ফেসবুকের একটি সমস্যা ও সেটার উপায়

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি আর আমাদের ইচছা থাকে আমাদের যেন প্রচুর বন্ধু হয়।কিন্তু অনেক সময় সেই ইচ্ছা স্বপ্ন হয়ে ই থেকে যায়।হ্যাঁ মেয়ের ছবি দিয়ে আই ডি বানালে তখন অবশ্য চিন্তা করতে হয় না।আর ছেলে দের তো কপাল পোড়া ।যদি ভাবি বেশি বেশি করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে বন্ধু সংখ্যা বাড়াবো তাতে আবার ব্লক খেতে হয়।কিন্তু আশাকরি আর ব্লক হবেন না কিন্তু যদি ফেসবুক ব্লক এর সর্তক বার্তা দেয় তখন আর পাঠাবেন না । আমি বলবো এটি সম্পূর্ন আমার বের করা পন্থা এটি কোথাও পাবেন না ..কিন্তু আমি জানি না যে এটা সবার ক্ষেত্রে কাজ করবে কিনা তাই আশাকরি কথাটা প্রয়োগ করেছি আর আমি সুফল পেয়েছি ভাবলাম আমার বন্ধু রা যদি পাই তাই ভূল হলে ক্ষমা করবেন ।এবার বলি কি করতে হবে–আপনি ফেসবুক খুলুন আর নিল রং এর নামের উপর মাউস পয়েন্টার রাখুন দেখুন এরকমআসবে এবার Add friend এ ক্লিক করুন এ রকম দেখাবে মানে রিকুয়েস্ট পাঠানো হয়ে গেছে।এই ভাবে করুন কিন্তু কোন আই ডির প্রোফাইলে গিয়ে রিকুয়েস্ট পাঠালে কিন্তু কাজ করবে না।আবার বলছি সবার কাজ না করতেও পারে কিন্তু একজনের ও যদি কাজে লাগে তাহলে আমার পোস্ট সফল ভাববো।ভালো থাকুন।

Level 0

আমি ami bondhu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am student.age 30years.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া, ফেবু তে আজে বাজে ফ্রেন্ড হঠাবার কি কোন সহজ বুদ্ধি আছে?

    Level 0

    @Showmik: আনফ্রেন্ড করে দিন আর যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই তাকে হাইড করেদিন।

Level 0

বন্ধু ভাই এটা আমার মনে হয় না যে কোন কামের।বন্ধ বারালে কি হয় ভাই।তবে হ্যা কারো কারো উপকারে আসতে পারে যারে কাম নেই///

ভাইরে, প্রতিদিন যে পরিমান রিকুয়েস্ট আসে। Accept ই করতে পারিনা, আবার নতুন কারে রিকুয়েস্ট পাঠাবো?

    Level 0

    @SHAIKH NOOR-E-ALAM: হ্যাঁ আমি বলেছি না মেয়ের আই ডির ব্যাপার টা আলাদা ।

Level 0

শুধু শুধু বন্ধু বানিয়ে লাভ কি? এখন সব ফেক আডি দিয়ে ফেবু ভরে গেছে। আর আজে বাজে লিংক তো আছেই, আর এমন সব ছবি আপলোড করে যা লজ্যাকর। ৪ বছর ধরে আমার ফেবুতে ৯৭ জন। কয়েক হাজার রিকয়েস্ট পেনডিং রাখছি। কি দরকার!!!

    Level 0

    @Imran bd: কত হাজার রিকয়েস্ট পেনডিং রেখেছেন বা রাখা যায় কেনো বা রেখেছেন ???

একটি বিষয়ে আপনাদের সাহায্য চাচ্ছি। আমি windows xp ব্যাবহার করি। একবার আমার user name পরিবর্তন করে ফেলার পর দেখলাম c drive এ youtube থেকে ডাউনলোড করে রাখা অনেকগুলো ভিডিও (প্রায় ৮ গিগাবাইটের মত) আর দেখতে পাচ্ছি না। এরপর নতুন করে xp install করলাম। নতুন করে install করলে ভিডিও গুলো মুছে যাবে জানি। কিন্তু সেই ৮ গিগাবাইট space আর ফেরত পেলাম না। ২৫০ গিগাবাইট হার্ডডিস্কের মধ্যে এখন show করছে ২৩২ গিগাবাইট।

আমি এটা নিয়ে একটা পোষ্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা প্রথম পাতায় আসছে না। দয়া করে কেউ এই বিষয়টার সমাধান দিলে কৃতজ্ঞ থাকব।

    Level 0

    @Imran bd: @saif-al-islam: আপনি হার্ডডিস্কের পার্টিসন নতুন করে করে নিন ।

via amar facebook id ta deactive korediache kecho kortapartache na please give some information

vi fb er security question kivbe change kora jay. Karo jana thakle somadhan diben plz.

Level 0

password ভুলে গেলে যে অপশনে ক্লিক করতে হয় সেখানে ক্লিক করে স্টেপ বাই স্টেপ করা যায়।আবার আপনি যে ইমেল দিয়ে ফেসবুক করেছেন সেখানেও অপসন পাবেন।