টেকটিউনস ট্রাস্টেড টিউন, ‘টিউন শেয়ার সাবমিট’ গাইডলাইন

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক 'ট্রাস্টেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন' অনুযায়ী শেয়ার ও সাবমিট করতে হয়। খেয়াল করুন, ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক 'ট্রাস্টেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন' অনুযায়ী সঠিক ভাবে শেয়ার ও সাবমিট না হওয়া পর্যন্ত সে ট্রাস্টেড টিউনের জন্য 'টেকটিউনস ক্যাশ' প্রসেস হয় না।

ট্রাস্টেড টিউনার হিসেবে প্রকাশিত টিউনের লিংক শেয়ার ও সাবমিট করতে প্রথমত আপনার ট্রাস্টেড টিউনটি টেকটিউনসে প্রকাশ করুন।

টিউন প্রকাশ করার পর প্রকাশিত টিউনটি

  1. নিজের ফেসবুক প্রোফাইলে
  2. টেকটিউনস ফেসবুক গ্রুপে

শেয়ার করে সে শেয়ারের পার্মালিংক দুটি নিচের নির্দেশোনা মোতাবেক সাবমিট করতে হয়।

খেয়াল করুন, নিজের ফেসবুক প্রোফাইলে টিউন শেয়ারের ক্ষেত্রে আপনার অরিজিনাল ফেসবুক প্রোফাইলে টিউনের লিংক শেয়ার করতে হবে। যে ফেসবুক প্রোফাইল আপনি ডে টু ডে বেসিসে ব্যবহার করেন এবং যে ফেসবুক প্রোফাইলে আপনি একটিভ ও আপনার রিয়েল ফেন্ডস ও ফলোয়ার আছে। নিজের নয় এমন, অন্য কারও বা ফেক ফেসবুক অ্যাকাউন্টে টিউনের লিংক শেয়ার করে সাবমিট করা যাবে না এবং তা করা হলে ট্রাস্টেড টিউনারশীপ অপসারিত হয়।

টেকটিউনস ফেসবুক গ্রুপ এ আপনি জয়েন করে না থাকলে এখনই জয়েন রিকোয়েস্ট করুন। আপনাকে Add করা হবে।

ট্রাস্টেড টিউনার হিসেবে প্রকাশিত টিউনের লিংক শেয়ার ও সাবমিট

ট্রাস্টেড টিউনার হিসেবে প্রকাশিত টিউনের লিংক শেয়ার ও সাবমিট করতে প্রথমত টেকটিউনস Compose Message এ যান।

'টেকটিউনস' সিলেক্ট করুন।

২. Subject ফ্লিড এ নিচের ফরমেটে Subject টি লিখুন

নিচের Snippet টুকু কপি করে শুধু মাত্র [] থার্ড ব্রাকেট ও থার্ড ব্রাকেটের ভিতরের অংশটুকু পুরো রিপ্লেস করে Subject ফিল্ডে লিখুন।

টিউন প্রকাশিত হয়েছে : [প্রকাশিত টিউনের শিরোনাম]

এখানে ঠিক উপরের ফরমেট অনুযায়ী লিখুন। এখানে 'টিউন প্রকাশিত হয়েছে' এর পর একটি স্পেস, এরপর ইংরেজি হরফে কোলন, এরপর স্পেস এরপর টিউনের শিরোনাম দেওয়া হয়েছে।

ঠিক এভাবে হুবহু, এই ফরমেটে Subject ফ্লিডে টিউনের শিরোনাম লিখুন। ইংরেজি কোলনের জায়গায় বাংলা কোলন ব্যবহার করা যাবে না।

প্রয়োজনে প্রতিবার টিউন প্রকাশের পর উপরের ফরমেট টি কপি করে নিন এবং আপনার টিউন মোতাবেক প্রকাশিত টিউনের শিরোনাম অনুযায়ী পরিবর্তন করে নিয়ে।

যেমন: আপনার প্রকাশিত টিউনের শিরোনাম যদি হয়

"২০১৮ সালের বেস্ট Two-in-one ল্যাপটপগুলো"

তবে Subject ফ্লিডে লিখুন

টিউন প্রকাশিত হয়েছে : ২০১৮ সালের বেস্ট Two-in-one ল্যাপটপগুলো

৩. এবার আপনার প্রকাশিত টিউনের লিংক আপনার নিজের ফেসবুক প্রোফাইল ও টেকটিউনস ফেসবুক গ্রুপে শেয়ার করুন। এবার প্রকাশিত টিউনের লিংক ও নিজের ফেসবুক প্রোফাইলে ও টেকটিউনস ফেসবুক গ্রুপে প্রকাশিত টিউন শেয়ারের পার্মালিংক এই ৩টি লিংক নিচের ফরমেটে Message ফিল্ডে লিখে সাবমিট করুন।

