কম্পিউটারকে দ্রুত Open করুন Run Command এর মাধ্যমে

বিসমিল্লাহীর রাহমানির রাহীম
কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
ক্লাসের ব্যাস্ততার জন্য টিউন করা হয় না।  ব্যাস্ততার মাঝেও এই টিউনটি করলাম।
যেই বিষয় টি নিয়ে টিউন করেছি এই বিষয় টি হয়ত অনেকের জানা, তবুও করলাম
যদি কারও কাজে লাগে।এই বিষয় টা নিয়ে যদি কেউ আগে টিউন করে থাকেন তাহলে
আমি আন্তঃরিক ভাবে দুঃখিত।কথা না বাড়িয়ে কাজের কথায় আসি, এই সম্পর্কে যারা জানেন
না তাদের জন্য আমার আজকের এই আয়োজন। কেমন লাগে বলুন ত কম্পিউটার Open হতে
যদি সময় বেশি নেয়? আমরা  অনেকে হয়ত ধৈর্য্য হারা হয়ে যায়।  এই বিষয় টি হয় মূলত
কম্পিউটার Open হওয়ার সময় কয়টি  Program Run হচ্ছে তার উপর ভিওি করে ।
আপনার Start up এ Program যত কম হবে তত তাড়াতাড়ি আপনার কম্পিউটার Open হবে।
আর এই কাজটি করতে হলে আপনাকে যা করতে হবে তা হল:
1. Click To Start > Run
এবার Run Window আসবে।
2. Command লিখার Box এ লিখুন msconfig এবং Ok চাপুন,

তাহলে এমন একটা Window আসবে:

এই খান থেকে Start up এ Click করুন তাহলে এই রকম দেখাবে:

আপনার যেই যেই Program গুলো দরকার নেই তার টিক চিহ্ন গুলো
উঠিয়ে দিন। খেয়াল রাখবেন যাতে System 32 এর কোনটার  টিক চিহ্ন উঠে না যায়।
এবার Apply চেপে Ok চাপুন, ব্যস কাজ শেষ।
যদি কম্পিউটার Restart চায় তাহলে Restart দিন । দেখবেন আগের চেয়ে দ্রুত
Open হবে। ভাল লাগলে কমেন্ট করবেন। সবাই ভাল থাকুন। না পারলে Comment করে জানাবেন।

>>>>>আমার ব্লগ থেকে ঘুরে আসুন<<<<<

Level 2

আমি মাহদি হাসান CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Wish your good luck


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন তবে নিয়মিত টিউন চাই………………

ধন্যবাদ নতুনদের জন্য উপকারী হবে

ধন্যবাদ ভাইয়া।

Level 0

valo laglo

thanks

darun kaj = valo lagce

ভাল টিউন .

ধন্যবাদ