রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-৪)

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-৩) 

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-২) 

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-১)  

উইন্ডোজে রান কমান্ডের বহুবিধ ব্যবহার। রান কমান্ড নিয়ে ধারাবাহিক টিউন গুলো দেখলে যে কারও পক্ষে অনেক জটিল কাজ সহযে করা সম্ভব। আসুন আমরা রান কমান্ডের ব্যবহার জেনে নেই।

রানে যেতে হলে Start-Run অথবা Windows Key + Run

১. joy.cpl রান কমান্ডটির মাধ্যমে সহজেই গেইম কন্ট্রোলারে যাওয়া যাবে।

২.  gpedit.msc খুব জরুরী একটি রান কমান্ড। এর সাহায্যে হার্ডডিস্কের ড্রাইভ লুকানো সহ উইন্ডোজের উপর মাতব্বরী করা যায়। শুধ জিপিএডিটের কাজ কারবার নিয়ে একাধিক টিউন করা সম্ভব। অনেক সময় বিশেষ করে উইন্ডোজ এক্সপি তে ফোল্ডার অপশন হাওয়া হয়ে যায় জিপিএডিটের মাধ্যমে তা ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। এ সংক্রান্ত বিস্তারিত জানার ইচ্ছে জাগলে আমাকে অকপটে জিঞ্জেস করতে পারেন।

৩. inetcpl.cpl রান কমান্ডটির মাধ্যমে ইন্টারনেট প্রপারটিজ দেখা যাবে।

৪. secpol.msc কমান্ডটির মাধ্যমে লোকাল সিকিউরিটি পলিসি দেখা যাবে।

৫. excel কমান্ডটি দিয়ে মাইক্রসফট এক্সেল ওপেন করা যাবে।

আমি এখানে উইন্ডোজ-সেভেন দিয়ে দেখিয়েছি উইন্ডোজ এক্সপি সহ উইন্ডোজের পুর্বের যে কোনো ভার্সনের জন্য এই একই কমান্ড প্রযোজ্য। আসলে আমাদের রান কমান্ড ও কী-বোর্ডের উপর বেশী দখল থাকলে অনেক দ্রুত কাজ করা সম্ভব।

 

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

 

 

 

 

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক কিছুই শিখলাম। ধন্যবাদ আপনাকে।

tala bandor@ porbo j aro asbe na bujla kamne:P hoyto next tune e peye jaba…

@ত্যালা বান্দর রিটার্ন্স: ধারাবহিক ভাবে সবই আসবে। আপনার মতামতের জন্য ধন্যবাদ!!!

tala bandor @vaijan aikane abr poribar er kotha anlen kan…asole rum chat group chat korar ovvas to aktu basi r ami c8ing er khatre oporicito poricito sobai kai valobese apon vabe tumi e boli r apnake je tukui likcilam valobesai likcilam…dakhen na amr ide nam o antaheen valobasa… [:)] so agular majhe poribar tanben na…r techtune a amra jara asi tara bondhur moto atlist ami ta mone kori…kono teacher or rikshawala techtune e ase kina amr jana nai tnxxx [:)]