ইয়াহু মেসেঞ্জার ১১ তে একাধিক একাউন্ট একত্রে চালানোর উপায় । ( কম্পিউটার লাভার – বেক ইন একশন )

সবাইকে আসসালামুয়ালাইকুম জানিয়ে শুরু করছি । সভাই ভালো আছেন তো ? অনেক দিন পরিক্ষা আর কিউবি এর ফেয়ার ইউসেজ এর ঝামেলায় নেট অফ রাখলাম । তাই টিউন করতে পারি নাই । আপনাদের অনেক অনেক মিস করেছি । সাথে আমার প্রিয় টেকটিউনস কেও ! এর মদ্ধে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু বদলেছে... অনেক কিছুই আমি মিস করেছি । ভাল খারাপ অনেক কিছুর মদ্ধে দিয়ে টেকটিউনস এখন ভালো আছে তাতেই খুশি...

যাই হোক আজকের টিউন এর কথায় আসি । আমরা অনেকেই চ্যাট করার জন্য ইয়াহু মেসেঞ্জার ব্যাবহার করি । আবার অনেকের একাধিক একাউন্ট আছে । বা পরিবার এর অন্যদের একাউন্ট ও খুলে রাখতে হয় । তাই প্রায়ই একসাথে একাধিক একাউন্ট চালানোর প্রয়োজন পরে । ইয়াহু মেসেঞ্জার ১০ এ একাধিক একাউন্ট চালানোর জন্য একটি সফটওয়্যার পাওয়া যেত । নাম Ymulti ! কিন্তু ১১ এর নতুন ভার্সন এ কোন উপায় নেই । তাই আজকে একটি উপায় আনলাম জার মাধ্যমে আপনি ইয়াহু মেসেঞ্জার ১১ তে একাধিক একাউন্ট চালাতে পারবেন ।


এখান থেকে ইয়াহু মেসেঞ্জার ১১.৫ ডাউনলোড করুন

এটি মুলত উইন্ডোজ এর রেজিস্ট্রি এডিট করে করতে হয় ।

প্রথমে Start থেকে Run ওপেন করুন অথবা Windows+R চাপুন ।

এবার Regedit লিখে এন্টার চাপুন ।

Regedit এ  HKEY_CURRENT_USER\Software\yahoo\pager\Test এ যান ।



এখানে একটি নতুন রেজিস্ট্রি করতে হবে । ডান দিকের খালি জায়গায় রাইট ক্লিক করে New> DWORD Value তে ক্লিক করুন ।

এখানে লিখুন Plural এবং এন্টার দিন ।

আবার এটি তে ডাবল ক্লিক করে এর মান দিন 1 । Enter চাপুন

এবার Registry Editor থেকে বের হয়ে যান । এবার আপনি একটি একটি করে ইয়াহু একাউন্ট ওপেন করুন । প্রথমে ডেস্কটপ থেকে ইয়াহু রান করে একটি একাউন্ট এ লগিন করুন । আবার একি ভাবে ইয়াহু রান করে অন্য একাউন্ট এ লগিন করুন । সুবিধার জন্য প্রত্যেক একাউন্ট এর কালার চেঞ্জ করে নিতে পারেন । এর জন্য মিনিমাইজ এর পাসের গোল বাটন চাপুন এবং রঙ সিলেক্ট করুন ।


সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন । আল্লাহ হাফিজ !!! জয় বাংলা !!!

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Exam kemon holo bro?

Level 0

ভাল একটা টিপস দিলেন এর জন্য অনেক ধন্যবাদ ।

Registry editing has been disabled by your administrator- এর সমাধান কি আছে। আমার জ্ঞান আবার একটু কম তো তাই অকারণে অনেককে জ্বালাই।

onek puraton tricks but jara janena tader kaje lagbe. thanks for sharing

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দিন থেকেই techtunes এ আছি। কিন্তু আজি প্রথম কিছু লিখলাম। সবাই ভাল থাকবেন।

cell no den vai kotha bole tik korbo

Valo laglo, try korbo

এত্ত ঝামেলা না কইরা http://imo.im ব্যবহার করেন…