Internet Connection ছাড়াই ব্রাউজ করুন আপনার পছন্দের Website!!!

কি কথাটা অবিশ্বাস্য মনে হচ্ছে? অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এখন আপনি আপনার পছন্দের ওয়েব সাইটটি ব্রাউজ করুন ইন্টারনেট কানেকশন ছাড়াই। তো আসুন জেনে নেই এই অসাধারন প্রক্রিয়াটি।

০১. প্রথমেই আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

www.myinfobd.com

০২. অতঃপর আপনি সফটওয়্যারটি অপেন করুন। এখানে আপনি New Project Wizard ডায়ালগ বক্সটি দেখতে পাবেন।

এত আপনি Project URL এ আপনার পছন্দের ওয়েব এ্যাড্রেসটি টাইপ করুন। এবার Project Name লিখে Next বাটনে ক্লীক করুন।

www.myinfobd.com

০৩. এবার আপনি আপনার সেই ওয়েব সাইটে কতগুলো পেজ লোড করে রাখতে চাইছেন, তা নির্ধারন করে নিন। Next বাটনে ক্লীক করুন।

www.myinfobd.com

০৪. অতঃপর Download All Files that are linked to the starting page রেডিও বাটনটি সিলেক্ট করুন অথবা আপনি চাইলে Image, Sound, Video, Zip. ইত্যাদি দিতে চাইলে Skip loading following file type রেডিও বাটনটি সিলেক্ট করে Next বাটনে ক্লীক করুন।

www.myinfobd.com

০৫. এবার যদি আপনি নির্দিষ্ট সাইটটি থেকেই লোড করতে চান তাহলে Load only within the staring URL রেডিও বাটনটি সিলেক্ট করুন অথবা কোন নির্দিষ্ট সার্ভার থেকে লোড করতে চাইলে Load only within the staring server রেডিও বাটনটি সিলেক্ট করুন অথবা ডে কোন লোকেশন থেকে লোড করতে চাইলে Load from any location  রেডিও বাটনটি সিলেক্ট করে Next বাটনে ক্লীক করুন।

www.myinfobd.com

০৬. Download the new project now রেডিও সিলেক্ট করে Next বাটনে ক্লীক করুন। তাহলে দেখবেন আপনার নির্ধারিত সাইটটি থেকে পেজ লোড হতে শুরু করেছে।


www.myinfobd.com

০৭. এখন আপনার যদি মনে হয় আপনার পছন্দের সাইট-এর পর্যাপ্ত পরিমান তথ্য লোড হয়েছে তাহলে নির্দিষ্ট Project (myinfobd.com)-এ রাইট ক্লীক করে → Download → Stop এ ক্লীক করুন। আপনি চাইলে আবার একই জায়গা থেকে Start-ও করনে পারবেন।

www.myinfobd.com

০৮. এবার ফাইলটি কে ওয়েব সাইট আকারে সেভ করতে চাইলে → File → Export এ ক্লীক করুন। এবার ডায়ালগ বক্সে ফাইলটি কোথায় Export করবেন সেই লোকেশনটি নির্ধারন করে দিন। অতঃপর Export বাটনে ক্লীক করুন।

www.myinfobd.com

০৯. এবার আপনার Export কৃত ফাইলটি অপেন করুন আপনার নির্ধারিত ফোল্ডার থেকে।

এবার দেখেনিন আপনার পছন্দের ওয়েব সাইটটি ইন্টারনেট কানেকশন ছাড়াই!!!

টিউনটি বুঝতে কোন সমস্যা হলে বা ভাল লাগলে মন্তব্য করুন।

যদি টিউনটি পছন্দ হয় তবে Like এ ক্লীক করুন।

সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে।।

­­­­_________ধন্যবাদ সবাইকে_________

এম. ডি. সুজন

Level 0

আমি MD.SUJON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনি কি বাঙালি চাইনিজ নাকি চাইনিজ বাঙালি বুজলাম না।আমরা টেকটিউনস এর কেউ মনে হয় এই ভাসা সম্পরকে অবগত নই।দয়া করে টিউনটি মুছে দিন।

    রাইফুর ভালই বলেছ । বুঝলাম না ফন্ট গুলো কি কপি করা হয়েছে না হলে এইরকম আসারতো কথা না । আর MD.SUJON ভাই যদি ফন্টে সমস্যা হয়ে থাকে তাহলে এটা ঠিক করে দিন ।

    Level 0

    এই বার দেখেন তো………………..

    যাক ভাই এইবার বঝালাম আপনি আসলে বাঙালি।ভালো হয়ছে চালিয়ে যান।

সুন্দর হয়েছে সুজন ভাই……………
চালাইয়া যান ভাই…………………
আমি আছি……………………

রাতে বাংলাদেশে ছিলাম , সকালে কি জাপানে আসলাম !

    MD.SUJON ভাই যদি ফন্টে সমস্যা হয়ঞ্ছে

Level New

বাংলা পড়া যাচ্ছে।কোনো সমস্যা হচ্ছে না।
টুইনটা ভালোই হয়েছে।তবে SushreeEMJ ফন্টে না লিখলেই মনে হয় ভাল।অনেকের সমস্যা হবে।

লেখা গুলো ইউনিকোড ভিত্তিক না। আমার যতটুকু মনে হয় MD.SUJON ভাই বিজয় দিয়ে লিখেছেন এই টিউন টা। @MD.SUJON ভাই আপনি কষ্ট করে টিউনটি “অভ্র” দিয়ে লিখুন বা সংশোধন করুন। এই সাইট টির সকল টিউন উনিকোড দিয়ে করা।

    Level 0

    ধন্যবাদ আপনাকে।।।।

MD.SUJON ভাই,
অভ্র সফটওয়্যার দিয়ে লিখুন এবং টিউনটি সম্পাদন করুন ।

    Level 0

    ধন্যবাদ আপনাকে

সুন্দর হয়েছে ++

বাংলাদেশে ব্রডব্যান্ড + wi fi থাকতে এই ডায়াল-আপ Formula কেন ?

    Level 0

    BCS বাংলাদেশে ব্রডব্যান্ড + wi fi থাকুক আর নাই-বা থাকুক….আপনার প্রয়োজনীয় তথ্য গুলো সংগ্রহে রাখুন শুধুমাত্র Offline Explorer Enterprise 4.7 Software-টি
    দিয়েই । আসা করি বিষয়টা বুঝতে পেরেছেন!!! ধন্যবাদ আপনাকে

Level 0

সুন্দর হয়েছে। ধন্যবাদ।

অাগেই জানতাম । অাপনার পোস্টের টাইটেল দেখেতো চমকে গিয়েছিলাম ।

    Level 0

    আসলে এই Tune-টি যারা না জানে শুধুমাত্র তাদের জন্য …. আসা করি বিষয়টা বুঝতে পেরেছেন!!! ধন্যবাদ আপনাকে

সুন্দর হয়েছে। ধন্যবাদ।

Level 0

আমি কিছুই বুঝি নাই! এটা কিভাবে সম্ভব এখন শুধু তাই দেখতে চাই।
ধন্যবাদ এরকম টিউনের জন্য।

    Level 0

    আপনি কি Offline Explorer Enterprise 4.7 Software-টি download করেছেন ?
    যদি না করে থাকেন তাহলে দয়া করে…..প্রথমেই আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
    এরপর উপরোক্ত নির্দেশ অবলম্বন করুন।

    আসা করি বিষয়টি বুঝতে পেরেছেন!!! ধন্যবাদ আপনাকে

Level 0

সুজন ভাই, আপনি এখানে যে টিউনটি করেছেন সেটি বলতে গেলে এক ধরনের ফাইল কপি এর মত কাজ করে।
তাছাড়া এই কাজটি windows server ……. খুব সহজে করা যায়। 3rd party software ছাড়া।
ধন্যবাদ সুজন ভাই।

    Level 0

    আপনার কথায় যুক্তি আছে….But!!!!!!
    Offline Explorer Enterprise 4.7 Software-টি দিয়ে আপনি zip, video, flv ইত্যাদি File-গুলোও copy করতে পারবেন, যা Windows Server-দিয়ে সম্ভব নয়।
    আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন!!! ধন্যবাদ আপনাকে

Level 0

sujon ভাই Windows XPতে এই কাজটি খুব সহজে করা যা্য়।

    Level 0

    <<<<>>>>>

    Next >>>Windows XPতে এই কাজটি কিভাবে সহজেই করা যায়, তা tune-এর মাধ্যমে
    EKH ভাই আমাদের-কে যদি একটু বুঝিয়ে দিতেন, তাহলে আমরা সবাই উপকৃত হবো ।

    আশা করি বিষয়টি মাথায় থাকবে!!! আপনাকে অশেষ ধন্যবাদ…

Level 0

sujon ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে
কাজ হয়েছে আমি দেখেছি।

Level 0

Software ti download hochche na,link pai na.

আচ্ছা সুজন ভাই আমি যদি এই ওয়েব সাইট টি পুরা রাখতে চাই তবে কত MB (মেগাবাইট) খরচ হতে পারে? আর কত সময়ই বা নিবে? এবং এক কম্পুতে সেভ দিয়ে রাখলে অন্য কম্পুতে বা আমার লেপটপে রাখলে দেখতে পারব? জানালে খুব উপকৃত হব! আর এটা উইনডোজ সেভেন এ চলবে কি? ল্যাপটপে? আমার খুব একটা নেট নাই কারণ আমার এখানে ব্রডব্যান্ড নেই। আর মডেম দিয়ে স্পিড খুবই কম! আমি চাচ্ছিলাম সাইবার ক্যাফে থেকে ডাউনলোড করে আমর ল্যাপটপে আরামছে পোষ্ট গুলা পরতে! মতামতের অপেক্ষায় রইলাম।

ভাই সুজন আপনার টিউন টির ডাউনলোড লিংক খুজে পেলাম না। সরাসরি লিংক দেন। তাহলে সবার বুঝতে সুবিধা হবে।