৫ মিনিটেই সিস্টেম রিস্টোর করুন

আমরা অনেকেই কোন প্রয়োজনীয় ফাইল হারিয়ে বসে থাকি । কিন্তু আপনি হারিয়ে যাওয়া ফাইলগুলো খুব সহজেই ফরিরিয়ে আনতে পারবেন খুব সহজেই । এজন্য আপনার কোন সফটওয়ার প্রয়োজন হবে না । আমার এই টিপসটি অনেকেই জানেন কিন্তু যারা এই টিপসটি জানেন না তাদের জন্যই আমার এই টিউনটি করা । আশা করি যারা জানেন না তারা খূব উপকৃত হবেন ।

এর জন্য আপনাকে প্রথমেই Start মেনু তে যেতে হবে । এরপর All Program এ গিয়ে Accessories এ যান । দেখুন ওইখানে System tools পাবেন । এরপর আপনাকে যেতে হবে system Restore এ । তখন নিচের ছবির মত দেখতে পাবেন

sd

ওখানে লেখা থাকবে Restore my computer to an earlier time এটি ডিফল্ট হিসেবেই থাকবে । এটাই রেখে Next ক্লিক করুন । তারপর দেখতে পাবেন ঠিক এই ছবির মত
d

আপনি যদি ভাইরাস দূর করতে চান তাহলে যেদিন আপনার মনে হয় আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে ঠিক আর আগে যে কোন একটি বোল্ড তারিখে ক্লিক করুন । বা যদি কোন তারিখে ফাইল ডিলেট হয়ে থাকে তাহলে এই তারিখ ক্লিক করুন । এবার Next চাপুন । ভ্যাস এখন ২-৪ মিনিট বসে থাকুন ও নিজে নিজেই কম্পিউটার Restart করে চালু হবে । এখন দেখুন আপনার কম্পি্উটার ঠিক আগের মত সব ফাইল যেখানে আপনি রেখেছেন সেখানেই আছে ।

যদি কারও উপকারে আসে তাহলেই এই টিউনটি সার্থক । এই টিউনটি একসাথে আমার নিজস্ব বাংলা ব্লগে প্রকাশিত । সকলকে ধন্যবাদ.............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হাসিব ভাই, হারিয়ে যাওয়া সব ফাইল ফিরিয়ে আনুন আপনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারন System Restore দিয়ে শুধু মাত্র Restore Point এর সময় অনুযায়ী ঐ সময় আপনার যে সমস্ত প্রোগ্রাম ইন্সটল করা ছিল বা যেই ড্রাইভে আপনার অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে সেই ড্রাইভের ডাটা ফিরিয়ে আনতে পারবেন। অন্য ড্রাইভ গুলিতে কোন প্রভাবই পরবেনা। তাই হারিয়ে যাওয়া সব ফাইল ফিরিয়ে আনুন এই কথাটি ঠিক না। ধন্যবাদ।

    ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য কিন্তু আপনি আমাকে কনফিউসনে ফেলিয়ে দিছেন । কারন এখন আমি ট্রাই করে আবার সিওর হতে পারব না কেননা আমার অপারেটিং সিস্টেমে Xp Cd টা সাপোর্ট করছে না । হয়ত সিডির সমস্যা । আমি এইটা কনফর্ম না । ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেবার জন্য ।

masud & Hasib are welcomed.
এই টিউনটির পরিপূর্নতা
আনার জন্য দু‌‌‍জনকে জানাই
অভিনন্দন ।

Level 0

রি ষ্টোর পয়েন্ট কখনো হারিয়ে যাওয়া ফাইল ফিরায়ে আনেনা। এটা শুধুমাত্র প্রোগ্রাম গুলোকে ফলো করে এবং আপনার যদি মনে হয় কোন কিছু ইন্সটল করার পর আপনার পিসিটা প্রবলেব করছে তবে আপনি সহজে আগের অবস্থায় ফিরে যেতে পরবেন। আর কিছু কিছু ভাইরাস এর সমাধান করা যায় কিন্ত হরানো ফাইল সম্ভব না।

    একমত।

    zia ভাই উপরেই আমার ভুলটি স্বীকার করেছিলাম । তারপরেও আপনাকে ধন্যবাদ

    Level 0

    আমিও একমত।তবে ছোটখাট ভাইরাস দূর করতে ওস্তাদ……

কিন্তু এতে অনেক সময় অনেক সমস্যা করে। আমার হয়েছিল।

ও কাজ বেশ কয়েকবার করেও আমি সিস্টেম রিস্টোর করতে পারিনি। কারণ কি?