একাধিক পিডিএফ ফাইল যুক্ত করা, নিমিষে কাজ করে।

খুব সম্প্রতি আমার ৬৮টি পিডিএফ ফাইলকে কয়েকটি ভাগে যুক্ত করার দরকার ছিলো। মানে ঐ ৬৮ টি আলাদা আলাদা ফাইলকে ৫টি ফাইলে একত্রিত করার দরকার ছিলো। এত সহজে অনলাইনে কার্যকরী একটি সফটওয়্যার পেয়ে যাবো ভাবিনি।

- প্রথমে অনলাইন পিডিএফ মার্জার পেলাম, [ http://www.ilovepdf.com ] যদিও এটি পরে কাজ করেনি 🙁

- ধরে নিচ্ছি যদি করেও , কিন্তু অনলাইনে এইকাজ গুলি সবসময়ই স্লো,

- তাছাড়া ইন্টারনেট গতির ব্যাপার থাকছে আর

- এছাড়াও সেখানে মাত্র ১০টির বেশী ফাইল একত্রিত করা যায় না।

পরে একটি সফটওয়্যার পেলাম

- যেটি মাত্র ৩১১ কেবির একটি ফাইল,

- মারাত্মক কাজ করে,

- অনেক ফাইল একটিত্র করে একটি ফাইল করতে পারবেন

- আর তাও অতি দ্রুত

ভাবলাম কারো না কারো কাজে লাগবে তাই জানান দিলাম, সম্পুর্ন নিরাপদ ডাউনলোড লিংক, নির্ভয়ে নামাতে পারেন।

Level 0

আমি সামির কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Freelancer web designer !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো জিনিস 🙂

Level 0

বাহ সুন্দর তো… শেয়ার করার জন্য ধন্যবাদ।

    @kazirhut: সাহায্য করুন, দয়া করে বলবেন কি, পোষ্টের শেষে ডাউনলোড আইকোনটা কি দেখা যাচ্ছেনা? আমি দেখতে পাচ্ছি।

৩১১ কেবি ফাইল সাইজের সফটওয়্যার! বুঝলাম। কিন্তু আপনি না দিলেন সফটওয়্যারের নাম আর না দিলেন ডাউনলোড লিংক। কিভাবে নামাবো ভাই। কষ্ট করে পোস্ট লিখলেন আর একটু রিভিউ করার সময় পেলেন না।

উপরের মন্তব্যের ঘরে একজন লিখেছেন , ভালো জিনিস :), আরেকজন লিখেছেন বাহ সুন্দর তো… শেয়ার করার জন্য ধন্যবাদ।

কি দেখে তারা মন্তব্য করেছেন বুঝলাম না।

    @ডিজিটাল দাস: আমার পোষ্টের সর্বশেষ অংশটি হলো যেখানে বাংলায় ছবি আকারে আইকোন সহ লিখে দিয়েছি ডাউনলোড করুন। ধরে নিচ্ছি আপনি হয়তো দেখতে পারেননি বা যদি ছবিটা না এসে থাকে এই হলো ডাউনলোড লিংক

    http://pdfmergetool.sourceforge.net/

    হ্যা ভাই, আমি রিভিউ করেই পোষ্ট দিয়েছে, কোনরুপ পরিবর্তন ছাড়াই বলছি সব ঠিক আছে । আশা করি কাজে লাগবে এটি, মন্তব্যের জন্য ধন্যবাদ।

download link den vai,

Level 2

খুবই কাজের সফটওয়্যার । এইমাত্র আমি দুই খন্ডের একটা বই জোড়া লাগালাম । সামির কবির ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো ছোট কিন্তু খুব কাজের সফটওয়্যারটি শেয়ার করার জন্য ।

    @moni: যাক ভালো লাগলো এটা জেনে যে আমার পোষ্টে ডাউনলোড লিংক সংক্রান্ত অভিযোগ ঠিক নয়, নইলে আপনি কিভাবে পেলেন…যাহোক, আপনার কাজে লেগেছে জেনে খুশি হলাম, তবে এই কাজের সকল কৃতিত্ব যিনি ঐ সফটওয়্যার টি বানিয়েছেন। আমি সবচেয়ে বেশী উপকৃত হয়েছিলাম 😉 কেননা আমার ৬৮টি পিডিএফ সংযুক্ত করার দরকার ছিলো।

Level 0

ভাই অনেক সুন্দর হইছে ।
http://techorb4u.blogspot.com/ দেখবেন।

ডাউনলোড তো করলাম। দেখি কাজ হয় কিনা অনেক ধন্যবাদ। টিউনের জন্য