ডলার কেনাবেচা ও টাকা/অর্থ আদান প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে “টেকটিউনস ঘোষণা”

বেশকিছু দিন ধরে টেকটিউনসে ডলার কেনা-বেচাকে কেন্দ্র করে একদল অসাধু লোক টেকটিউনসে ব্যবহার করে সাধারণ টিউজিটরদের প্রতারণা করছে। তাই এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আজ থেকে টেকটিউনসে যে কোন প্রকার ডলার কেনা-বেচা বা টাকা/অর্থ লেনদেন সংক্রান্ত সকল টিউন ও টিউমেন্ট নিষিদ্ধ করা হল।

নীতিমালা ভঙ্গের জন্য উক্ত টিউনার ও টিউমেন্টরের বিরুদ্ধে নীতিমালার কঠোর প্রয়োগ করা হবে। তাই নীতিমালা ভঙ্গের দ্বায়ে কোন প্রকার কারণ না দর্শিয়ে যে কোন সময় টিউনার ও টিউমেন্টরের টিউনারশীপ বাতিল করা হতে পারে। ইতোমধ্যেই এ সংক্রান্ত বিষয় টেকটিউনস নীতিমালায় ১.১৭ আপডেট করা হয়েছে। টেকটিউনসের মান ও ধারা বজায় রাখার জন্য সকল টিউজিটর, টিউনার ও টিউমেন্টরকে টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

  • ১। টেকটিউনসে যে কোন প্রকার ডলার বা টাকা/অর্থ আদান প্রদানের টিউন এবং মন্তব্য প্রকাশ করা যাবে না।
  • ২। এধরনের কোন টিউন বা কমেন্ট দেখে কমেন্ট করা যাবে  না।
  • ৪। এই ধরণের টিউন নজরে পড়া মাত্রই সঙ্গে সঙ্গে সেই টিউনারের আইডি স্থায়ীভাবে বরখাস্ করে দেওয়া হবে।
  • ডলার কেনা-বেচা বা টাকা/অর্থ আদান প্রদান নিয়ে মন্তব্যে কোন প্রকার যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর দিলে সেই টিউমেন্টার কেও কোন রকম কারণ দর্শানো ছাড়াই স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।
  • ৬। এই ধরণের টিউন বা কমেন্ট দেখে যদি কেউ ডলার বা টাকা আদান/প্রদান করেন এবং প্রতারিত হন সেক্ষেত্রে টেকটিউনস কোন প্রকার দ্বায়িত্ব বহন করবে না---------

সুতরাং টেকটিউনসে কোন প্রকার "ডলার আয় নিয়ে টিউন বা ডলার চেয়ে/কেনা বেচার জন্য টিউনের মাধ্যমে সাহায্য চেয়েছে" এইরকম কোন টিউনকে এড়িয়ে চলবেন অর্থাৎ ভিজিট করবেন না। আর ভুল করে ভিজিট করে প্রতারিত হলে টেকটিউনস কোনভাবেই দায়ী থাকবে না।

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোক্ষম উদ্যোগ, এরকমই কিছু একটার অপেক্ষায় ছিলাম, অবশেষে ঘোষণা এল… ধন্যবাদ সাইফুল… আরো প্রায় একটানা একমাস এটাকে স্টিকি করে রাখা হোক যাতে সবার নজরেই পড়ে… এই উদ্যোগ খুশি হয়ে মেহেদী ভাই[এডমিন], সাম্য ভাই, সাইফুল সহ অন্যান্য মডারেটর দের উদ্দেশ্যে মিস্টার গ্রিন – :mrgreen: 😆

    সাইফুল ভাই ও ডিজে আরিফ ভাই আমি টিটিতে আমার প্রতারিত হওয়ার টিউনটি প্রকাশ করার পর রাজন নামের এক লোক ০১৭৫৬৪৫০০১০ নাম্বার হতে ফোন করে বাংলাদেশের সার্বার আইন শেখাচ্ছে, আমাকে ভয় দেখাছ্ছে আর বলতেছে যে আমকে ধরার জন্য নাকি ও পুলিশ নাকি পাঠিয়ে দিয়েছে। আমি তাকে বললাম আমার আমি যদি কোন ভুল করে তাকি তাহলে টিটিতে আমার

    টিটিতে আমার বিরুদ্বে টিউন করার জন্য……………

    টিটির এ উদ্যেগ কে আমি সাধুবাদ জানাই….
    সাবার মঙ্গলের জন্য টিটি এগিয়ে যাক এই প্রত্যাশা…………..

    Level 0

    আসল কাহিনী এবার শুনবেন আপনারা।এই সালমান একজন ভুয়া।আমি জানি না মানূষ কেমন কের এমন হয়।সালমান আমাকে ৮১০০ টাকা দিয়েছে আর আমি তাকে $২১৫ দিয়েছি।এখন তার কাছে আমি ৯৩১৫ টাকা পাব।আমি টাকা চাইলে সে আমাকে বলে ভাই আমি একটু সমস্যাতে আছি।একদিন আমি বলি আপনি যদি টাকা না দেন তবে আমি পুলিশে জানাবো।তখন সে বলে আমি আপনাকে ফাসাবো……………………।সালমান তুমি তো দেখি বাংলার ছবিকে হার মানালে।এবার আমি যে তাকে $২১৫ দিছি তার প্রমান সহ রাতে টিউন করবো।আর তার আগে আমি পুলিশে জিডিটা করে আসি।তোমাকে এবার দেখবো সালমান।সবাই দোয়া করবেন যেন আমি জয়ী হতে পারি।আর সালমান এই কমেন্টটা ডিলিট করবা না।সবাই আজ দেখবে তোমার আসল চেহারা। আর আমি রাতে জিডি আইডি,প্রমান সহ টিউন করবো।

    হে হে এবার জমবে মজা 😀

    Level New

    মজা 😛 🙂 :0 🙁 :@

    সালমান says: "রাজন নামের এক লোক ০১৭৫৬৪৫০০১০ নাম্বার হতে ফোন করে বাংলাদেশের সার্বার আইন শেখাচ্ছে"

    @সলমান ঐ লোক আপনাকে ডলার দিয়েছে??? আমি তো এটাই অবাক হচ্ছি। আমাকে প্রত্যেক দিনই অনেক ডলার এর লেনদেন করতে হয় কিন্তু বর্তমানে যে রেট তাতে ঐ লোকের রেট টা ভালোই কম। তাই আমি ঐ লোকের কাছ থেকে নিতে চেয়েছিলাম কিন্তু যখনই বললাম তার ওখানে আমার লোক পাঠাবো তখনই তার আমার কাছে ডলার বিক্রির আগ্রহ কমে গেল। ঐ লোক থেকে সাবধান, কাউ কে ঠকিয়েছে কিনা তার প্রমান আমার কাছে নেই কিন্তু যথেষ্ট সন্দেহজনক। পুরো চ্যাট হিস্ট্রি আমার কাছে আছে। আপনারা সেটা পড়লেই বুঝতে পারবেন। সে ভেবেছিলো আমি তাকে ব্যাংক এর মাধ্যমে টাকা দিব। তাই প্রথমে তার আগ্রহ ছিল কিন্তু যখনই আমি বললাম যে আপনার মোবাইল নাম্বার দেন আমার লোক আপনার জেলাতেই আছে। আপনার সাথে যোগাযোগ করবে। এবার মজা টা তখনই জমে উঠলো। সে আর আমাকে মোবাইল নাম্বার দিতে রাজি হয় না। সবাই মিস-কল দিয়ে ডিস্টার্ব করবে। সে মোবাইল নাম্বার কাউ কে দেয় না। (মেয়ে লোক নাকি রে বাবা 😉 ) অথচ এই তো কালই দেখলাম টেকটিউনস এ তার নাম্বার দিয়ে বলল যে ডলার বিক্রি করবে। এটা কি সন্দেহজনক নয়??? যাই হোক অনেক কিছুর পর মোবাইল নাম্বার নিলাম। অথচ তার জেলাতে আমার যে লোক থাকে তাকে বললাম ঐ লোকের কাছে কল করে যা ডলার আছে সব ফেস টু ফেস দেখা করে কিনে আনতে। কিন্তু সে কলই ধরলো না। আমাকে জানিয়েছিলো লোকটি খুলনা তে থাকে।

    যাই হোক আমি তাকে ডিরেক্ট প্রতারক বলবো না। তবে তার চ্যাট হিস্টির পুরোটাই আমার কাছে সেভ করা আছে। মোবাইলে যে কথা হয়েছে তাও রেকর্ড করা আছে 😉 কারন আমার কাছে এটা সন্দেহজনক মনে হয়েছিলো। তাই আপনারাই যাচাই করে দেখুন।

    আমি সময় এর অভাবে এটা নিয়ে আপনাদের কে সতর্ক করতে পারছি না। আমি অলরেডি এই বিষয় নিয়ে আগেও একটি টিউন করেছিলাম। যাই হোক টেকটিউনস কে ধন্যবাদ। আমি এরকম একটি ঘোষনা শোনার জন্যে অপেক্ষা করছিলাম।

    আমি এই পর্যন্ত অনেক প্রতারক কে দেখেছি তবে এত চালাক প্রতারক কখনো দেখিনি। অবশ্য আমিও হাল ছাড়ছি না। তার কাছ থেকে ডলার কিনেই ছাড়বো 😉 যদি সে না দেয় তা হলে ভাববো যে সে একটা প্রতারক। সে পুলিশ এর ভয় দেখায়?? সাইবার আইন শেখায়? আমাকে তো চিনে না যে কার হাতে এসে পড়েছে। 🙂

    যাই হোক সবাই কে সতর্ক করে দিলাম। আর আপনাদের কে অবশ্যই জানাবো আমি তার কাছে থেকে ডলার কিনতে পারলাম কিনা। 🙂

    টেকটিউনসের নীতিমালা সকল ভেজালের উর্দ্ধ্বে। ধন্যবাদ প্রক্রিয়াটি একটিভ করার জন্য।

    এই আইন করার জন্য আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি।

হা হা হা… ভালো উদ্দ্যেগ। স্বাগত জানায়।
আরেকটা কথা এঞ্জেল মডারেটর মানে কি?

দিন দিন বিরক্ত হচ্ছিলাম অবশেষে ঘোষনা এলো । সাইফুল তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ মডারেটর দের কেও ।

Level New

সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ।খুব খুশী হলাম।
ধন্যবাদ সাইফুল ভাই… আরো প্রায় একটানা একমাস এটাকে স্টিকি করে রাখা হোক যাতে সবার নজরেই পড়ে…

এটা ভালই হল

নীতিমালা কয়েকটি, কিন্তু জটিল ! এগুলো দেখতেও বিরক্ত লাগে! আর আমি এগুলা দেখিনা কারন আমার দরকারও নাই ! 🙂
সুতরাং সবাই এসব করা থেকে বিরত থাকবেন !, ওকে ? 🙂
ধন্যবাদ সাইফুল………।

ধন্যবাদ সাইফুল ভাইয়া, টেকটিউনস ডেস্কে করা আমার অভিযোগের সাপেক্ষে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেবার জন্য।
অতিদ্রুত ডলার কেনা-বেচা সংক্রান্ত এই ধারাগুলো টিটির মূল ধারার সাথে অ্যাড করতে হবে।
আমার মনেহয় ধারাগুলো একরক হলে নিখুঁত হয়-