নিচের Snippet টুকু কপি করে শুধু মাত্র [] থার্ড ব্রাকেট ও থার্ড ব্রাকেটের ভিতরের অংশটুকু পুরো রিপ্লেস করে Message ফিল্ডে লিখে সাবমিট করুন।

টিউন প্রকাশিত হয়েছে : [প্রকাশিত টিউনের লিংক]
টিউন শব্দ সংখ্যা : [ইরেজি ডিজিটে প্রকাশিত টিউনের শব্দ সংখ্যা]
টিউন শেয়ার : নিজের প্রোফাইল : https://web.facebook.com/[নিজের ফেসবুক আইডি]/posts/[নিজের প্রোফাইলে শেয়ার করা টিউনের ফেসবুক নিউমেরিক পার্মালিংক আইডি]
টিউন শেয়ার : টেকটিউনস ফেসবুক গ্রুপ : https://web.facebook.com/groups/techtunes/permalink/[টেকটিউনস ফেসবুক গ্রুপে শেয়ার করা টিউনের ফেসবুক পার্মালিংক আইডি]

এখানে ঠিক উপরের ফরমেট অনুযায়ী লিখুন। এখানে 'টিউন প্রকাশিত হয়েছে' এর পর একটি স্পেস, এরপর ইংরেজি হরফে কোলন, এরপর স্পেস এরপর টিউনের লিংক বা শেয়ারের পার্মালিংক দেওয়া হয়েছে।

খেয়াল করুন, এখানে প্রকাশিত টিউনের শব্দ সংখ্যা ইরেজি ডিজিটে লিখতে হয়।

ঠিক এভাবে হুবহু, এই ফরমেটে টিউন সাবমিট করুন। ইংরেজি কোলনের জায়গায় বাংলা কোলন ব্যবহার করা যাবে না।

প্রয়োজনে প্রতিবার টিউন প্রকাশের পর উপরের ফরমেট টি কপি করে নিন এবং আপনার টিউন মোতাবেক প্রকাশিত টিউনের লিংকটি পরিবর্তন করে নিয়ে Message ফিল্ডে লিখে সাবমিট করুন।

যেমন:

টিউন প্রকাশিত হয়েছে : https://www.techtunes.io/laptop/tune-id/586292
টিউন শব্দ সংখ্যা : 1611
টিউন শেয়ার : নিজের প্রোফাইল : https://web.facebook.com/machine.fahad/posts/1718378904910591
টিউন শেয়ার : টেকটিউনস ফেসবুক গ্রুপ : https://web.facebook.com/groups/techtunes/permalink/1655290001187496/

ম্যাসেজ বক্সে টিউন সাবমিটের পর তা সিস্টেম থেকে 'টেকটিউনস ক্যাশ' এর জন্য প্রসেস হয়। টিউন সাবমিটের এই ম্যাসেজের অধীনে প্রয়োজন না হলে আপনাকে টেকটিউনস থেকে কোন রিপ্লাই দেওয়া হবে না। যদি কোন সংশোধনের প্রয়োজন হয় তাহলে আপনাকে জানানো হবে।

খেয়াল করুন, প্রকাশিত টিউনের লিংক শেয়ার ও সাবমিট করার ক্ষেত্রে নিজের ফেসবুক প্রোফাইল ও টেকটিউনস ফেসবুক গ্রুপে লিংক অবশ্যই পাবলিক (Public) হতে হয়। অর্থাৎ ট্রাস্টেড টিউনার হিসেবে সাবমিট করা নিজের ফেসবুক প্রোফাইল ও টেকটিউনস ফেসবুক গ্রুপের লিংক গুলো অবশ্যই Publicly Visible হতে হয়। যেন যে কেউ ফেসবুক প্রোফাইল ও টেকটিউনস ফেসবুক গ্রুপের সাবমিটকৃত লিংকে ক্লিক করলে তা এক্সেস করতে পারে। নিজের ফেসবুক প্রোফাইল ও টেকটিউনস ফেসবুক গ্রুপে সাবমিটকৃত লিংক কোন ভাবেই প্রাইভেট (Private), রেস্ট্রিকটেড (Restricted) হওয়া যাবে না। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে প্রাইভেট (Private), রেস্ট্রিকটেড (Restricted) লিংক সাবমিট করা হলে সে টিউনের জন্য 'টেকটিউনস ক্যাশ' প্রসেস হয় না এবং বারবার একাজ করা হলে ট্রাস্টেড টিউনারশীপ অপসারিত হয়।

ভিডিও ট্রেনিং

বিষয়টি আর ভালো ভাবে বোঝার জন্য ভিডিও ট্রেনিং নিন।

 

খেয়াল করুন, ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক 'ট্রাস্টেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন' অনুযায়ী সঠিক ভাবে শেয়ার ও সাবমিট না হওয়া পর্যন্ত সে ট্রাস্টেড টিউনের জন্য 'টেকটিউনস ক্যাশ' প্রসেস হয় না।

ফেসবুক নিউমেরিক (Numeric) পার্মালিংক আইডি

টিউন প্রকাশের পর, টিউন, 'টিউন শেয়ার সাবমিট' করতে নিজ ফেসবুক প্রোফাইল ও টেকটিউনস ফেসবুক গ্রুপ এ শেয়ার করে, সাবমিট করে, সে শেয়ারকৃত ফেসবুক টিউনের নিউমেরিক (Numeric) পার্মালিংক আইডি নিয়ে 'টিউন শেয়ার : নিজের প্রোফাইল' ও 'টিউন শেয়ার : টেকটিউনস ফেসবুক গ্রুপ' লিংক সাবমিট করতে হয়।

ফেসবুকের নতুন আপডেটের ফলে ডিফল্ট ভাবে শেয়ারকৃত ফেসবুক টিউনের নিউমেরিক (Numeric) পার্মালিংক আইডি পাওয়া যায় না। নতুন আপডেটের ফলে শেয়ারকৃত ফেসবুক টিউনের আলফানিউমেরিক (Alphanumeric) পার্মালিংক আইডি দেখায়। বিশেষ করে নিজ প্রোফাইলে শেয়ারকৃত ফেসবুক টিউনের ডিফল্ট ভাবে নিউমেরিক (Numeric) পার্মালিংক আইডি পাওয়া যায় না, আলফানিউমেরিক (Alphanumeric) পার্মালিংক আইডি দেখায়।

https://web.facebook.com/rrm.raihan.5/posts/pfbid027NxRjBJ5VsSYdA5ZjvyM95g1PoAQC6LkP73bwpT1sT8zXLhBetqHgqg7QZoCB5KWl

কিন্তু টেকটিউনসে 'টিউন শেয়ার সাবমিট' করতে শেয়ারকৃত ফেসবুক টিউনের নিউমেরিক (Numeric) পার্মালিংক আইডি ব্যবহার করে 'টিউন শেয়ার সাবমিট' করতে হয়। আলফানিউমেরিক (Alphanumeric) পার্মালিংক আইডি ব্যবহার করে 'টিউন শেয়ার সাবমিট' করা যায় না।

তাই টেকটিউনসে 'টিউন শেয়ার সাবমিট' করতে, নিজ প্রোফাইলে শেয়ারকৃত ফেসবুক টিউনের নিউমেরিক (Numeric) পার্মালিংক আইডি পেতে, নিচের পদ্ধতি ফলো করুন। নিচে দুটি পদ্ধতি উল্লেখ করা হয়েছে। প্রথমটি আপনার জন্য কাজ না করলে দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করুন।

পদ্ধতি ১

১. প্রথমত আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করা সে টিউনের লিংক এ যান, সে ব্রাউজার বা ব্রাউজার প্রোফাইল ব্যবহার করে, যেখানে আপনি ফেসবুকে লগইন করে নেই। যেমন, Chrome ব্রাউজারে Guest Profile বা অন্য Chrome Profile ব্যবহার করে শেয়ারকৃত টিউনের লিংক এ যান।

উদাহরণ সরূপ https://web.facebook.com/rrm.raihan.5/posts/pfbid027NxRjBJ5VsSYdA5ZjvyM95g1PoAQC6LkP73bwpT1sT8zXLhBetqHgqg7QZoCB5KWl লিংকে যান, সে ব্রাউজার বা ব্রাউজার প্রোফাইল ব্যবহার করে, যেখানে আপনি ফেসবুকে লগইন করে নেই।

২. এরপর ভিডিওতে দেখানো এই পদ্ধতিতে শেয়ারকৃত ফেসবুক টিউনের নিউমেরিক (Numeric) পার্মালিংক আইডি সংগ্রহ করুন।

পদ্ধতি ২

১. ব্রাউজারের মাধ্যমে https://web.facebook.com/rrm.raihan.5/posts/pfbid027NxRjBJ5VsSYdA5ZjvyM95g1PoAQC6LkP73bwpT1sT8zXLhBetqHgqg7QZoCB5KWl এর view-source এ যান।

২. 'Line wrap' Check box 'Check Mark' করুন। 'Line wrap' Check box 'Check Mark' না করলে ভুল রেজাল্ট দেখাতে পারে।

৩. ব্রাউজারে থাকালীন CTRL+F চেপে বা ব্রাউজারে মেন্যু থেকে Find. এ ক্লিক করে share_fbid বা subscription_target_id বা ft_ent_identifier (যে Key টি আপনার জন্য কাজ করে) Key এর Numeric ভ্যালু কপি করুন।

ভিডিও ট্রেনিং

 

উদাহরণ সরুপ

শেয়ারকৃত টিউন

https://web.facebook.com/rrm.raihan.5/posts/pfbid027NxRjBJ5VsSYdA5ZjvyM95g1PoAQC6LkP73bwpT1sT8zXLhBetqHgqg7QZoCB5KWl

এর 'টিউন শেয়ার : নিজের প্রোফাইল লিংক'

https://web.facebook.com/rrm.raihan.5/posts/2131052220410157