অস্ট্রেলিয়ার নতুন আইন মানতে রাজী মাইক্রোসফট

গুগল যখন অস্ট্রেলিয়া ছাড়তে চাচ্ছে, মাইক্রোসফট তখন তার অবস্থান শক্ত করতে ব্যস্ত। নতুন আইনের প্রতিবাদে গুগল তার সার্চ ইঞ্জিনটি অস্ট্রেলিয়া থেকে অপসারণ করার হুমকি দেওয়ার পরে পাশে দাঁড়িয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট তাদের একটি বিবৃতিতে জানিয়েছে তারা অস্ট্রেলিয়ার আইন মানতে এবং দেশটিকে সাপোর্ট দিতে প্রস্তুত।

তবে মাইক্রোসফটের এই বন্ধুভাবাপন্ন আচরণে অনেক পাঠকই অবাক হতে পারেন! অস্ট্রেলিয়ার প্রতি মাইক্রোসফট এত সদয় হবার কারণ জানতে হলে আপনাকে কিছুটা পেছনে যেতে হবে,

কিছুদিন আগে অস্ট্রেলিয়া সরকার সাংবাদিকদের সহায়তা করতে একটি নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করে। আইনে বলা হয়, যদি ফেসবুক এবং গুগল তাদের সার্চ রেজাল্টের Snippet এ কোন নিউজ ফিচার করে অথবা রেকোমেন্ডেশনে ফিডে কোন নিউজ দেখায়, তাহলে সেই নিউজের আসল মালিককে কিছু টাকা পে করতে হবে। গুগল এই আইনের বিরোধিতা করে এবং বলে পাবলিশাররা ক্লিক করার ফলে এমনিতেই কিছু পরিমাণ অর্থ পায়। একই সাথে গুগল হুমকি দেয় অস্ট্রেলিয়া থেকে তাদের সার্চ ইঞ্জিন নিয়ে যাবে। যেখানে অস্ট্রেলিয়ার ৯৫ শতাংশ মানুষ গুগল ইউজ করে সেখানে এমন একটি হুমকি আসলেই ভেবে দেখার মত।

অস্ট্রেলিয়ায় যখন এই অবস্থা তখন মাইক্রোসফট এগিয়ে আসে তাদের ইউজারদের কাছে। মাইক্রোসফট জানায় তাদেরও একটি সার্চ ইঞ্জিন (Bing) আছে এবং এটি আগের চেয়ে অনেক উন্নত। যাই হোক এটি ছিল পুরনো খবর।

সম্প্রতি মাইক্রোসফট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা দেয় তারা অস্ট্রেলিয়া সরকারের সকল আইন মানতে প্রস্তুত। একই সাথে মাইক্রোসফট কথা বলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী Scott Morrison এবং যোগাযোগ মন্ত্রী Paul Fletcher এর সাথে।

সেখানে মাইক্রোসফট নতুন আইন মানার কয়েকটি কারণ তুলে ধরে তারা এবং জানায়, "মাইক্রোসফট, News Media Bargaining Code কে পুরোপুরি সমর্থন করে। কোডটি যুক্তিসঙ্গতভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অস্ট্রেলিয়ান সংবাদ ব্যবসায়ের মধ্যে দর কষাকষির শক্তির ভারসাম্য করে। এটি কেবল ভোক্তাদের জন্য নয়, হাজার হাজার অস্ট্রেলিয়ান ক্ষুদ্র ব্যবসায়ের জন্যও গুরুত্বপূর্ণ "

সর্বশেষ, অস্ট্রেলিয়া তাদের নতুন আইন পাস করলে গুগল তাদের সার্চ ইঞ্জিন অস্ট্রেলিয়া থেকে নিয়ে যাবে, এবং আইনটি মাইক্রোসফটের বিজ্ঞাপণ বিজনেসে প্রভাব ফেলুক বা না ফেলুক তারা অস্ট্রেলিয়ার পাশে থাকবে, এখন প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়ার জনগণ কি Bing কে গ্রহণ করবে?

-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস