ডিফেস পেজ কি এবং কিভাবে বানাবেন, দারুন কিছু টুলস, মিস করবেন না !

মিস্টার টেকটিউনস আপনি এসেছেন দেখে অনেক খুশি হলাম... আপনাকে অনেক মিস করেছি... দয়া করে আর রাগ করবেন না 😛 তাহলে আমি এংগ্রি হব 😛 আপনার জন্য অনেক অনেক ভালবাসা আর সুভেচ্ছা রইলো...

ডিফেস পেজ হল আপনি কোন সাইট হ্যাক করার পর ওই সাইট এ আপনার যে ওয়েবপেজ দিবেন সেটি । যেমন আপনার হ্যাক করা সাইট এ মেসেজ দেয়ার জন্য যে ওয়েবপেজ টি ব্যাবহার করবেন সেটই ডিফেস পেজ । আজকে সুন্দর ডিফেস পেজ বানানোর কিছু টিউটোরিয়াল শেয়ার করবো ।

আমার ডিফেস পেজ – http://pastehtml.com/view/bonf8venw.html

 

–==::Deface Page Generator::==–

Download - http://www.mediafire.com/?ch4h14vajgt52y5
Tutorial -
সফটওয়্যার টি ওপেন করলে নিচের মত একটি উইন্ডো পাবেন ।

১ – আপনার পেজ হেড এর নাম দিন । যেমন – Hack3d by X3N4X
২ – আপনার পেজ এর নাম দিন ।
৩ – পেজ এ কোন পিকচার দিতে চাইলে তার লিংক দিন । যেমন - http://i1114.photobucket.com/albums/k528/rakibulhasan09/Hacker1.gif
৪ – আপনি পেজ এ যা কিছু লিখতে চান তা এখানে লিখুন । এটা আপনার মেসেজ ।
৫ – আপনি যদি কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান তবে তার ইউটিউব লিংক এখানে দিন ।
৬ – এটি আপনার এইচটিএমএল কোড ।
৭ – Generate এ ক্লিক করে আপনার কোড জেনারেট করে নিন ।
৮ – Copy তে ক্লিক করে নিন ।

এবার একটি নোটপেড ওপেন করে আপনার জেনারেট করা কোড টি পেস্ট করুন । এবং নোটপেড এর File>Save as এ ক্লিক করে আপনার ডিফেস পেজ এর নাম দিয়ে .txt এর জায়গায় .html দিন । এবং নিচে ফাইল টাইপ এ All files করে দিন । সেভ হয়ে গেলে আপনার ডিফেস পেজ টি গুগল চরম বা মজিলা তে ওপেন করে দেখুন । আপনি যদি এইচটিএমএল পারেন তবে আপনি ইচ্ছা করলে ডিফেস পেজ টি আরো কাস্টমাইজ করতে পারবেন ।

Simple Demo - http://pastehtml.com/view/bonelu59o.html

–==::Advance Deface Page Creator::==–

 

Tutorial -

ফাইল টি ওপেন করলে নিচের মত উইন্ডো পাবেন ।

এখানে আপনার নাম দিন । যেমন – X3N4X আমার নাম ।

 

এবার Enable All এ ক্লিক করুন । এতে সব ইফেক্ট অন হবে ।

 

এবার প্রয়োজনীয় ঘর গুল আপনার ইনফরমেশন দিয়ে পুরন করুন । এবং ইচ্ছে মত কালার পরিবর্তন করুন ।

 

Add Homepage title and texts এ ক্লিক করুন ।

 

এবার এখানে আপনার পেজ এর নাম এবং পেজ এ আপনি কি কি মেসেজ দিতে চান তা লিখুন । এবং প্রয়োজন মত সাইজ ঠিক করে নিন ।

 

শেষ হলে এপ্লাই ওকে করে দিন । আর যদি আরো লেখা যোগ করতে চান তবে Add এ ক্লিক করুন ।

 

লেখা শেষ হলে ওকে করে দিন ।

 

এবার Create Defacement এ ক্লিক করে আপনার ফাইলে এর নাম আর জায়গা দেখিয়ে সেভ করে নিন ।

 

সেভ হয়ে গেলে ফাইল টি ওপেন করে দেখুন । আপনি HTML এ পারদর্শী হলে পেজ টি নোটপেড এ ওপেন করে ইচ্ছে মত এডিট করে নিন । এবং আপনার হ্যাক করা সাইট এ আপলোড করে নিন ।

–==::আপনি যদি HTML পারেন::==–

আপনি যদি HTML পারেন । তবে গুগল থেকে সার্চ দিয়ে অন্নের ডিফেস পেজ ডাউনলোড দিয়ে সেটি আপনার নাম ইনফো দিয়ে আপনার বানিয়ে দিন ।

প্রথম প্রকাশিত এখানে


আমার সব গুলো টিউন পড়তে পারেন এখানে

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হাকিং পারিনা। তবে শিখার ইচ্ছা আছে। শিখার পরে কাজে লাগবে। তারপরও আপনাকে ধন্যবাদ সহজ পদ্ধতিতে ডিফেস পেজ বানানো শিখানোর জন্য।

Level 0

🙂 দেখে অনেক ভালো লাগলো। নিয়মিত টিউন কর

Level 0

vai eitai to khujtesilam etodin.thanks

ধন্যবাদ, কাজের জিনিস।
আর swordfish ভাইয়ের সাজেশনটা মাথায় রাখবেন আশা করি।

কাজের জিনিস। ধন্যবাদ।

dhonnobad.jotil akkhan tune hoise…….