NSIS error ভাইরাস এর যন্ত্রণা সমাধান দেখুন এখানে

সবাই সালাম নিবেন।আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।

কয়দিন আগে নেট চালাছি দেখি গুগলএ ঢুকে না। সার্ভার নট ফাউন্ড দেখায়।আরে মর জ্বালা কি করি।অনেক্ষন ট্রাই করার পর আর কিছু করতে না পেরে দিলাম এক্সপি সেটাপ।দেখি ধিক হইসে, মানে গুগল এ ঢুকে। এখন প্রয়োজনীয়  সব সফটওয়্যার ইন্সটল দিতে হবে। ccleaner ইন্সটল দিতে গিয়ে দেখি NSIS error. আবার মাথা গরম হইয়া গেল।

এরকম আর অনেক গুলি ফাইল দেখি NSIS এরর উপায় না পাইয়া আবার দিলাম এক্সপি সেটাপ। এইবার দেখি অবস্থা আর খারাপ আমার মজিলাই ইন্সটল হয় না দেখায় ফাইল কারাপ্ট।

এরপর ডেক্সটপ এ  গ্রাফিক্স প্রপারটিজ  দেখায় না এইবার run time error r6002.floating point not supported


এতক্ষনে বুজলাম ভাইরাস এর কেরামতি। গিয়া দেখি আমার ৫-৬জিবি সফটওয়্যার কালেকশন অলরেডি খাইয়া ফালাইসে।

তো কি আর করা নরটন আপডেট দিয়া ফুল সিস্টেম স্ক্যান দিলাম। দেখি win32.sality ভাইরাস ভইরা গেসে।

যাই হক সব সফট আবার নতুন কইরা নামাইতে হইসে। কিন্তু NSIS এরর এর ফাইল গুলি থিক করার একটা সিস্টেম পাইলাম।

প্রথমে run থেকে cmd লিখে কমান্ড প্রম্পট চালু করে যে ফাইল টা রান করতে হবে সেটা ড্রাগ করে cmd এর ভিতর দিয়ে দিন,তাহলে আপনার ফাইল এর এড্রেসটা কপি হবে।

এবার একটা স্পেস দিয়ে লিখুন /NCRC

এন্টার দিন। ব্যাস দেখুন আপনার ফাইল রান হয়েছে।

আজ এই পর্যন্তই। আগামি কাল ১ম ইয়ার এর রেজাল্ট দিবে সবাই আমার জন্য দোআ করবেন।

Level 0

আমি এম.এইচ.রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

০১৯৪৩৭১৫৭১৭


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

সুন্দর !

আপনাদের কেও কমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

Helpful tune.Tnx

Level New

great trics. thnks