টেকটিউনস এ নতুন কোন টিউন প্রকাশ হওয়ার সাথে সাথেই জানতে পারবেন আপনার ডেক্সটপ থেকেই !

আপনি কি টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক? টেকটিউনস ছাড়া থাকতে পারেন না? সারাদিন কি নতুন নতুন টিউন পাবার জন্য কেল্টুর মত টেকটিউনস এ বসে থাকেন?

তাহলে এই টিউন আপনার জন্যই। নতুন নতুন টিউন সবার আগে পড়ার জন্য আপনাকে আর সবসময় টেকটিউনস এ বসে থাকতে হবেনা। আজকে আমি মূলত একটি ফিড রিডার সফটওয়্যার নিয়ে আলোচনা করব। যেটাতে টেকটিউনস এ ফিড ইউআরএল যুক্ত করলেই নতুন টিউন প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দেয়া হবে।

আগেই বলে রাখা ভাল যে, এই কাজটি কিন্তু টেকটিউনস এর ফিড সাবস্ক্রাইব করেও করা যায়। তবে সাবস্ক্রাইব করলে যেহেতু নতুন টিউন সাবস্ক্রাইবারের ইমেইলে প্রেরণ করা হয় সেহেতু অনেকেই বিরক্ত হতে পারেন কারণ একটি এ তো সারাদিনে মাত্র ১টা কিংবা ২টা টিউন প্রকাশ হয়না। তাই অনেকেরই এটি পছন্দ নয়।

তাই মূলত আজকের এই টিউনটি লেখা। আসুন শুরু করা যাক-

ধাপসমূহঃ

১। প্রথমে এখানে ক্লিক করে Feedreader নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

২। ডাউনলোড শেষে ইনস্টল করুন এবং ইনস্টল শেষে সফটওয়্যাটি ওপেন করুন।

৩। File > New থেকে Feed এ ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে F3 চাপ দিন।

৪। Add Feed নামক অপশনটির বক্সটিতে https://www.techtunes.io/feed লিখে Ok তে ক্লিক করুন।

৫। কিছুক্ষণ অপেক্ষা করুন। ফিডটি যুক্ত হলেই আপনি টেকটিউনস এর ফিড থেকে সাম্প্রতিক প্রকাশিত কয়েকটি টিউনের শিরোনাম দেখতে পাবেন। টিউনগুলিতে ক্লিক করলেই টিউনের প্রথমাংশের সারাংশ দেখতে পাবেন। এখন ওই সারাংশের শিরোনামে ক্লিক করলেই আপনার ব্রাউজারে টিউনটি দেখতে পাবেন।

৬। ব্যাস ! এবার টেকটিউনস এ নতুন কোন টিউন প্রকাশিত হলেই আপনার স্ট্যাটাস বারের (ঘড়ির উপরে) একটি ছোট্ট বক্সে নোটিফিকেশন দেয়া হবে।

৭। যদি কারও কম্পিউটারে সফটটির ফন্টগুলি খুব ছোট ছোট দেখা যায় তাহলে সফটওয়্যাটির নিচে ডানদিকে ফন্ট সাইজ বাড়াকমার অপশন পাবেন। তার পাশেই অবস্থিত অপশনগুলির সাহায্যে ফিডগুলির ভিউ পরিবর্তনও করতে পারবেন।

৮। আশা করি এখন আর সারাদিন টেকটিউনস এ বসে থাকতে হবে না। নতুন টিউন প্রকাশ হলেই জানতে পারবেন। আর গরম গরম অবস্থায় পড়ে নিবেন 😉

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

জাটিল হইছে । ধন্যবাদ আপনাকে

সবই বুজলাম বাট কেল্টু কী ভাইজান? 🙂

কেল্টুরে দেখতে মুঞ্চায় 😉

Level 0

তাই তো বলি সাইফুল কেল্টু কেল্টু করছে কেন 😉

জব্বর হইছে !!!!!!!

বাহ নতুন জিনিস জানলাম।
সাইফুল দেখি টিউনের বন্যা লাগাই দিছে 😀 😀
Carry on 🙂 🙂

thank vaya apnar tune gulo asolei amar khub kaje lage.

কেল্টু: হোস্টেলের মনিটর কেল্টু নন্টে-ফন্টের থেকে বয়সে বড়, এক ক্লাসে ছয়বার ফেল করা। আর সব ছাত্ররা তাই তাকে “কেল্টুদা” সম্বোধন করে। কেল্টু দেখতে লম্বা, শীর্ণকায় এবং কোঁকড়াচুলো। কমিকে আর-সব ছাত্রদেরকে হাফ-প্যান্ট পরনে দেখা গেলেও কেল্টুকে দেখা যায় ফুল-প্যান্টে, সম্ভবত তার অধিক বয়সের ইঙ্গিত। নন্টে-ফন্টেকে ও অন্যান্য কম বয়সী ছাত্রদেরকে দিয়ে সব কাজ করিয়ে নেয়ার জন্য কেল্টু বিভিন্ন রকম ফন্দি-ফিকির করে, ভয়-ভীতিও প্রদর্শন একেবারে বিরল নয়। তবে তার আঁটা ফন্দিতে প্রায়শই সে নিজে জব্দ হয়। কেল্টু সুপারিন্টেনডেন্ট স্যারকে খুশি রাখতে চায়, তবে অধিকাংশ গল্পেরই সমাপ্তি ঘটে এর উল্টো ঘটনা দিয়ে।

😀

সাইফুল অফ লাইন এ কি পড়া যাবে ?

Level 0

aapnar eai mullyoban tuner jonnyo thanks
saiful vai ofline porar ki kono upai ache?

Ai gorome amon thanda tune, josh vai

Level 0

🙂 🙂

bah .. darun to. notun jinish janlam. thnx 🙂

Profile এ Photo কিভাবে Add করবো, জানাবেন Pls

নতুন কোন টিউনস হলেই খুব সহজেই জানতে পারবো ।এই সুন্দর টিউনসটি করার জন্য সাইফূল ভাইকে ধন্যবাদ

Level 0

thanx for ur advice to protect my mob balance from spam. may allah bless u my dear. my email no. is [email protected]. mail me.