পেন্ড্রাইভ থেকে ভাইরাস দূর করুন সফটওয়ার ছাড়া…….

বিসমিল্লাহির রহমানির রাহিম সকল পাঠকবৃন্দকে সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি মজার টিউন ...আর এই টিউনটি হল পেন্ড্রাইভ থেকে ভাইরাস দূর করার নিয়ম..আরেকটি কথা কিছু কিছূ ভাইরাস এই কমান্ড এর মাধ্যমে নাও কাটতে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ভাইরাস কাটবে ....

...নিচের কোডটি Start-Run-cmd লিখে ok করে কোডটি পেস্ট করুন enter দিন এবার পেন্ড্রাইভ নির্ভয়ে খুলুন  আরেক কথা এখানে g টি প্লাস ড্রাইভ বুঝানো অর্থাৎ পেন্ড্রাইভকে বুঝানো হয়েছে আপনাদের কম্পিউটারে প্লাস ড্রাইভটি ডুকানোর পর যদি  I অথবা g ,h যেটাই দেখায় সেটাই g এর জায়গায় বসাতে হবে নিচের কোডটি দেয়া হল.....

attrib -h -r -s /s /d g:\*.*

সবার শুবকামনায় রইল ...........ধন্যবাদ.........

Level 0

আমি মুক্ত বিহঙ্গ (রিজভী)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেইসবুকে আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, এতে করে তো পেনড্রাইভের সমস্ত ডাটার এট্রিবিউটস্ চেঞ্জ হবে। ভাইরাস তো ডিলিট হবে না!!! 🙁

    @শাহরিয়ার: হা এট্রিবিউটস্ চেঞ্জ হবে কিন্তু সাথে সাথে ভাইরাসও কাটবে আমার জানা জ্ঞান থেকে বলছি …আপনার Cmd সম্বন্ধে কিছু ধারণার প্রয়োজন আছে আমার মনে হয় …আপনার যদি Cmd সম্বন্ধে ধারণা থাকত তাহলে এ কথা বলতে না……….. এটা একটু দেখেন http://en.wikipedia.org/wiki/ATTRIB আসা করি প্রাথমিক ধারণা পাবেন ….ধন্যবাদ……….

    @শাহরিয়ার: আর এটা নিন http://ss64.com/ ডাটা বেস এবং অপারেটিং সিস্টেমের বিভিন্ন কমান্ড লাইন সম্পর্কে ধারণা নিন…………

Level 0

“copy of shortcut” VIRUS কাটে না ।

    হা ভাই এই ভাইরাসটা কাটবেনা আর আমি আমার টিউনে বলে দিয়েছি কিছু কিছু ভাইরাস কাটবে না …আর আপনার যদি এ নিয়ে কোন সন্দেহ থাকে তাহলে আপনি একটি কাজ করতে পারেন সেটি হল উপরে যে কোডটি দিয়েছি সেটিতে gএর জায়গায় আপনার Drive এর নাম যেকোন একটি দিন E অথবা D এবং ট্রাই করে দেখুন আর একটি এটি আপনি আপনার নিজ দায়িত্বে করবেন আমি দায়ি থাকব না কারণ এটি আপনার ড্রাইবে ভাইরাসে ইফেক্টকৃত সফটওয়ার গুলো সহ delete করে দিতে পারে আর এটি করার পর একটি ফোল্ডার তৈরী হবে আপনি যে ড্রাইভটি সিলেক্ট করেছেন ঐ ড্রাইভে আর ফোল্ডারটি হল আপনার ড্রাইভ থেকে কাটা সব ভাইরাসের ফাইল এটি কেটে দিতে পারেন …… ….আবার ও বলছি এটি আপনার নিজ দায়িত্বে করবেন কিছূ হলে আমি দায়ি থাকব না……..আর একটি কথা এটি আমি নিজের পিসিতে অ্যাপলাই করেই দিয়েছি …………….

Level 2

code dekhe mone hosse ata pendrive er modde joto file thakbe sob gular parameter change korbe. Thanks to share.

Level 0

bro parci na to . RM