকল আপডেট গুলো তুলে ধরেছে। প্রথমত,  Microsoft Teams, আপ্রোভাল সিস্টেমকে পুনর্নির্মাণ করেছে। এখন আপনি Teams hub এর মধ্যে থেকে অনুমোদনের জন্য বলতে পারেন যাতে আপনি আপনার কাজ চালিয়ে যাওয়ার আগে আপনার সহকর্মীদের কাছ থেকে দ্রুত অনুমোদন বা সম্মতি পেতে পারেন।

বড় ব্যবসায় প্রতিষ্ঠানের মিটিং এবং আনুষঙ্গিক কাজের জন্যও উপযুক্ত করা হয়েছে Microsoft Teams। Microsoft Teams এর "org-wide teams" এর মাধ্যমে ১০, ০০০ ইউজারের মধ্যে টাস্ক শেয়ার করা যাবে।

-
টেকটিউনস টেকবুম - ০৩ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস