সফটওয়্যার ইনষ্টল বিষয়ে সবার কাছে সাহায্য চাইছি!!

আমি টেকটিউনের মাধ্যমে উইন্ডোজের এডমিনের পাসওর্য়াড হ্যাক করার টিউনটি পড়ে আমি আমার নিজের এডমিন পাসওর্য়াড রিসেট করতে পেরেছি। কিন্ত আমি  মাঝে মাঝে আমাদের কলেজের ফ্রি ইন্টারনেট ব্রাউজ করি । কিন্তু ওদের ঐ খানে আমি কোন সফটওয়্যার ইন্সটল করতে পারি না কারন ওরা যেটা দিয়ে লগইন করে ঐটা লিমিটেড ইউজার একাউন্ট। এবং আমি cmd.exe file বা sethc.exe এই ফাইলগুলো রিমেন করতে পারি না কারন লেখা আসে the disk is write protected। ফলে এডমিন পাসওর্য়াড হ্যাক করা সম্ভব হয় না। এথন আমি কি করতে পারি দয়া করে একটু বলেন আপনারা। উল্লেখ্য : আমি কোন লাইভ xp সিডি বা pen drive ব্যবহার করতে ও পারবনা কারন সিপিউ একটা বক্স এর ভিতর তালা দেয়া থাকে।

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরেকটু হ্যাক করুন। লিমিটেড একাউন্টটা এডমিন একাউন্টে চেঞ্জ করে নিন… 🙂