এমপিথ্রি (mp3) ডিস্ক বার্ন করুন আপনার পছন্দমত সিরিয়াল অনুযায়ী

অনেক সময় পছন্দমত mp3 ট্র্যাকগুলো ডিস্কে বার্ন করার সময় ওলট পালট হয় এবং পছন্দমত সিরিয়ালে বার্ন হয় না। যার ফলে যখন সেই ডিস্কটি কোন প্লেয়ারে চালানো হয় তখন আর সিরিয়াল অনুযায়ী নির্দিষ্ট ট্র্যাকটি পাওয়া যায় না। এর কারণ হল mp3 ফাইলগুলোর track no. বিভিন্ন থাকে। সেই সমস্যার সমাধান দিতেই আজকের পোস্ট।

mp3 ট্যাগ এডিটিং:

 

  • ➡ সফটওয়্যারটি ওপেন করুন(ইনস্টল করা লাগবে না) এবং আপনার যে ফোল্ডারে mp3 ফাইলগুলো আছে সেই ফোল্ডারের যেকোন একটি ফাইল নির্বাচন করুন; তাহলে অটোমেটিক সেই ফোল্ডারের সকল mp3 ফাইল চলে আসবে:

 

  • ➡ এখন যেকোন একটি ফাইল সিলেক্ট করুন, নিচে টাইটেল এবং track no. লিখুন:

 

  • ➡ এবার From Tag 1 এ ক্লিক করুন:

 

  • ➡ ঠিক একইভাবে আপনি যতগুলো mp3 বার্ন করতে চান সেগুলোর ট্র্যাক নং দিন:

 

  • ➡ সব দেওয়া শেষ হলে File এ গিয়ে Save বাটনে ক্লিক করুন:

 

  • ➡ ট্যাগিংয়ের কাজ শেষ! এবার বার্নিং এর পালা।

mp3 ডিস্ক বার্নিং:

  • ➡ বার্নিংয়ের ক্ষেত্রে যেকোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তবে আমার পছন্দ BurnAware Free, এটি ফ্রি এবং সাইজে অনেক ছোট ও কাজও করে খুব ভাল। তাই আপনারা প্রয়োজনে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন(5MB):

 

  • ➡ ডাউনলোড করা শেষ হলে অন্যান্য সফটওয়্যারের মত ইনস্টল করে ওপেন করুন:

 

  • ➡ mp3 Disc এ ক্লিক করুন:

 

  • ➡ বামপাশের নিচের থেকে নির্বাচন করুন আপনি mp3 CD বানাতে চান নাকি mp3 DVD, সেটা সিলেক্ট করে Click here to Add files এ ক্লিক করুন:

 

  • ➡ ট্যাগ করা ট্র্যাকগুলো সিলেক্ট করে Add বাটনে ক্লিক করুন:

 

  • ➡ অ্যাড করা শেষে Close বাটনে ক্লিক করুন:

 

  • ➡ এখন আপনি যদি এই ডিস্ককে একবার বার্ন করার পর পুনরায় বার্ন করতে চান তাহলে উপরের Properties/Options এ যান:

 

  • ➡ এখন Finalize disc এবং Buffer underrun protection অপশনদুটি আনচেক করুন তারপর OK বাটনে ক্লিক করুন:

 

  • ➡ আপনার ডিস্কের নাম দিয়ে বার্ন বাটনে ক্লিক করুন:

 

  • ➡ খুব অল্প সময়ে আপনার ডিস্কটি তৈরি হয়ে যাবে:

এবার কোন সমস্যা ছাড়াই আপনার সিডি অথবা ডিভিডি প্লেয়ারে ডিস্ক চালাতে পারবেন এবং নির্দিষ্ট নম্বরেই নির্দিষ্ট ট্র্যাকটি পাবেন। আর হ্যাঁ, আপনার ডিস্কের জায়গা যদি বেঁচে যায় তাহলে আপনি পরেও ডিস্কটি আবারও বার্ন করতে পারবেন। নতুন বার্ন করা ফাইলগুলো বেঁচে যাওয়া জায়গাটুকু দখল করবে।

যারা মনে করছেন টাইটেল এডিট করে 1,2,3 ... ...  ইত্যাদি বসিয়ে দিলেই হবে তারা কিন্তু ভুল ভাবছেন। কারণ বার্নিং সফটওয়্যারগুলো mp3 বা Audio ফাইল সাজায় Track no. অনুসারে। টাইটেল অনুসারে নয়।

ধন্যবাদান্তে-

Level 0

আমি নিওফাইটের রাজ্যে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শ্রবণ, মনন , অনুশীলন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চখাম টিউন 😀

মাগার তুই গান শুনা শুরু করলি কবেত্থে 😛

শেয়ার করার জন্য আপনাকে আমার আন্তরিক ভাবে ধন্যবাদ ।

ওয়াও! অনেক কাজে দেবে সফটওয়্যার টা! 🙂
কাল ট্রাই করে দেখবো কেমন কাজ করে।
শুভরাত্রি!

জটিল জটিল! 😀 😀 এরকম একটা সফট ব্যবহার করেছিলাম একজনের পেনড্রাইভ এমপিথ্রি তে গান লোড দেবার সময়। অবশ্য পেনড্রাইভে গান সাজাতে আবার আলাদা একটা ড্রাইভার লাগে।

এইবার আমার গান শোনা কেউ ঠেকায় রাখতে পারবো না। 😛
এত বড় বড় টিউনের জন্য জটিলভাবে তোমারে ধইন্না। 😀

ধন্যবাদ। 😛 নিওফাইটের রাজ্যে ভাই এমন কোন এমপিথ্রি ট্যাগ এডিটর আছে যা ইউনিকোডে লেখা বাংলা ফাইল নেইমগুলো অটো ফাইলের টাইটেল হিসেবে নিয়ে নিবে। অর্থ্যৎ আমি আমার এমপিথ্রী গান গুলোর ফাইল নেইম ইউনিকোড দিয়ে রিনেইম করে বাংলায় লিখেছি কিন্তু সমস্যা হলো ট্যাগ এডিটরগুলো বাংলা সার্পোট করেনা 😡 (আমার কাছে যেগুলো আছে 😥 ) আর তাই ফাইল নেইম বাংলা হলেও গানের টাইটেল থাকছে ইংরেজীতেই যদি না নতুন করে টাইটেল গুলো ট্যাগ এডিটের মাধ্যমে পুনরায় না লিখে দিচ্ছি । তো আমার চাই এমন একটি ট্যাগ এডিটর যা দিয়ে বাংলায় লেখা ফাইল নেইমগুলো অটো ফাইলের টাইটেল হিসেবে নিয়ে নিবে।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ভাই একটা কথা বলি, কিছু মনে কইরেন না 😛
    mp3 আর ট্যাগিং নিয়া ঘাটাঘাটি করার আমার প্রয়োজন পড়ে না তাই এ বিষয়ে আমি খুব কমই জানি। 😐
    কি আর করবেন? আপাতত ইংরেজি দিয়াই কাজ চালান, কারণ আপনার মুপাইল কিংবা ডিভিডি প্লেয়ার বাংলা বুঝে না। 😕 ঔগুলা বাংলায় লেখলে কাজই করবে না। 😛
    দুঃখিত 😥
    কমেন্টের জন্য ধন্যবাদ 🙂

😀

তোমার দেওয়া সফট দিয়ে ভালো GUN শোনা যাবে । এই আশায় আমার GUN ফেলে , গান নিয়ে পড়লাম । এখন পছন্দের গান গুলান একত্রিত করি । পরে জানবো কেমন লাগল। একটা ছোট্ট পেন ড্রাইভ নিয়ে তন্ময় ভায়েরে কেনো এত pain দাও ?

ধন্যবাদ

Level 0

ঝাক্কাস টিউন দিছেন মিয়া ভাই। ট্রেনিং শুরু করা দরকার। পারলে আপনেরে জানামু। ভাল থাইকেন।