প্রযুক্তি ব্যবহার করে আরবী শিখুন [পর্ব-০১] :: ঘরে বসে আরবী বর্ণমালা শিখুন

আসসালামু আলাইকুম, প্রতিটি মুসলিম বাবা মা-ই তার সন্তানকে ছোটবেলা থেকেই আরবী শিখাতে চান। তাই সন্তানকে আরবী ভাষায় দক্ষ করে তোলার জন্য আপনাকে গৃহ শিক্ষকের শরণাপন্ন হতে হয়। আর গৃহ শিক্ষক পাওয়া ও অনেক জামেলার। এবার আপনি-ই আপনার সন্তানের শিক্ষকের(আরবী) দায়িত্ব পালন করতে পারবেন। আর যদি আপনি সময় না ও পান, আপনার সন্তানকে একবার দেখিয়ে দিলে সে নিজে থেকেই শিখে নিতে পারবে। যদি আপনি আপনাদের ছেলেমেয়েদের আরবী শিখাতে চান অথবা নিজেই শিখতে চান তাহলে আপনার কম্পিউটারের মাধ্যমেই খুব সহজেই শিখে নিতে পারেন আরবী ভাষা।

আরবী বর্ণমালা শেখার ছোট্ট একটি ফ্লাশ ফাইল ।

আকারে খুবই ছোট মাত্র ৫১৭ কেবি সাইজ। বর্ণমালাতে ক্লিক করলে উচ্চারন বলে দেয়, আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ও খুব ভালো লাগবে আমার বিশ্বাস।

ছোট্ট সোনামনিদের আরবী অক্ষর শেখানোর কাজে লাগবে পাশাপাশি বড়দেরও।

তো আর দেরি কেন ডাউনলোড করে নিজে নিজেই

আরবী শিখুন।।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো

ধন্যবাদ aminur_rosul, আরবী নিয়ে আরো কিছু টিউন করার আশা আছে । ইনশাআল্লাহ

ধন্যবাদ ভাই ! খু……উ…..ব ভালো লেগেছে

ধন্যবাদ@Saifur Rahman, আমার কাছে আরো ভালো লাগার মত কিছু আরবী সফটওয়্যার আছে সময় পেলে আপনাদের মাঝে শেয়ার করব। ইনশাআল্লাহ

Level 0

ভাই জটিল হইচে ।

ভাই ডাউনলোড লিংক খুজে পাচ্ছি না।

    Level New

    @Bazlul Haider Shamim: ডাউনলোড লেখাটাতে ক্লীক করুন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ।

সবাই খুজে পাচ্ছে আপনি ও পাবেন একটু ভালো করে দেখেন।@ Bazlul Haider Shamim

হোছাইন আহম্মদ ভাই আপনার ইমেইল আইডি ও ফেসবুক আইডি কি দেয়া যাবে?? একটু কথা ছিলো আপনার সাথে 🙂