1. টেকটিউনসে ডলারসহ অন্যন্য কারেন্সির অর্থ বা অন্য যেকোনো ক্রেডিট কেনা-বেচা সংক্রান্ত সকল পোষ্ট অথবা সাহায্য প্রার্থনামূলক আবেদন নিষিদ্ধ। পোষ্ট নজরে আশা মাত্রই ডিলেট করা হবে।
2. পোষ্টকারী বা কমেন্টকারীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে, তার আইডিকে সাময়িক বা স্হায়ীভাবে বাতিল করার ক্ষমতা টেকটিউনস কর্তৃপক্ষ বহন করে।
3. টেকটিউনারগণ নিজ দায়িত্বে ক্রেডিটকার্ড, পেপাল, এলার্টপে এর গোপনীয়তা রক্ষা করবেন এবং টেকটিউনস সহ অন্য কোথাও প্রকাশ করবেন না। টেকটিউনসের কোন পোস্টের মাধ্যমে কেউ ডলার বা টাকা আদান/প্রদান করে প্রতারিত হন সেক্ষেত্রে টেকটিউনস কোন প্রকার দ্বায়িত্ব বহন করবে না।
4. টেকটিউনস কর্তৃপক্ষ এ সংক্রান্ত যেকোনো নীতিমালা পরিবর্তনের ক্ষমতা বহন করে।

Level 0

Like মারলাম। good 4 us

গুরুত্বপূর্ণ সিদ্বান্ত 🙂

আমি এটাকে সাপোরট করি

derite holeo admin'er bodhodoye khushi na hoye parlam na.dhonnobad mehedi hasan arifke.kichu kichu bapare aktu kothor na hole ki hoy?asha korchi aro kichu kichu bapare admin kothor siddhanto nebe ja techtunes'er jonno mongolmoy hobe.(cellphone coment)

    Hy whats up?

    প্রবাসী ভাই কি বাংলাদেশে এসে বাংলা লেখা ভুলে গেলেন নাকি? হা হা হা……

এত দিনে কাজের কাজ হয়চ

Level 0

অবশেষে সেই রকম একটা সিদ্ধান্ত হল 🙂
ধন্যবাদ টেক্টিউন প্যানেলকে 😀

ভাল সিদ্ধান্ত। কিছু লোক কমেন্ট এর নামে ads দিচ্ছে। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিৎ।

সাধুবাদ!

আমি একটুর জন্য ধরা না খেয়ে বেচে গেছি, ধন্যবাদ টেকটিউন মডারেটরকে।

ধন্যবাদ। এরকম উদ্যেগকে আমি স্বাগত জানাই।আর যাতে কেউ এরকম প্রতারিত না হয়।

Level 0

আমিও সাধুবাদ জানাই

Level New

আপনারা তো ব্যান করেননা, একটা পোলা খালি ফেইসবুক থেকে ৫০০ কামাইতে বলে সারাদিন spam করে সব টিঊনে তারে ব্যান করেননা কেন?

ও……প এতদিন পর। যা হউক এতদিনে টেকটিউনস মডারেটরদের দৃষ্টি পরল। আরেকটা ব্যপার, ইদানিং PTC( ১০,২০………………৫০০ ডলার আয়) সাইট নিয়ে খুব বারাবারি করা হচ্ছে। আরিফ ভাই একটা টিউন করেছিল, তার পরেও ডলার আয়ের ব্যপারটা নিয়ে টিউন, কমেন্ট ইত্যাদি বন্ধ হচ্ছে না। মডারেটরদের সুদৃষ্টি কামনা করছি।
আমরা টেকটিউনস কে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা বিজ্ঞাপনের বিলবোর্ড হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকব। কারন টেকটিউনস একটি মহত উদ্দেশ্যে করা হয়েছে , বিজ্ঞাপনের জন্য নয় ।কারো যদি বিজ্ঞাপন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে টেকটিউনস কেন? প্লিজ বন্ধ করুন।

আসা করি মডারেটরমন্ডলি একটু ভেবে দেখবেন। সবার সমর্থন কামনা করছি।

এত দেরীতে?

পদক্ষেপটা টা খুব দেরিতে নেয়া হলেও আমি মনে করি এটি খুব ভাল এবং প্রশংশনীয় ও উৎকৃষ্ট।
আমি আপনাদের বিশেষ করে সাইফুল ভাইয়ের এই গৃহীত পদক্ষেপের প্রতি এবং তেনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

    জ্বী, তেনার প্রতিভায় আমিও মুগ্ধ!

Viy

ভাল তবে অনলাইন আয় সম্পর্কে লেখা থাকে মানে ভাল ভাল টিউন যেন থাকে। তাছারা আমরা শিখব কি করে?

নি:সন্দেহে এটা একটা ভালো উদ্দ্যেগ। সেই সাথে আরোও একটা বিষয় ভাবা দরকার যে, বিভিন্ন কমেন্টে অনেকেই তার সাইটের লিংক দিয়ে বা বিভিন্নভাবে স্প্যামিং করে থাকে। এগুলোর বিরুদ্ধে জোরাল পদক্ষেপ থাকা দরকার। তাহলেই টেকটিউনস আরোও উন্নতির শিখরে উঠবে বলে আমি মনে করি।

সাধুবাদ জানাই এমন নীতিমালা করার জন্য।ধন্যবাদ মডারেটর প্যানেলকে। 🙂

Level 0

thanks apnaka valo thakban

Level 0

এটা সময়ের দাবি ছিল., এই শুভো উদ্যোগের জন্য অশেষ ধন্যবাদ.

Level 0

ঐতিহাসিক পদক্ষেপ।ইচ্ছা করতেছে সবাইকে মিষ্টি খাওয়াই।কিন্তু আমি চাইনা সবার ডাইবেটিক্স বেড়ে যাক

হেহ হেহ হেহ চরম সিদ্ধান্ত। 🙂

Level 0

শাগর খান ভাই কই গেলেন…।।আপনার জিডি কপির জন্য বষে আছি,জিডি করতে গিয়া কি পুলিশের কাছে ধরা খাইলেন নাকি,

hm

আমার মিতাকে সেলট জানাই সুন্দর একটা টিঊনের জন্য। আনেক দিন অপেক্ষায় ছিলাম এইরকম একটা ঘোষনার। আমি নিজেও এই প্রতারনার শিকার হয়েছি, সাইফুল ভাইয়ের এই টিউন আমাদের নতুনদের আনেক উপকারে আসবে। ধন্যবাদ সাইফুল ভই

ধন্যবাদ এমন উদ্যোগ এর জন্য………. প্রতারণা করার মতো কোন সুযোগ'ই প্রতারকদের দেওয়া উচিত না……..

hello saiful bhai i want to contact with you, please give me your contact details on [email protected]

Level 0

একটু দেরীতে হলেও খুব ভালো উদ্দ্যোগ; আশা করব এটি কঠোরভাবে পালন করা হবে। তাহলে আর কেউ প্রতারিত হতে পারবে না।

সাধুবাদ যানাই ভালো একটা সিদ্ধান্ত।

সাইফুল ভাইকে ধন্যবাদ । আমার কয়েকটা প্রস্তাব ছিল টেকটিউন্স এর কাছে ।
প্রথমে বলতে চাই টেকটিউন্স আমাদের সবার জন্য একটা বড় প্লাটফম ।
টেকটিউন্স এ খাবার রেসিপি থেকে সধারন জ্ঞান প্রায় সব ধরনের টিউন হয় ।
টেকটিউন্স এ যে টিউনগুলো সবথেকে ব্যতিক্রম তা হচ্ছে আউটসোসিং এবং বিভিন্ন টিউটোরিয়াল ।
আমার কথা হচ্ছে যারা অনলাইনে আউটসোসিং এর কাজ করে তাদের কাছে যেমন ডলার থাকে তাদের তেমন ডলার দরকারও হয় ।তাই আমার মতে ডলারের টিউন নিষিদ্ধ করা হলে অনলাইনে আউটসোসিং এর টিউনগুলোও নিষিদ্ধ করা হোক । এখন যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে প্রায় সব টিউটোরিয়াল টিউনগুলো অনলাইনে আউটসোসিং এর সাথে সম্পকযুক্ত ।
এখন অনেকেই হয়ত বলবেন ডলার ক্রয়/বিক্রয় এর টিউন এর মাধ্যমে অনেকেই প্রতারিত হচ্ছে তাদের জন্য বলবো যারা এই ধরনের প্রতারক তারা টিটিতে টিউন না করেও প্রতারনা করবে । আমার মতে টিটিতে সাহায্য ক্যাটাগরির মতো ডলার ক্রয়/বিক্রয় এর একটা ক্যাটাগরি থাকা উচিত যেখানে যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই ভিজিট করবে ।(উল্লখ্যঃ কেউ প্রতারিত হলে টিটি দায়ি থাকবে না) তাহলে হয়তো অনেকেই তাদের প্রয়োজন এর সময় ডলার ক্রয়/বিক্রয় করতে পারবে । আর যারা এই ধরনের লেনদেন করবে তারা তাদের নিজ দায়িত্বে করবে তাতে প্রতারিত হলে টিটি দায়ি থাকবে না এমন একটা নিতিমালা করার আহ্বান জানাচ্ছি।
আশা করছি বিষয়টি টিটি বিবেচনা করবে ।

