যেভাবে বুঝবেন আপনার সাধের পিসিতে ভাইরাস আছে কিনা

প্রতিনিয়ত বের হচ্ছে নতুন নতুন ভাইরাস। সব ভাইরাসও এ্যন্টি-ভাইরাসও ধরতে পারে না । যতক্ষন প্রজন্ত ওই ভাইরাসটি এ্যন্টিভাইরাসের ডাটাবেসে সংযুক্ত হবে ততক্ষন প্রজন্ত ওই ভাইরাসটি ধরতে পারবে না। কিন্তু ততক্ষনে তো আপনার বারো দুগুনে চব্বিশটা বেজে যাবে। আমি দেখাবো যেভাবে বুঝবেন ভাইরাস আছে কিনা এবং কিভাবে মুক্তি পাবেন।

ভাইরাস থাকলে পিসিতে প্রসেস সম্পর্কিত কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। আসুন দেখে নেই সেগুলো।

  • টাস্ক ম্যানেজার এ কিছু অজানা প্রসেস(process) দেখবেন।
  • এই প্রসেস গুলোর নাম লিখে গুগল এ সার্চ দিন যদি দেখতে পান ভাইরাস বা ভাইরাস সম্পরকিত কোন কিছু দেখতে পান তাহলে বুঝবেন ওই প্রসেসটা ভাইরাস।
  • এবং ওই প্রসেসটা “End Process” করলে এরর আসবে “End” হবে না।
  • তাহলে উক্ত প্রসেস এর উপর ডান বাটন চাপুন এবং দেখুন “Open File Location” নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করুন। বেশিরভাগ ভাইরাসের লোকেশন থাকে “C:/system32” তে।
  • ফাইলটা ডিলিট করে ফেলুন। যদি ডিলিট না হয় তাহলে এন্টি ভাইরাস দিয়ে স্ক্যান দিন তাও যদি ভাইরাস না পায় তাহলে পিসি অন করে “Safe Mode” এ অন করুন এবং ওই লোকেশন এ যান এবং ডিলিট করুন। এইবার ৮০% ডিলিট হওয়ার সম্ভাবনা। তাও যদি না হয় তাহলে আবার উইন্ডোজ সেটআপ দিন।

সতর্কতাঃ

  1.  না বুঝে কোনমতেই C:/system32 এর ফাইল ডিলিট করতে যাবেন না। আগে ওই ফাইল এর নাম+লোকেশন নিয়ে গুগল এ সার্চ দিয়ে নিন।
  2. কোন প্রসেস না বুঝে “End Process” দিবেন না। আর দিয়ে ফেললে পিসি রিস্টার্ট দিন তাহলে ঠিক হয়ে যাবে।

পোস্ট মনে হয় ছোট হয়ে গেল।  বোনাস দিয়ে বড় করে দেই। 🙂

_________________________________________

ফায়ারফক্স৯ ডাউনলোড করুন এখনই।

 

আজ এই প্রজন্তই সবাই ভালো থাকবেন। ভাইরাস মুক্ত থাকবেন। এবং লিনাক্স ব্যাবহার করবেন।

Level 0

আমি মারুফ আলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 296 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

uid=0(root) gid=0(root) groups=0(root)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

hahahaha……………….. amar kaze asbe ….thanks

আমি আপদত ভাইরাস এর সমস্যাই ভুগছি না । তবে কখনো সমস্যায় পড়লে আপনার টিপস কাজে লাগবে।
আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

vaia task manager tai kothai pabo ?

Level 0

Thanks

    @রনি: কীবোর্ডে Ctrl+Alt+Delete চাপুন। Windows XP হলে Task Manager ওপেন হবে। Windows 7 হলে Ctrl+Alt+Delete এরপর Start Task Manager এ ক্লিক করুন।

Level 0

thanks vaia

Level 0

vaia dan button chepe je open file location ante bolcen sei rokm to kicu ace na . amer hochche windows xp

ভাইরাস অ্যাটাক করলে বেশিরভাগ সময় task manager ডিজেবল হয়ে যায়…

সেইভ করে রাখলাম। ধ্‌ন্যবাদ।

উইন্ডোজ ফরম্যাট ছাড়া ভাইরাস ভালভাবে ক্লিন হয় না।

Level 0

ami pocket er taka khoroch kore license kora anti virus kinechi. service o besh valoi pachchi so amar na tension. quick hell anti virus

    @talhareza: নো টেনশন বলতে কোন শব্দ নাই। টেনশন থাকবেই। আপনি আমার সাথে জোগাযোগ করতে পারেন আমার একটা ভাইরাস আছে যেটা আপনার কুইকহেল/ক্যাস্পা ধরতে পারে না। লল

Level 0

vaia task manager ta eseche kintu apner kothamoto open file location to acena !!!