ফায়ার ফক্সে সেভ করা আপনর সকল একাউন্ট পাসওয়ার্ড এর ব্যাকআপ রাখুন আপনার কম্পিউটারে

আমরা অনেক নেট ইউজারই ব্যবহার করি ফায়ারফক্স। এর অনেক সুবিধার মধ্যে একটি হল আপনার বিভিন্ন অনলাইন একাউন্টের ইউজারনেম ও সেভ করা যায়। এজন্য ফায়ারফক্সকে অনেক সাধুবাদ। কিন্তু একটু সমস্যা হয় যখন অনেকদিন ব্যবহার করার পর আপনি আপনার অপারেটিং সিস্টেম রি-ইন্সটল করেন তখন। ধরুন আপনার ১০০টি অনলাইন একাউন্ট আছে যা বিভিন্ন সময় আপনি রেজিস্টার করে তাদের পাসওয়ার্ড আপনি সেভ করে রেখেছেন ফায়ারফক্সে। কিন্তু কোন কারণে আপনি অপারেটিং সিস্টেম রি-ইন্সটল করবেন। করার পর আপনাকে আবার ওই ১০০টি একাউন্টের ইনফো সেভ করতে হবে। আর কারো কী হয় জানিনা, আমার জন্য ভীতিকর ব্যপার। আর এই ভীতিকর ব্যপার থেকে আমার মত অলস আর ভীতুদের (কেউ মাইন্ড করিয়েন না। কোন জীবিত বা মৃত ব্যক্তির সাথে এর কোন সম্পর্ক নেই) জন্য আমার এই ছোট প্রয়াস।

১.পাসওয়ার্ড এক্সপোর্টার নামের এড-অন টি ডাউনলোড করে ইন্সটল করে নিন এখানে  ক্লিক করে
২.ফায়ারফক্স রিস্টার্ট করতে বললে তার কথা রাখুন
৩.ফায়ারফক্স রিস্টার্ট হলে Tools>Options এ যান

৪.Security Tab এ যান

সেখানে Import/Export Passwords নামে নতুন ১টি বাটন দেখতে পাবেন

৫.Import/Export Passwords বাটনে ক্লিক করুন। এতে নিচের ছবির মত ১টি উইন্ডো খুলবে

৬.এখন পাসওয়ার্ড সেভ করতে Export Password বাটনে ক্লিক করুন। ডেসটিনেশনটা খেয়াল রাখিয়েন

৭.আর অপারেটিং সিস্টেম রি-ইন্সটল করার পর সেভ করা পাসওয়ার্ড রিস্টোর করতে ১ থেকে ৫নং ধাপ পর্যন্ত আনুসরন করুন তারপর Import Password এ ক্লিক করুন

আরও কিছু টিউনঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৩. XP এর জন্য Win7 থীম
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
৬. মোবাইলের দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
৭. ভুলে যান ইন্টারনট ডাউনলোড ম্যানেজারের রেজিস্ট্রেশন এর কথা। রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন ব্যবহার করুন।
৮. তৈরি করুন আপনার নিজের পছন্দের রান কমান্ড
৯. আনুমতি ছাড়া আর কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না! আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন।
১০. মাউস ক্লিক করে অন করুন আপনার কম্পিউটার
১১. গুগলে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করুন আপনার ছবি
১২.বাড়তি সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভের আটোরান বন্ধ করুন

চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।

ধন্যবাদ।

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

onek onek onek onkek onek thanks bhaia , shudhu thanks ditei log in korlam

onek onek onek onkek onek thanks bhaia , shudhu thanks ditei log in korlam
onekkkkkk thankssssss

priyote rakhlam karon jani kom kom

অনেক ধন্যবাদ ভাই

Many many thanks for sharing an important thing. : )) I have kept this tune as “most important” (প্রিয়তে নিলাম) : ))

ইশতিয়াক ভাই অনেক সময় বাচায়া দিলেন। Many Many Thanks.

Sorry ……………
মুনীর ভাই অনেক সময় বাচায়া দিলেন। Many Many Thanks.