    Level 0

    ভাই আমিও একমত। কারন আমরা যারা নতুন আয় করছি, তারা আয় করে তাহলে তা বেচবো কেমনে ? ভেবে দেখবেন।

    জানি না ভাই আমার মতের সাথে শুধু আপনার মত মিললো । আমরা মাত্র ২ জন । যাই হোক।

    এমন জায়গায় বা সাইটে আয় করবেন না। যাদের দেওয়া ডলার ব্যাংকে ভাঙ্গানো যায় না।
    সৎ পথে এবং কষ্ট করে ইনকাম করা ডলার এইভাবে বেচাকেনা করবেন কেন? মানিবুকার্স, এলার্টপে এগুলো থেকে তো ব্যাংকে টাকা ভাঙ্গানো যায়।
    ধরা যাক আপনি কোন একটি সাইট থেকে ১০ ডলার ইনকাম করলেন। কিন্তু তাতে ব্যাংক পেআউট নেই। সেহেতু আপনাকে ডলারটি অন্য কাউকে বেচে দিতে হবে বা ওই ডলার দিয়ে কিছুই করতে পারবেন না। যদি আপনার কষ্ট করা ডলার বিক্রির জন্য টেকটিউন্সে এ্যাড দেন তাহলে আপনি ৯০% ঝুকির মধ্যে থাকবেন। এরপর ধরা খেলে টেকটিউসের তো বদনাম হবেই তারমধ্যে আবার আপনার কষ্টের ডলারগুলো দিয়ে কোন কিছুই করতে পারলেন না তার দুঃখটাও সাথে বয়ে বেড়াবেন। যা টেকটিউনস চায় না।

    টেকটিউনসে শুধুমাত্র টেক বিষয়ক টিউন করুন। ডলার বিক্রি করতে হলে অন্য সাইট যেমন সামহোয়্যার ইন ব্লগ-এ যেতে পারেন। ওইখানে আপনার পোস্ট কেউ ডিলিট করবে না।

    সাইফুল ইসলাম ভাই ধন্যবাদ অনেক পড়ে হলেও কমেন্টের রিপ্লে দেওয়ার জন্য । পৃথিবীতে আপনি যদি খোজ করেন তাহলে প্রায় সব জিনিসেরই নেগেটিভ প্রতিক্রিয়া পাবেন । থাক কথা তা না । টিটিতে তো প্রায় কয়েকদিন পরপরই হ্যাক এর উপর টিউন হয় এখন ঐ টিউন গুলো করা হয় সচেতন হয়ার জন্য বা জানার জন্য কিন্তু কেউ যদি অপব্যবহার করে তাহলে কি এর দায়িত্ব টিটি নিবে??
    উত্তর অবশ্যই না ।
    আর আমি কিন্তু ভাই এ্যাড দেওয়ার কথা বুঝাতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি সাহায্য বিভাগের মত একটা বিভাগ যেখানে ডলার ক্রয় বিক্রয় করার পোস্ট দেওয়া যাবে । যেটা কক্ষনই প্রথম পেজে আস্তে পারবে না । শুধুমাত্র যার প্রোয়োজন সেই শুধু ঐ বিভাগে ঢুকবে । টিটি কোন সময়ই এর দায় দায়িত্ব নিবে না । এই রকম বিভাগ থাকলে লাভও আছে যেমন ক্যেকজন ডলার বিক্রয় এর পোস্ট দিল সেইখান থেকে সবাই ভাল ভাবে যাচাই করে ডলার কিনতে পারবে ।

