UPX এর সাহায্যে ফায়ারফক্স কে Speedup করুন।

টেকটিউন্সে UPX এর সাহায্যে ফায়ারফক্সের গতি বাড়ানোর টিপস নিয়ে আগে একটি টিউন হয়েছে, কিন্তু পদ্ধতিটি সঠিকভাবে না থাকায় অনেকেই তা প্রয়োগ করতে পারে নি। একটি ইংরেজি ব্লগে কিছুদিন আগে টিপসটি দেখেছি আর তা আজ শেয়ার করছি।

১. UPX এর সর্বশেষ ভার্সনটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

২. ফায়ারফক্স বন্ধ করুন।

৩. জিপ ফাইলটি ফায়ারফক্সের ইন্সটলেশন ডিরেক্টরিতে (C:\Program Files\Mozilla Firefox )আনজিপ করুন।

৪. এবার কমান্ড প্রম্পট চালু করুন (Start > Run > CMD) টাইপ করুন cd C:\Program Files\Mozilla Firefox  তারপর Enter চাপুন।

৫. তারপর নিচের code টি টাইপ অথবা কপি-পেস্ট  করুন এবং Enter চাপুন।
Code:
for %v in (*.exe *.dll components\*.dll plugins\*.dll) do upx "%ProgramFiles%\Mozilla Firefox\%v"
অথবা নোটপ্যাডে নিচের coad লিখে যেকোনো নামের পর (.bat) লিখে সেভ করুন এরপর ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
Code:
pushd "%ProgramFiles%\Mozilla Firefox"
for %%v in (*.exe *.dll components\*.dll plugins\*.dll) do upx "%ProgramFiles%\Mozilla Firefox\%%v"
popd

৬. কমান্ড প্রম্পট বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এবার উপভোগ করুন দ্রুতগতির ফায়ারফক্স।

পূর্বের অবস্থায় যেতে উপরের ১ থেকে ৪ ধাপ এর পর নিচের কমান্ড টাইপ করুন এবং Enter চাপুন।
Code:
for %v in (*.exe *.dll components\*.dll plugins\*.dll) do upx -d "%ProgramFiles%\Mozilla Firefox\%v"
অথবা নোটপ্যাডে নিচের coad লিখে যেকোনো নামের পর (.bat) লিখে সেভ করুন এবং ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
Code:
pushd "%ProgramFiles%\Mozilla Firefox"
for %%v in (*.exe *.dll components\*.dll plugins\*.dll) do upx -d "%ProgramFiles%\Mozilla Firefox\%%v"
popd

ইন্সটলেশন ডিরেক্টরি ভিন্ন হলে অথবা পোর্টেবল ভার্সন  হলে "%ProgramFiles%\এর পর ডিরেক্টরির অবস্থান লিখে code পরিবর্তন করুন।

এটি আমার জীবনের প্রথম টিউন যেকোনো ভুলত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি কাম্ম।

Level 0

আমি Mahfuz Shaikat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর !

Level 0

খুবই সুন্দর হয়েছে । এখনি ট্রাই করছি ।

খুবই সুন্দর হয়েছে । এখনি ট্রাই করছি । thanks

ভাই UPX টা কি?

    Level 0

    @oparthib rabi: UPX: the Ultimate Packer for eXecutables.
    বিস্তারিতঃ upx.sourceforge.net।
    executable packer সম্পর্কে বিস্তারিত জানতে google মামুরে জিগান।

bhi, amar “C:\Program Files\Mozilla Firefox” lekha hochhena. Jokhon “Start > Run > CMD” e lekhe tokhon default hisabe “C:\Documents and Settings\user name” ase.

Level 0

আস-সালামুয়ালাইকুম,

ভাইয়া; কমান্ড ও note pad দিয়ে কমান্ড লিখা শিখতে চাই, প্লীজ সাহায্য করুন…………..

    Level 0

    @mishu36: Dos / Batch Programming নিয়া ঘাটা-ঘাটি করেন।
    TT তে দুএকটা বইএর লিঙ্ক পাইতে পারেন, খুইজ্জা দেহেন।

Level 0

প্রথম টিউনে এত ভালো কমেন্ট পাইয়া উৎসাহিত হইলাম। আমার জন্য দোয়া রাখিবেন।