Raya সিনেমার প্রি অর্ডার নিচ্ছে Disney+

Level 28
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসন্ন Raya ফিল্মের প্রিমিয়ার অ্যাক্সেস এর জন্য প্রি অর্ডার নিচ্ছে Disney+। আপনি কি ডিজিটাল কোন সিনেমার প্রিমিয়ার নিতে চান? তাহলে Disney+ এ প্রি-অর্ডার করুন।

Raya and the Last Dragon একটি আপকামিং অ্যানিমেশন মুভি যা Disney+ এ আসতে যাচ্ছে। এখন থেকে অডিয়েন্সরা প্রি-অর্ডার করতে পারবে সিনেমাটি।

প্রিমিয়ার অ্যাক্সেস এমন একটি ধারণা যা Disney+ ২০২০ সালে প্রবর্তন করে৷ প্রিমিয়ার অ্যাক্সেস এর মাধ্যমে অডিয়েন্সরা প্ল্যাটফর্মে সকলের জন্য নির্দিষ্ট মুভি এভেইলেবল হবার আগেই, সেই মুভিটি দেখতে পারে। এর আগে Mulan মুভিটির প্রিমিয়ার অ্যাক্সেসের জন্যও এককালীন টাকা টাকা নিয়েছিল Disney+।

আবার, ডিজনি আসন্ন 3D অ্যানিমেশন Raya and the Last Dragon এর জন্য প্রিমিয়ার অ্যাক্সেস ব্যবস্থা ফিরিয়ে এনেছে।

সিনেমাটি এবছরের ৫ মার্চ, ডিজনি + এ ডিজিটালি আত্মপ্রকাশের কথা রয়েছে। সেই তারিখেই এটি দেখার জন্য আপনাকে ২৯.৯৯ ডলার পে করতে হবে।

সাবস্ক্রিপশন ফি ছাড়াও আলাদা পেমেন্ট বেশ অবাক করার মত একটি বিষয়, তাছাড়া এটি এমন কোন প্রোডাক্টও নয় যে স্টক শেষ হয়ে যাবে প্রি-অর্ডার না করলে। তাদের কন্সেপ্ট হল সঠিক সময়ে দেখতে চাইলে প্রি-অর্ডার করুন।

যাই হোক, ৫ মে ২০২১ সালের মধ্যে সিনেমাটি দেখতে প্রি-অর্ডার করুন অথবা ৪ জুন পর্যন্ত অপেক্ষা করুন। ৪ জুন থেকে সিনেমাটি সকল Disney + গ্রাহকরা অতিরিক্ত খরচ ছাড়াই দেখতে পারবে।

-
টেকটিউনস টেকবুম - ০৮ ফেব্রুয়ারি ২০২১

Level 28

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 463 টি টিউন ও 186 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 55 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস