জেনে নিন আপনার সঠিক বয়স :: এক নিমিষেই!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

“সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে....” গানটি নিশ্চই শুনে থাকবেন। খুব দ্রুত বয়স বেড়ে চলছে। ছোট বেলায় এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে এক বছর সময়কে অনেক লম্বা মনে হতো। আর এখন বছর শুরু না হতেই শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, অনলাইনে সহজে আপনার বয়স বেড় করতে এখানে ক্লিক করুন।

এখানে (Today's date is: ) আজকের ডেট দেখাবে। আপনার কোনো নির্দিষ্ট তারিখ পর্যন্ত বয়স জানতে হলে ডেটটি পরিবর্তন করা যাবে। বিশেষ করে কিছু চাকুরীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত বয়স জানার দরকার হয়।

১. Enter Your Date of Birth এর ঘরে আপনার সঠিক জন্মদিন, মাস ও সঠিক জন্ম সাল লিখে দিন।

২. Go ক্লিক করুন।

Your Age is এ সঠিক বয়স দেখাবে।

Your Age is days এ আপনার বয়স কতদিন তা দেখাবে।

Your Age is Hours এ আপনার বয়স কত ঘন্টা  তা দেখাবে।

Your Age is Minutes এ আপনার বয়স কত মিনিট তা দেখাবে।

একদম শেষে আপনাকে মনে করিয়ে দেবে আর কতদিন পর আপনার জন্মদিন।

এছারাও এই ওয়েবসাইটটি থেকে বিভিন্ন বিষয়ের উপর সহজে হিসেব নিকেশ করা যাবে।

আমি এই টিউনটির সাথে হাতে কলমে অংককষে বয়স বেড় করার পদ্ধটিতা আর একবার ঝালাই দিতে চেয়েছিলাম। কিন্তু সময় স্বল্পতার কারণে পারলাম না।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল জিনিস । চরম মজা পাইছি । ধন্যবাদ ।

Level 0

জটিল জিনিস । চরম মজা পাইছি । ধন্যবাদ

আসিফ ভাই ধন্যবাদ আপনাকে। ভালো হতো যদি সময়ের স্বল্পতা না থাকতো 😉

Thank you..

এমন আরেকটা পেয়েছিলাম ওটাতে বলেছিল আমি ২০৬৬ তে মারা জাব,ব্যাপক মজা লেগেছিল।আপনার টিউন দেখে মনে পরে গেল,ধন্যবাদ

Level 0

ভাইয়া এইটার জন্য আপনাকে কোনো website এ যেতে হবে না । ইচ্ছে করলে আপনি windows -7 এর default calculator দ্বারা আপনি আপনার বয়স বের করতে পারবেন । windows -7 এ calculator বের করে Ctrl +E চেপে From এর ঘরে আপনার জন্ম তারিখ বসিয়ে calculate বাটন প্রেস করেই আপনার বয়স বের হয়ে যাবে . 🙂 ধন্যবাদ

    @লাবিব ভাই: । ইচ্ছে করলে আপনি windows -7 এর default calculator দ্বারা আপনি আপনার বয়স বের করতে পারবেন । windows -7 এ calculator বের করে Ctrl +E চেপে From এর ঘরে আপনার জন্ম তারিখ বসিয়ে calculate বাটন প্রেস করেই আপনার বয়স বের হয়ে যাবেআপনাকে ধন্যবাদ। এই ওয়েব সাইটে তিনটি বক্স বেশী আছে আর এখান থেকে ম্যথ ও ইঞ্জিনিয়ারিং কিছু সমাধান সহজেই পাওয়া যায়। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