আরেকটি ফায়ারফক্স এক্সটেনশন : ডাউনলোড স্ট্যাটাসবার


অনেকে অনেক এক্সটেনশনের খোঁজ দিয়েছেন । কিন্তু এই এড-অনটির কথা বলেননি কেউই । এর নাম ডাউনলোড স্ট্যাটাসবার ।
ধরুন ফায়ারফক্স ব্যবহার করে বড় কোন ফাইল ডাউনলোড করছেন? ৯০ ভাগ ডাউনলোড সম্পন্ন হওয়ার পর বিদ্যুত চলে গেল। কি আর করা! আগের ডাউনলোড বাতিল করে আবার নতুন করে শুরু করবেন? এর একটা সহজ সমাধান আজ আপনাকে জানাব।
এটি ফায়ারফক্সের ডাউনলোড উইন্ডোটিকে একটি ডাউনলোড স্ট্যাটাসবারে রুপান্তর করে। এই এডঅনটি ব্যবহার করে ডাউনলোড সাময়িকভাবে স্থগিত করে পরবর্তী সময়ে আবার শুরু করা যায়। ডাউনলোড হবার সময় কতটুকু ডাউনলোড হয়েছে, ডাউনলোড স্পীড, সময় আরো অনেক কিছু প্রদর্শণ করে। ডাউনলোড হবার পর ফাইলটি খুলবেন না ডাউনলোড ফোল্ডারটি খুলবেন নাকি ফাইলটি ডিলিট করবেন তাও এর মাধ্যমে ঠিক করা যায়। সেটিংস পরিবর্তনের মাধ্যমে ফাইল স্ক্যান, লুক পরিবর্তনসহ আরো অনেককিছুই করা যায়।
এখন আমার জন্য এটি ফায়ারফক্সের একটি অপরিহার্য এক্সটেনশন।

ডাউনলোড স্ট্যাটাসবার

ধন্যবাদ সবাইকে , ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।

Level 0

আমি বিস্ময় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন