উইন্ডোজ এক্সপি তে টাস্কবার এর সময়ের পাশে আপনার নাম বা জা খুশি দিন

সবাই কেমন আছেন ?? অনেক দিন পর টিউন করছি । আপনাদের অনেক মিস করেছি । টেকটিউনস কে তো অন্নেক মিস করেছি । যাই হোক আজ আপনাদের জন্য অনেক মজার একটি জিনিস এনেছি । আশা করি ভাল লাগবে । এটি নিয়ে যদি আগে টিউন হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন ।

তাহলে মুল কাজে আসা যাক । উইন্ডোজ এক্সপি তে টাস্কবার এর ডান পাশে সময় উল্লেখ থাকে । সেটা সবাই দেখেছেন । সময় এর পরে AM অথবা PM লিখা থাকে । সেটাও আপনারা জানেন । এর পরেই আমরা আজকে নিজেদের নাম অথবা অন্য যে কন লেখা যোগ করব । আপনি চাইলে AM or PM বলদে সকাল বা বিকাল লিখতে পারেন অথবা আপনার জা খুশি লিখতে পারেন । নিচে ধাপ গুলো লক্ষ করুন । আপনাদের সুবিধার জন্য স্ক্রিন শট দেয়া আছে ।

 

১. Start মেনু থেকে Control Panel এ যান ।

২. এরপর Regional and Language option এ যান ।

৩. এবার Customize (English US এর পাশে)

৪. এবার TIME টেবে ক্লিক করুন । এবং AM এবং PM এর জায়গায় আপনার নাম / সকাল, বিকাল/ অথবা AM এবং PM এর পরে আপনার নাম / সকাল, বিকাল/ যা খুশি লিখুন ।

 

৫. দুটি উইন্ডো তেই Apply -> Ok করে বেরিয়ে আসুন । এবার দেখুন আপনার সময়ের পাশের লেখা বদলে গেছে ।

 



যদি না হয় তাহলে সময় পরিবর্তন করে দেখুন । এবং টাইম ফরমেট ১২ ঘন্টায় পাল্টিয়ে নিন ।

এর পরেও কোন সমস্যা হলে কমেন্ট করে জানতে দ্বিধা বোধ করবেন না 😀

- কম্পিউটার লাভার

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক দিন পর আপনাকে পেয়ে ভার লাগছে-ফিরে আসার জন্য ধন্যবাদ

    @AS TUTUL ধন্যবাদ টিউমেন্ট করার জন্য । আপনাদের অনেক মিস করেছি । এবার আপনাদের কিছু দিয়ে খুশি করতে পারলেই ভালো লাগবে :D:

এটা 7 ও Vista তেও করা যায়। শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂

Thank you so much for good post/. We will hope from you more good post. Care on & Take care.

আপনার টিউন সব সময় ভাল।
সবার কাছে একটা অনুরোধ। আমি একটি ইংলিশ ব্লগ ওপেন করলাম কিছুদিন হল। বেশ কিছু পোস্ট ও দিলাম। কিন্তু আমি একা একা আর কত দিব। তাই যারা ইংলিশ এ পোস্ট করতে পারেন তারা আমার সাথে জএন করুন। তবে একটা কথা। দয়া করে কোন কপি পোস্ট করবেননা। আমার ব্লগ এর লিঙ্ক http://technologytune.com

nice tune

Level 2

Daaaaaaaaaaaaaaaruuuuuuuuuuun.

ধন্যবাদ

সুন্দর টিপস ধন্যবাদ শেয়ার করার জন্য।