আইফোন স্কেলে DSLR প্রযুক্তি নিয়ে আসছে অ্যাপল

নতুন রিপোর্ট বলছে পুরো আইফোন 13 লাইনআপ সেন্সর-শিফট OIS ব্যবহার করবে। iPhone 13 এর ইমেজ কোয়ালিটি চমৎকার করতে ফোন গুলোতে দেয়া হবে Sensor-shift Camera Stabilization।

DigiTimes এর রিপোর্ট মতে ২০২১ সালে রিলিজ হওয়া সকল নতুন আইফোন লাইনআপে দেয়া হবে Optical Image Stabilization (OIS)। তবে এখনো জানা যায় নি ক্যামেরা সেটআপ তিনটি থাকবে নাকি Wide লেন্স দেয়া হবে।

ETNews বলছে কমপক্ষে আইফোন ১৩ এর দুটি মডেলে Optical Image Stabilization (OIS) থাকবে। আইফোন ভক্তরা নিঃসন্দেহে অ্যাপলের এই পদক্ষেপের প্রশংসা করবে যে iPhone 13 এর সকল ভার্সনে থাকতে যাচ্ছে Sensor-shift Optical Image Stabilization।

আইফোন প্রথম বারের মত এই প্রযুক্তি ব্যবহার করে iPhone 12 Pro Max ডিভাইসে। ফোনটির কমার্শিয়াল ট্যাগ লাইন ছিল "Camerus Maximus"।

অ্যাপল এই ফিচারটিকে "আইফোন স্কেলে DSLR প্রযুক্তি" হিসাবে বর্ণনা করেছে। তারা জানায়, আমরা ফটোগ্রাফির জন্য স্ট্যাবিলাইজ সলিউশনের কথা ভাবছি যা সেন্সরে মুভ করবে। Sensor-shift OIS গেম চেঞ্জার হতে যাচ্ছে। এখন পর্যন্ত Sensor‑shift Stabilization শুধু মাত্র DSLR ক্যামেরা গুলোতে আছে। এটি প্রথমবারের মত গ্রহণ করতে যাচ্ছে আইফোন"।

এর আগে আইফোন গুলো ক্যামেরার আশেপাশে একধরণের ম্যাগনেট ব্যবহার করতো, যা ক্যামেরার চারপাশে থাকতো। ছবি বা ভিডিও করার সময় এই প্রযুক্তিটিই ছবিকে স্ট্যাবল করার চেষ্টা করতো।

আপনি যদি প্রশ্ন করেন এই প্রযুক্তিটি অন্য আইফোন গুলোতেও আসবে? উত্তর হচ্ছে, মনে হচ্ছে না এবছর এটি হবে। কারণ আইফোন এক্সক্লুসিভ কোন প্রযুক্তি নিয়ে আসলে এটি প্রথমে তাদের ফ্ল্যাগশিপ ফোন গুলোতেই দেয়।

উদাহরণস্বরূপ, ডাবল-লেন্স ক্যামেরা অন্যান্য আইফোনে দেয়ার আগে প্রথমে iPhone 7 Plus এ দেয়া হয়েছিল। তাছাড়া OLED স্ক্রিন প্রথমে এসেছিল iPhone X এ।

অ্যাপল সম্ভবত পুরো আইফোন 13 লাইনআপে সেন্সর-শিফট ক্যামেরা প্রযুক্তি আনবে, তবে ধারণা করা যায় কোম্পানি Wide লেন্সের ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখতে পারে। হয়তো আইফোন 14 বা তার পরবর্তী মডেল গুলো পাবে পূর্ণ Optical Image Stabilization (OIS) অভিজ্ঞতা। আর আইফোনের ক্যামেরাতে Optical Image Stabilization (OIS) ফিচার ব্যবহারের ফলে যে ডিভাইস গুলোর দাম বৃদ্ধি পাবে এটি বলার অপেক্ষা রাখে না।

যাই হোক আশা করা যায় নতুন এই প্রযুক্তি আসলে ইউজাররা আরও ভাল ফটোগ্রাফি অভিজ্ঞতা পাবে।

-
টেকটিউনস টেকবুম - ০৯ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস