এবার আপনি আপনার ভয়েস রেকর্ড করুন ছোট একটি অসাধারন সফটওয়্যার দিয়ে

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ।

আমরা অনেক সময় কথা রেকর্ড করতে  দরকার হয়  তখন আমরা এদিক সেদিক খুজে কোন সফটওয়ার পাই না পাইলেও অনেক এমবি আর উন্ডোজ এর নিজস্ব সাউন্ড রেকর্ডার আছে কিন্তু বেশি কথা রেকর্ড করা যায় না আজ আমি আপনাদের যে সাউন্ড রেকর্ডার দিব সেটা দিয়ে  খুব সহজে পিসি তে বসে আপনি আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন 3  মেগাবাইট এর ছোট এই সফটওয়্যার দিয়ে । এই সফটওয়্যারটি রেকর্ডিং  হয়ে  থাকে যেমন  MP3 __WAV files with high quality. খুব সহজ একটি System এ রেকর্ড করতে পারবেন আনলিমিটেড তবে আর দেরি কেন ?
এখনি ডাউনলোড করুন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।  এটি একটি ফ্রি সফটওয়্যার তাই সিরিয়াল কি এর প্রয়োজন নেই।

নিচে কিছু স্ক্রীন শট দিলাম

অনেকেই হয়ত জানেন। যারা জানেন না তাদের জন্য দিলাম।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি এ কি শুরু করলেন 20 সেকেন্ড তো পারই হয় না।
আগের নিউন এও এই সমস্যা হয়েছে।

ভাই কিভাবে আমার account এ ছবি যোগ করাযাবে?

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ। আমি যখন এক্সপি ব্যবহার করতাম তখন অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এখন ৭ এ আনলিমিটেড রেকর্ড করা যায়। এখন পেলাম, আপনি কষ্ট করে আমাদেরকে দেয়ার জন্য আবার ধন্যবাদ।

@kader484jokes: এটা rar ফাইল Extract করুন

Level 0

আমারে কেউ একটু হেল্প করেন। একটা ক্যামেরা সফট ইন্সটল করলাম। অ্যাপটি রান করলে কেপচার করতে বলে ক্যামেরা বাটন দিয়ে। সিম্ফনি W35 এ কি কোন ক্যামেরা বাটন আছে? আমি তো খুজে পাচ্ছি না। কারো জানা থাকলে আমাকে দয়া করে জানাবেন প্লীজ। সফট এ ঢুকে স্ক্রিনে টাচ করলে Background পরিবর্তন হয়। তাতে বোঝা যায় সফট টি কাজ করছে।-

খুব সুন্দর সফট