    ""এমন জায়গায় বা সাইটে আয় করবেন না। যাদের দেওয়া ডলার ব্যাংকে ভাঙ্গানো যায় না।
    সৎ পথে এবং কষ্ট করে ইনকাম করা ডলার এইভাবে বেচাকেনা করবেন কেন? মানিবুকার্স, এলার্টপে এগুলো থেকে তো ব্যাংকে টাকা ভাঙ্গানো যায়।""
    এই কথাটির প্রসঙ্গে আমি বলবো এলার্টপে ডলার ব্যাংকের একাউন্ট এ আনতে বেশ ঝামেলা পুন‍‍ । তবে ডেবিট কাডের মাধ্যমে আনা যায় যা কি না অনেক ব্যয়বহুল । কিন্তু মেন সমস্যা হচ্ছে আপনার যদি ডলার প্রোয়োজন হয় তখন কি করবেন । আমার জানা মতে কোন ব্যাংক এর মাধ্যমে ডলার এলার্টপে ট্রান্সফার করার পদ্ধতি আমার জানা নেই জানা থাকলে দয়া করে জানাবেন ।

    আর কিছু বলতে চাই না ভাই । আমার মতামত আমি প্রকাশ করলাম বিবেচনার দায়িত্ব সবার । আমার মতামত টি দিয়েছি কারন টিটি কে আমি আমারা এক সাহায্যকারি বন্ধু হিসেবে দেখি তাই আমি মনে করি ডলার নিয়ে অনেকেই ঝামেলায় পরলে টিটিতে আসবে ।
    ধন্যবাদ আবারও সাইফুল ভাই । আশা করি যথাযথ উত্তর পাবো । ভাল থাকুন ।

Level 0

I support it. Thanks all.

ধন্যবাদ এমন উদ্যোগ এর জন্য ।আশা করি এটি কঠোরভাবে পালন করা হবে।

    raihan91 এসব কি ভাই ???
    এই ধরনের অভ্যাস ত্যাগ করেন।
    টেকটিউনসের দৃস্টি আকর্ষন করছি…

ভাল উদ্যোগ।

Level 0

ভালো উদ্যোগ ।

Level 0

এইটা একটা ভাল উদ্যোগ।

Level New

টেকটিউন্সকে বিশুদ্ধ রাখার আরেকটি ভালো উদ্দ্যোগ। ধন্যবাদ সাইফুল ভাই।

good

Level 0

ধন্যবাদ সাইফুল ভাই।
but যারা dollar income করতে চান।
go http://teamofearning.blogspot.com/

ভাল উদ্যোগ। মানুষ ধোঁকা থেকে বাঁচবে।

এত কাহিনী!

ভাল সিদ্ধান্ত,
স্বাগত জানাই সুন্দর সিন্ধান্তটিকে,
এবং ধন্যবাদ জানাই যাহারা এই সিদ্ধান্তটি নিয়েছেন,
সাথে সাইফুল ইসলামকেও ধন্যবাদ সংবাদটি প্রকাশ করার জন্য।

২। এধরনের কোন টিউন বা কমেন্ট দেখে কমেন্ট করা যাবে না।

এটা কেন? কমেন্ট করলে অসুবিধা কি? আপনারা পোস্ট ডিলিট করলেই খেলা শেষ!

    "এধরনের কোন টিউন বা কমেন্ট দেখে কমেন্ট করা যাবে না।"
    কারণ একজনের কমেন্ট দেখে আরকজন ওই টিউনে কমেন্ট করার জন্য উৎসাহিত হতে পারে।
    মডারেটররা সবসময় টেকটিউনস এ নাও থাকতে পারে। তাই পোষ্ট ডিলিট করতে কখনো কখনো একটু দেরি হয়।
    তাই এই ব্যবস্থা।

valo uddog…dhonnobad.

অনেকদিন ধরে এ ধরনের টিউনের অপেক্ষায় ছিলাম । ধন্যবাদ সাইফুল । ভাল থাকবে ।

Level 0

bhalo sidhanto