১০ পদ্ধতিতে ওপেন করুন CMD বা Command Prompt ।

সবাই কে স্বাগতম আমার ৩য় টিউনে আজকে আমি আপনাদের কাছে CMD চালু করার ১০ টি পদ্ধতি নিয়ে আলোচনা করব  । CMD জিনিস টি দিয়ে অনেক কাজ করা যায় অনেক সময় জিনিস টির দরকার হয় আমাদের পি সি চালাতে গেলে ঃ) আজকে আমি আলোচনা করব ১০ পদ্ধতিতে CMD কিভাবে ওপেন করা যায় সেটা নিয়ে অনেকের হয়ত CMD নরমালি চালু হতে সমস্যা হয় তাদের জন্যেই আজকের এই টিউন আর যারা আমার মত জ্ঞান পিপাসু আছেন 😀 তাদের জন্যে হয়ত এই টিউনে থাকবে নতুন কিছু শেখার তাইলে চলুন শুরু করা যাক ।

১ম পদ্ধতি ঃ

স্টার্ট মেনু তে যান তারপর নিচের চিত্র টি লক্ষ করুন ঃ

২য় পদ্ধতি ঃ স্টার্ট মেনু তে যান ALL PROGRAMS এ ক্লিক করুন এবং নিচের  স্ক্রিন শট টি দেখুনন ঃ

এখন থেকে CMD ওপেন করুন ।

৩য় পদ্ধতি ঃ মাই কম্পিউটার ওপেন কর আড্রেস বারে এই কমান্ড টি সরাসরি পেস্ট করুন ঃC:\Windows\System32\cmd.exe

৪র্থ পদ্ধতিঃ স্টারট মেনু তে গিয়ে রান ইংরেজিতে টাইপ করুন তারপর রান নামে একটি নতুন বক্স খুলবে সেখানে CMD লেখে এন্টা করুন CMD ওপেন হবে ।

৫ম পদ্ধতি ঃ এই পদ্ধতি টি সবচেয়ে ইন্টারেস্টিং  প্রথমে নোটপ্যাড ওপেন করে টাইপ্ করুন ঃcommand.com  তারপর  Save As   filename.bat তারপর ফাইল টি ওপেন করুন ওইটাই  CMD  ।

৬ষ্ট পদ্ধতি ঃ ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে এই কমান্ড টি পেষ্ট করুন ঃ C:\Windows\System32\cmd.exe কিছু পারমিশন চাইবে ওকে করলে  CMD  ওপেন হবে ।

৭ম পদ্ধতি ঃ নিচের টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং সেখান থেকে টাস্ক ম্যানেজার ওপেন করে নিউ টাস্ক এ ক্লিক করুন তারপর একটা কমান্ড বক্স ওপেন হবে সেখানে  CMD লেখুন চালু হবে  CMD ।

৮ম পদ্ধতি ঃ My Documents এর উপর সিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করুন পপ আপ মেনু ওপেন হবে সেখান থেকে Open Command WIndows Select করুন CMD ওপেন হবে ।

৯ম পদ্ধতি ঃস্টারট মেনু ওপেন করে সেখানে  Command Porompt লেখে এন্টার চাপুন   CMD চালু হবে ।

১০ম পদ্ধতি ঃনোটপ্যাড ওপেন করে ফাইল অপশন এ যান এবং ওপেন এ ক্লিক করুন একটা WIndow Open হবে সেখানে এই কমান্ড টি টাইপ করে এন্টার চাপুন কাম শেষ  ... মানে CMD ওপেন হবে ।

তাহলে আজকে যায় আবার দেখা হবে নতুন কোনো টিউনে । মজা পাইলে কমেন্ট করেন কাজে লাগলে কমেন্ট করেন কোনো ভুল দেখলে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি farhan sadik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফারহান ভাই Here সবার কাছে এইডাই আশা রাখি যে আপনাদের কাছে কুপা শামসু টাইপের জ়োশ জ়োশ টিউন শেয়ার করতে পারুম ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

windows key + r > command.com > enter